‌'অনলাইন সাহিত্য পরিষদ' কর্তৃক ‌[b]শীতকালীন কবিতা উৎসব[/b] প্রতিযোগিতায় অংশগ্রহণ এর আমন্ত্রণ।

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২০ ডিসেম্বর, ২০১৪, ১২:১০:১২ দুপুর

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘অনলাইন সাহিত্য পরিষদ’ এর উদ্যোগে ‘শীতকালীন কবিতা উৎসব’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।



শীতল বাবু

- আবু আশফাক


কে আমাদের নিয়ে এলো

খেজুর রসের দেশে

বসন্তের-ই বার্তা দিল

কে সে মুচকি হেসে?

কে ভরালো শাক-সবজিতে

গ্রাম-বাংলার হাট

সূর্যমুখী ডালিয়া গাদায়

কে ভরালো মাঠ?

সেই-তো হলো শীতল বাবু

ডাক নামটি শীত

তার সুবাদেই গাইছি সবে

পিঠা-পুলির গীত।

"শীতের বুড়ি"২

---------নাছির বিন ইব্রাহীম

হেটে এলাম ঠান্ডা হাওয়ায়

শীত সকালে ঘুরে,

শীতের বুড়ি কাঁপছে দেখি

গাইছে করুন সুরে।

আমার গায়ে গরম জামা

তার গায়ে তো নায়,

ঠক ঠকা ঠাক কাঁপছে বুড়ি

এদিন ওদিক চায়।

আমার মায়ের আমি আছি

ওর কি আছে কেহ?

থাকলে কেন এমন শীতেই

ঢাকছে না তার দেহ।

মা তো আমায় নিয়ে এখন

খাবে শীতের পিঠা,

তার কি আছে আটার গুঢ়া

কিংবা খেজুর মিটা।

গরম জামায়,গরম পিঠায়

করছে যারা সুখ,

খোঁজ নেয় না শীত বুড়িদের

কেউ দেখেনা দুঃখ।

শীতের সকালে

আ ল ম গী র মু হা ম্ম দ সি রা জ


পথ-ঘাট চারদিকে

কুয়াশায় ঢাকা,

এ যেন ধূসর ছবি

শিল্পীর আঁকা।

কুয়াশার রেশ ছিড়ে

দিনমনি হাসে,

ঝিকিমিকি ঝলকানি

সবুজের ঘাসে।

প্রতিদিন প্রাতভোরে

সঁই ফুল ঝরে,

রেণু-পপি তোলে ফুল

দু’আঁচল ভরে।

গরম পরশ নিয়ে

কাঁচা রোদ আসে,

চাচিদের উম কোলে

সোনামনি হাসে।



শীতের ভোরে

-ফাতিমা মারিয়াম


*****************

কুয়াশা ঘেরা ভোরবেলা খুব শীত শীত লাগছে,

টুপটাপ করে শিশিরকণা মাটির ওপর পড়ছে।

ছেলেবুড়ো সব লেপমুড়ি দিয়ে চুপ করে শুয়ে রয়,

উঠলেই এখন কাঁপতে হবে মনে আছে এই ভয়।

ক্ষণপরে দেখ সূর্যটা ঐ উঁকিঝুঁকি দেয় আকাশে,

দাঁত ঠকঠক হাড় কেঁপে যায় হিম হিম হিম বাতাসে।

হিমেল ভোরে মনকাড়া স্বাদে হরেক রকম পিঠা,

গরম গরম ভীষণ মজার, আহা! খেতে লাগে ভারি মিঠা।

গরম জামা গায়ে দিয়ে তুমি মজা করে পিঠা খাও!!!

বঞ্চিত যারা আশেপাশে আছে তাদেরও একটু খবর নাও।

তাদের তরে যদি আজ তুমি হও কিছুটা সদয়,

মহান প্রভুর অশেষ রহম পাবে তুমি নিশ্চয়।

এমনই মজার মজার ও হৃদয়ছোঁয়া শীতকাব্যে জমজমাট এ আয়োজনে অংশগ্রহণ করতে আপনি বসে পড়ুন কী বোর্ডের সামনে। শীতের পিঠা পায়েস, শীতের উৎসব, তীব্র শীতে দরিদ্র মানুষের দুর্দশাগ্রস্ত জীবন সব উঠে আসুক আপনাদের ছড়া ছন্দ কাব্যে।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

বিস্তারিত এখানেঃ https://www.facebook.com/groups/613200972117139/

অনলাইন সাহিত্য পরিষদ

বিষয়: সাহিত্য

১৮৯৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295902
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
239373
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Good Luck Good Luck Angel
295926
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো উদ্যোগ! চালিয়ে যান।
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১০
239393
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অংশগ্রহণ করুন। Good Luck
295927
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : "অনলাইন সাহিত্য পরিষদ" লিংক কাজ করেনা। এডিট করবেন প্লিজ।
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
239391
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এড্রেসবারে ‘ https://www.facebook.com/groups/613200972117139’- কপি করে এন্টার চাপুন।
295930
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
ভিশু লিখেছেন : Applause Applause Applause
সুন্দর আয়োজন।
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
এগিয়ে চলুন... Happy Good Luck Bee
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
239392
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Good Luck Good Luck ধন্যবাদ আপনাকে।
295976
২০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আঁই তো কুনো কবিতা লিখবার হারি ন। হের লিগ্যা মুই অংশ গ্রহণ কইরবার হারুম না।
২০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
239418
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : একটা গ্যাঞ্জাম মার্কা কবিতা লিখে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিন। Angel Angel
295982
২০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
আফরা লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আঁই তো কুনো কবিতা লিখবার হারি ন। হের লিগ্যা মুই অংশ গ্রহণ কইরবার হারুম না। আমি ও কবিতা লিখতে পারি না ।
২০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
239425
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা। লাইক ও কমেন্ট করে অংশ নিন ভগিনী। Good Luck Good Luck
296061
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
শেখের পোলা লিখেছেন : ভাল উদ্যোগ৷ ধন্যবাদ৷
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৩
239601
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম। আপনার একটি লেখা না হলেই নয়।Happy
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৫
239803
শেখের পোলা লিখেছেন : আমিতো ভাই ফেসবুকে নাই৷ বুঝিওনা৷ স্যরি৷
296161
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর আয়োজন।
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
এগিয়ে চলুন-

ইহা একটি কপিপেষ্ট মন্তব্য।
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
239615
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভাল লাগা রেখে গেলুম।

- ইহা একটি সাদিক রুবেলিয় মন্তব্য। হাহাহা।
296323
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৭
বিদ্রোহী কবি লিখেছেন : এই সুন্দর আয়োজনের জন্য অনলাইন সাহিত্য পরিষদ কে অনেক অনেক ধন্যবাদ।
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০০
239861
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : উক্ত আয়োজনে আপনাকেও স্বাগতম।Good Luck Good Luck
১০
296392
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File