মায়ের নিমন্ত্রণ
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৫ মে, ২০১৪, ০১:০০:৪৬ দুপুর
বড় গাছটার আম পেকেছে
লাল মোরগটা খাসা,
লিছু গাছে বুনেছে এবার
টুনটুনিতে বাসা।
ওরে খোকা ওরে খুকী আসবি তোরা কবে?
তাড়াতাড়ি আয় না এবার অনেক মজা হবে।
তেঁতুল আচার, বড়ই আচার আরো আছে চালতা,
সরিষা তেলে বানিয়ে দেব টাকি মাছের ভর্তা।
পুকুর ধারের লম্বা গাছটায় টসটসে সব জাম,
পাশের গাছেই আছে মজার কাঁচামিঠে আম।
বাঁশবাগানের পরেই মোদের তালগাছের সারি,
রোজ সেথায় রহিম চাচা বসায় রসের হাড়ি।
এই গরমে লাগবে ভাল কাঁচা তালের শাঁস,
আরো আছে সারি সারি ডাব নারিকেল গাছ।
কালিজিরা চালের পিঠা পায়েস
বিন্নী ধানের খৈ,
কালো গাইয়ের দুধে এবার বানিয়েছি দৈ।
পুকুরভরা আছে ম্যালা শিং টেংরা কৈ,
চিনি চম্পা কলার সাথে, আছে দুধ চিতই।
বাড়ি ফিরে কবে তোরা করবিরে হৈ চৈ,
তোদের আশায় রোজ আমি, পথ যে চেয়ে রই।
আয়রে খোকা আয়রে খুকী আয়রে তাড়াতাড়ি,
নিত্য আমি গুনছি দিন কবে ফিরবি বাড়ি।
বিষয়: সাহিত্য
১২৪৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোদের আশায় রোজ আমি, পথ যে চেয়ে রই।
আয়রে খোকা আয়রে খুকী আর করিসনা দেরী,
না এলে এবার আমি, দেব কিন্তু আড়ি।
জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে
কবিতাটার ভাব আমার কাছে ভিন্ন হয়ে গিয়েছে।
আবার পড়ুন, কলেবর খানিকটা বর্ধিত হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন