নাস্তিকতাঃ একটি জঙ্গি ও ভ্রান্ত বিশ্বাস

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১০ মার্চ, ২০১৫, ০৫:৩৯:৩৭ বিকাল

প্রিয় ব্লগার বন্ধুগণ,

আসসালামু আলাইকুম।

ওপরের শিরোনামে একটি গ্রন্থ রচনার কাজে হাত দিয়েছি। বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত ও যুক্তির মাধ্যমে নাস্তিকতাবাদের অসারতা প্রমাণ করবো ইনশাল্লাহ। লেখার উপকরণ মোটামুটি সংগ্রহ করেছি।

তথ্য উপাত্ত যুক্তি প্রমাণের জন্য আপনাদের সহযোগিতাও চাচ্ছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ গ্রন্থটিকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করছি।

সবাই মতামতের মাধ্যমে সহযোগিতা করুন। জাযাকাল্লাহ খাইরান।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308236
১০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমআসসলাম ওয়া রহমাতুল্লাহ! অনেক শুভকামনা রইলো! যথাযথ সহযোগিতার চেষ্টা করব ইনশা আল্লাহ! বারাকাল্লাহু ফিক! Good Luck
১১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৬
249365
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সহযোগিতার আশ্বাস পেয়ে প্রীত হলাম। জাযাকাল্লাহ খাইরান।
308254
১০ মার্চ ২০১৫ রাত ১০:০৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : বিজ্ঞানের কাজ সৃষ্টি নিয়ে গবেষণা করা, উদাহরণ স্বরূপ, পদার্থ বিজ্ঞানের কাজ পদার্থ, সময়,শক্তি ইত্যাদী নিয়ে কথা বলা, তাদের সৃষ্টি ও ধ্বংস নিয়ে ব্যাক্ষা প্রদান করা। স্রষ্টা সৃষ্টি থেকে পৃথক, একক ও অতুলনীয় সত্ত্বা। পদার্থ বিজ্ঞানী পদার্থের ব্যাখ্যা প্রদান করলেও স্রষ্টার সত্ত্বা সম্পর্কে প্রত্যক্ষ ভাবে কিছুই বলতে সক্ষম নয় শুধু মাত্র তাদের অনুমান ব্যাতিত। তাই স্রষ্টাকে ওহীর জ্ঞান দ্বারাই চিনতে হবে এটাই ইমান বিল গায়েবের দাবী। সৃষ্টি ও সৃষ্টি প্রক্রিয়া নিজেই স্রষ্টার অস্তিত্বের সাক্ষ্য বহন করে। এ সাক্ষ্য যারা বোঝেনা, তারা আহাম্মক। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, আর সবাই জানে, আহাম্মকরা জ্ঞানহীন।
১১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৪
249363
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সত্যিই চমৎকার বলেছেন। জাযাকাল্লাহ খাইরান।
308277
১১ মার্চ ২০১৫ রাত ০২:১৬
ধ্রুব নীল লিখেছেন : মাশা আল্লাহ। চমৎকার কাজে হাত দিয়েছেন। আল্লাহ আপনার সহায় হোন। পাশে আছি।
১১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৫
249364
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান। কেমন আছ ধ্রুবনীল? তোমার মোবাইল নাম্বারটি ফেবুর ইনবক্সে দিও।
308297
১১ মার্চ ২০১৫ সকাল ০৬:২৪
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করব ইন শাআল্লাহ৷
১১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৬
249366
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ইন শাআল্লাহ৷
308316
১১ মার্চ ২০১৫ সকাল ১০:০৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। চমৎকার একটি কাজ শুরু করতে যাচ্ছেন। মহান আল্লাহর কাছে দুয়া করছি তিনি যেন আপানার এই কাজটি সহজ করে দেন। আপনার এই উদ্যেগ একেবারে সময়োপযোগী। ধন্যবাদ।



১২ মার্চ ২০১৫ সকাল ১০:৫১
249537
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ আপনার দুয়া কবুল করুন। আমীন।
জাযাকাল্লাহ খাইরান।
308407
১১ মার্চ ২০১৫ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর উদ্যোগটির জন্য।
মরহুম মাওলানা আবদুর রহিম এর "বিবর্তনবাদ ও সৃষ্টি তত্ব" এবং "পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি" বই দুটি এই জন্য ভাল করে পড়লে উপকার হবে বলে মনে হয়। মরহুম ডঃ শহিদুল্লাহ মৃধার "সময়ের বিচিত্র কাহিনি ও মহাকালের অজানা রহস্য" বইটা থেকে কোয়ন্টাম তত্ব নিয়ে প্রয়োজনিয় তথ্য পাবেন। এছাড়া বইটির শেষে প্রয়োজনিয় অনেক রেফারেন্স বই এর নাম দেওয়া আছে।
১২ মার্চ ২০১৫ সকাল ১০:৫০
249536
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ ভাই। বইগুলি আমি অবশ্যই সংগ্রহ করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।
308724
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৫৮
আবু জারীর লিখেছেন : এগিয়ে চলুন। আল্লাহ আপনার যোগ্যতা বাড়িয়ে দিন। আমীন।
১৪ মার্চ ২০১৫ সকাল ১০:০৯
249796
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File