নাস্তিকতাঃ একটি জঙ্গি ও ভ্রান্ত বিশ্বাস
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১০ মার্চ, ২০১৫, ০৫:৩৯:৩৭ বিকাল
প্রিয় ব্লগার বন্ধুগণ,
আসসালামু আলাইকুম।
ওপরের শিরোনামে একটি গ্রন্থ রচনার কাজে হাত দিয়েছি। বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত ও যুক্তির মাধ্যমে নাস্তিকতাবাদের অসারতা প্রমাণ করবো ইনশাল্লাহ। লেখার উপকরণ মোটামুটি সংগ্রহ করেছি।
তথ্য উপাত্ত যুক্তি প্রমাণের জন্য আপনাদের সহযোগিতাও চাচ্ছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ গ্রন্থটিকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করছি।
সবাই মতামতের মাধ্যমে সহযোগিতা করুন। জাযাকাল্লাহ খাইরান।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খাইরান।
মরহুম মাওলানা আবদুর রহিম এর "বিবর্তনবাদ ও সৃষ্টি তত্ব" এবং "পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি" বই দুটি এই জন্য ভাল করে পড়লে উপকার হবে বলে মনে হয়। মরহুম ডঃ শহিদুল্লাহ মৃধার "সময়ের বিচিত্র কাহিনি ও মহাকালের অজানা রহস্য" বইটা থেকে কোয়ন্টাম তত্ব নিয়ে প্রয়োজনিয় তথ্য পাবেন। এছাড়া বইটির শেষে প্রয়োজনিয় অনেক রেফারেন্স বই এর নাম দেওয়া আছে।
মন্তব্য করতে লগইন করুন