আদু ভাই এর এ প্লাস
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩১ মার্চ, ২০১৫, ০৪:০৩:১৬ বিকাল
আমাদের আদু ভাই
বিদ্যের জাহাজ বোঝাই
কিছুই নাকি তার অজানা নয়
কাউকেই তাই পরোয়া নয়।
গোটা তিনেক টেরাই মেরে
মাধ্যমিকে ফেল করে
এ যেন দিব্যি মজা
বলেন, ফেল কি এত্ত সোজা!
পাশ করা সহজ বটে, ফেল করা নয়কো বাপু
পাশ নাকি জিনিয়াসদের, করে না কভু কাবু!
সেদিন হঠাৎ বাজার মোড়ে
পড়বি পড় আদুভাইয়ের ঘাড়ে
সে ছিল চিপার আড়েই।
মস্ত বড় হা করিয়ে
রসগোল্লা দেয় গিলিয়ে
আদু ভাই এর মতিগতি
বোঝা নয়কো সহজ অতি,
চক্ষু মুদে আড়াই মিনিট
ভাবলাম একটু খানিক।
আদু ভাই কি তবে দিল্লী কা লাড্ডু খেল?
না না, তা নয় - আদু ভাই #এ প্লাস পেল।
শুনেতো আক্কেল গুড়ুম
হলো না কিচ্ছু মালুম
পরীক্ষাতো দেয় নি তবে
এ প্লাস মিললো কবে?
বিদ্যের জাহাজ যে জন
পরীক্ষার কি প্রয়োজন
এ প্লাস এমনিই মিলে
পরীক্ষা নাই বা দিলে।
ওরে ও বাদ্য বাজা
এ প্লাস বড্ড সোজা
আমার শখের বিড়াল ছানা
এ প্লাস এবার তার আটকাবে না।
বিষয়: সাহিত্য
১১৮৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছন্দে ছন্দে বেশ রসাত্নক কবিতা পড়লাম! আসলেই সুন্দর কবিতা লিখেছেন!
আরো লিখুন! শুভেচ্ছা ও শুভকামনা রইলো!
তবে আদু ভাই কেউ না হোক! সবাই ভালোভাবে পড়াশোনা করেই পাশ করুক!
ধন্যবাদ আপনাকে। আজ শিক্ষাব্যবস্থার মান তলানিতে। এক সময় ছিল সারা দেশে ২০ জন বোর্ডস্ট্যান্ড করতো যাদের সবাই চিনতো। স্টার মার্কস, প্রথম বিভাগ প্রাপ্তদেরও সবাই মেধাবী হিসেবেই জানতো। মোটামুটি মানের ছাত্ররা দ্বিতীয় বিভাগ পেত।
এখন লক্ষ লক্ষ এ প্লাস। মেধাবী অমেধাবী চিহ্নিত করাটাই কঠিন। যোগ্য অযোগ্য সবাই এ প্লাস পাচ্ছে।
গজ মন্ত্রী বন্দী রেখে চালেন শুধু বড়ে৷
সনদ বেচা ব্যবসা করে তাও জাননা বুঝি?
ছোট সনদ বড় সনদ সনদ বেচাই পুঁজি৷
চমৎকার ছন্দের জন্য ধন্যবাদ আপনাকে। আজ শিক্ষাব্যবস্থার মান তলানিতে। এক সময় ছিল সারা দেশে ২০ জন বোর্ডস্ট্যান্ড করতো যাদের সবাই চিনতো। স্টার মার্কস, প্রথম বিভাগ প্রাপ্তদেরও সবাই মেধাবী হিসেবেই জানতো। মোটামুটি মানের ছাত্ররা দ্বিতীয় বিভাগ পেত।
এখন লক্ষ লক্ষ এ প্লাস। মেধাবী অমেধাবী চিহ্নিত করাটাই কঠিন। যোগ্য অযোগ্য সবাই এ প্লাস পাচ্ছে।
না হলে তাকেও ডবল এ প্লাস বানাইয়া দিত আজকে!
মন্তব্য করতে লগইন করুন