বৃষ্টির ছড়া
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৮ এপ্রিল, ২০১৪, ০৩:০৮:১৪ দুপুর
বৃষ্টি নিয়ে মজার মজার ছড়ার প্রতিযোগিতা চলছে।
ছড়া নং ১.
প্রভু মোর বৃষ্টি দাও বলছে খোকা কেঁদে,
জীবন মোদের ওষ্ঠাগত তীব্র গরম রোদে।
পাপী মোরা গুনাহগার ক্ষমা করো প্রভু,
তওবা করছি ক্ষমা চাই আর ভুল হবেনা কভু।
চলবো মেনে তোমার বিধান রসূলের নির্দেশ,
তোমার আযাব হতে রেহাই দাও মোদের বাংলাদেশ।
ঝমঝমিয়ে বৃষ্টি দাও প্রভু তুমি সর্বশক্তিমান,
অফুরন্ত তোমার ভান্ডার, তুমি রহীম রহমান।
ছড়া নং ২......
মনে প্রাণে জাগিয়ে সুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
সময় এখন ভর দুপুর,
তপ্ত রোদে দগ্ধ হবার,
ভয় হলো এবার দূর।
মোড়ের ঐ বটগাছটা পড়লো হুড়মুড়,
একটুখানি দমকা হাওয়ায় ভেঙ্গে চুরমুর।
পেত্নী ছিল এক ব্রম্মদত্তা,
আছাড় খেয়ে পেল অক্কা।
ছড়া নং ৩--------
বৃষ্টি এলো ঝমঝমিয়ে,
তপ্ত ধরায় প্রাণ ফিরিয়ে,
নবপ্রাণের উল্লাসে
হর্ষোৎফুল তৃপ্তির হাসে(হাসি)।
আহ! দারুণ বৃষ্টি,
মহান আল্লাহর সৃষ্টি,
তোমার দয়ায় ধন্য,
ধরণী সেজেছে অনন্য।
ছড়া নং ৪.............
বৃষ্টি আমার মিষ্টি মেয়ে
কই গেলিরে তুই,
আয় না কাছে বুক জুড়াতে
তোরে একবার ছুঁই।
অন্ধ মা তোর বৃদ্ধ হলো
মৃত্যু আসে, যায়;
সে যে তোরে বুকের মাঝে
একবার পেতে চায়।
উঠোনে তোর ডালিম গাছে
ছিলো যত ফুল,
তুই বিহনে ঝরে গেলো
হলো ছিন্নমূল !
বৃষ্টি আমার মিষ্টি মেয়ে
সবাই তোরে চায়,
দূরে সরে থাকিসনে আর
জলদি ছুটে আয়।
ছড়া নং ৫............(সৈয়দ আহমেদ হাবীব)
খুব অতিষ্ট নাগর জীবন বাস করে
বৃষ্টি এলে রক্ষে তবে হাফ ছেড়ে।
ভাবছে কবি লিখবে ছড়া তার পরে
বৃষ্টি যখন টিনের চালে টুপ করে।।
ভাবনা আমার আছে যারা ফুট পাতে
কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।
চাঁদ দেখা যায পলিথিনের ফাঁক হতে
বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।
ছড়া নং ৬...........
বর্ষা মানে
___এম এইচ মামুন
বর্ষা মানে বৃষ্টির আসর
বৃষ্টি ভেজা খেলা,
বর্ষা মানে বিলে ঝিলে
কলমি লতার মেলা।
বর্ষা মানে ব্যাঙা ব্যাঙির
কণ্ঠে ঘ্যাঙর ঘ্যাঙ,
বর্ষা এলে চলতে পথে
থেতলিয়ে যায় ঠ্যাং।
বর্ষা মানে পা দু'খানা
কাদায় লুটোপুটি,
বর্ষা মানে নতুন প্রাণে
বোয়াল টাকি পুঁটি।
বর্ষা মানে দুষ্ট দলের
বৃষ্টিতে হই চই,
বর্ষা মানে অথৈ পুকুর
পানিতে থই থই।
বর্ষা মানে বদ্ধ মাছের
উজান পথে চলা,
বর্ষা মানে ফাঁকি ছেলের
ইশ্কুলে তে হেলা।
বর্ষা মানে দৃষ্টি সবার
থাকে আকাশ পানে,
মেঘের সুড়ং পথটি বেয়ে
কখন বৃষ্টি নামে।
বর্ষা মানে মেঘে মেঘে
সন্ধ্যা শেষে দিন
দিন মজুরে কাজ না পেয়ে
মুখ করে মলিন॥
এমনই চমৎকার সব ছড়া নিয়ে প্রতিযোগীতার আয়োজন করেছে শিশুতোষ ফেসবুক গ্রুপ -ALL ABOUT THE CHILDREN
https://www.facebook.com/groups/154956291336239/285704254928108/?notif_t=like
আপনিও অংশ নিতে ভুলবেননা।
বিষয়: সাহিত্য
১৭১২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ দেশের ঐ ডাইনী বেটি অক্কা তাতে পেত,
তিন মন মিষ্টি বিলিয়ে দিতাম,
মনটা শান্তি পেত।
.........
এসো হে বৃষ্টি
টুপ রিম ঝিম,
বাতাসের দোলাচলে
করে দাও হিম।
রোদ্রে পোড়ে যায় চাম
কঁচি থেকে পেকে যায় আম।
তরমুজ খেতে লাগে
ভারী মিষ্টি,
এসো হে বৃষ্টি, এসো বৃষ্টি।
যদি বন্যা হয় তাহ লে কি হবে??????
মন্তব্য করতে লগইন করুন