বৃষ্টির ছড়া

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৮ এপ্রিল, ২০১৪, ০৩:০৮:১৪ দুপুর

বৃষ্টি নিয়ে মজার মজার ছড়ার প্রতিযোগিতা চলছে।

ছড়া নং ১.



প্রভু মোর বৃষ্টি দাও বলছে খোকা কেঁদে,

জীবন মোদের ওষ্ঠাগত তীব্র গরম রোদে।

পাপী মোরা গুনাহগার ক্ষমা করো প্রভু,

তওবা করছি ক্ষমা চাই আর ভুল হবেনা কভু।



চলবো মেনে তোমার বিধান রসূলের নির্দেশ,

তোমার আযাব হতে রেহাই দাও মোদের বাংলাদেশ।

ঝমঝমিয়ে বৃষ্টি দাও প্রভু তুমি সর্বশক্তিমান,

অফুরন্ত তোমার ভান্ডার, তুমি রহীম রহমান।

ছড়া নং ২......

মনে প্রাণে জাগিয়ে সুর,

বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

সময় এখন ভর দুপুর,

তপ্ত রোদে দগ্ধ হবার,

ভয় হলো এবার দূর।


মোড়ের ঐ বটগাছটা পড়লো হুড়মুড়,

একটুখানি দমকা হাওয়ায় ভেঙ্গে চুরমুর।

পেত্নী ছিল এক ব্রম্মদত্তা,

আছাড় খেয়ে পেল অক্কা।




ছড়া নং ৩--------

বৃষ্টি এলো ঝমঝমিয়ে,

তপ্ত ধরায় প্রাণ ফিরিয়ে,

নবপ্রাণের উল্লাসে

হর্ষোৎফুল তৃপ্তির হাসে(হাসি)।

আহ! দারুণ বৃষ্টি,

মহান আল্লাহর সৃষ্টি,

তোমার দয়ায় ধন্য,

ধরণী সেজেছে অনন্য।


ছড়া নং ৪.............

বৃষ্টি আমার মিষ্টি মেয়ে

কই গেলিরে তুই,

আয় না কাছে বুক জুড়াতে

তোরে একবার ছুঁই।

অন্ধ মা তোর বৃদ্ধ হলো

মৃত্যু আসে, যায়;

সে যে তোরে বুকের মাঝে

একবার পেতে চায়।

উঠোনে তোর ডালিম গাছে

ছিলো যত ফুল,

তুই বিহনে ঝরে গেলো

হলো ছিন্নমূল !

বৃষ্টি আমার মিষ্টি মেয়ে

সবাই তোরে চায়,

দূরে সরে থাকিসনে আর

জলদি ছুটে আয়।

ছড়া নং ৫............(সৈয়দ আহমেদ হাবীব)

খুব অতিষ্ট নাগর জীবন বাস করে

বৃষ্টি এলে রক্ষে তবে হাফ ছেড়ে।

ভাবছে কবি লিখবে ছড়া তার পরে

বৃষ্টি যখন টিনের চালে টুপ করে।।

ভাবনা আমার আছে যারা ফুট পাতে

কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।

চাঁদ দেখা যায পলিথিনের ফাঁক হতে

বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।





ছড়া নং ৬...........



বর্ষা মানে

___এম এইচ মামুন

বর্ষা মানে বৃষ্টির আসর

বৃষ্টি ভেজা খেলা,

বর্ষা মানে বিলে ঝিলে

কলমি লতার মেলা।

বর্ষা মানে ব্যাঙা ব্যাঙির

কণ্ঠে ঘ্যাঙর ঘ্যাঙ,

বর্ষা এলে চলতে পথে

থেতলিয়ে যায় ঠ্যাং।

বর্ষা মানে পা দু'খানা

কাদায় লুটোপুটি,

বর্ষা মানে নতুন প্রাণে

বোয়াল টাকি পুঁটি।

বর্ষা মানে দুষ্ট দলের

বৃষ্টিতে হই চই,

বর্ষা মানে অথৈ পুকুর

পানিতে থই থই।

বর্ষা মানে বদ্ধ মাছের

উজান পথে চলা,

বর্ষা মানে ফাঁকি ছেলের

ইশ্কুলে তে হেলা।

বর্ষা মানে দৃষ্টি সবার

থাকে আকাশ পানে,

মেঘের সুড়ং পথটি বেয়ে

কখন বৃষ্টি নামে।

বর্ষা মানে মেঘে মেঘে

সন্ধ্যা শেষে দিন

দিন মজুরে কাজ না পেয়ে

মুখ করে মলিন॥


এমনই চমৎকার সব ছড়া নিয়ে প্রতিযোগীতার আয়োজন করেছে শিশুতোষ ফেসবুক গ্রুপ -ALL ABOUT THE CHILDREN

https://www.facebook.com/groups/154956291336239/285704254928108/?notif_t=like

আপনিও অংশ নিতে ভুলবেননা।

বিষয়: সাহিত্য

১৭১২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214380
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৫
নেহায়েৎ লিখেছেন : মাশা আল্লাহ! অসাধারণ সব ছড়া। বর্ষাার দিনে এসব ছড়া পড়তে খুব ভাল লাগে। আগে টুকটাক ছড়া লিখতাম। ইদানীং আর লেখা হয় না। এক বন্ধুর চাপে সেদিন একটা লিখেছিলাম।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
162738
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা। চাপে পড়ে আমারও কয়েকটি বের হয়েছে।Angel Angel
214381
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৫
বাকপ্রবাস লিখেছেন : হা হা সব ছড়া দেখি বৃষ্টি হয়ে ঝরছে এখানে, একটা আইডি আছে অবশ্য, প্রতিদিন একটা করে ছড়া পোষ্ট করা হচ্ছে ব্লগে লিঙ্ক Click this link
214382
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৬
বাকপ্রবাস লিখেছেন : আপনাকে অান্তরিক ধন্যবাদ জানাচ্ছি অল এবাউট চিলড্রেন এর জন্য আপনার ভালবাসা প্রকাশ করার জন্য
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৯
162746
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমার ব্লগে আপনাকে স্বাগতম।
214390
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ . অপূর্ব, চমৎকার
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
162747
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Angel Angel Angel
214391
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার ঘরের চালে টিন সব ঝংগারে ধরছে। বৃষ্টি আসলেই সব ধ্বংস হইয়া যাইবো। আপনের চড়াতে যদি বৃষ্টি নাইম্যা পড়ে তাইলে আমি আপনের নামে ষড়যন্ত্র মামলা দায়ের করমু।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৮
162651
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আবারো গ্যাঞ্জাম পাকাইয়া দিছে।Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
162748
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কার আদালতে? কালা শামছু মিয়ার আদালতে?
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১১
162771
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চামছু মিয়া!!! তেহি কিডা? বাম্বু হেতের পশ্চাতে দেয় নাকি গালের ভিত্রে দেয়?
214392
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
প্রেসিডেন্ট লিখেছেন : হায়রে এমন যদি হতো,
এ দেশের ঐ ডাইনী বেটি অক্কা তাতে পেত,
তিন মন মিষ্টি বিলিয়ে দিতাম,
মনটা শান্তি পেত।
214393
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়রান. অনেক ভালো লাগলো পড়ে
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
162749
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনিও অংশ নিন।
214395
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এসো বৃষ্টি
.........
এসো হে বৃষ্টি
টুপ রিম ঝিম,
বাতাসের দোলাচলে
করে দাও হিম।
রোদ্রে পোড়ে যায় চাম
কঁচি থেকে পেকে যায় আম।
তরমুজ খেতে লাগে
ভারী মিষ্টি,
এসো হে বৃষ্টি, এসো বৃষ্টি।
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162752
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দারুণস......Angel Angel Angel Good Luck
214404
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : বেশ ভালো লেগেছে বৃষ্টিকাব্য সংগ্রহ Thumbs Up
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
162750
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার সুন্দর সুন্দর ছড়াগুলি যেন মিস না হয়।
১০
214415
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162756
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনি দেখি ব্যাপক খুশিতো। অংশ নিবেন কিন্তু।
১১
214423
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : ভালো লাগলো অনেক। Rose Rose Rose
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162757
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Angel Angel Angel
১২
214447
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক ফোঁটা বৃষ্টিতে এতগুলা ছড়া....!!! Thinking Thinking
যদি বন্যা হয় তাহ লে কি হবে??????
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
162760
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তখন মহাকাব্য রচনা হবে। Angel Angel
১৩
214451
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
162761
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক ভালো লাগলো জেনে।Angel Angel Angel Angel Angel Angel
১৪
214515
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
সালমা লিখেছেন : খুব ভালো লাগলো.......... ধন্যবাদ আপনাকে
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪১
162961
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমার ব্লগে আপনাকে স্বাগতম।Good Luck Good Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪২
162962
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : প্রোপিক এর কিশোরটি কি আপনার ছেলে?
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
163106
সালমা লিখেছেন : দোয়া করবেন আমার কলিজার টুকরার জন্য ।আমার এক মাত্র ছেলে।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৪
163443
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জুনিয়র নজরুল ইসলাম টিপু?Angel
১৫
214565
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:২২
বৃত্তের বাইরে লিখেছেন : ছবি দেখে মনে হচ্ছে যদি নেমে পড়তে পারতাম Day Dreaming বৃষ্টির ছড়াগুলো ভাল লাগলো Applause Thumbs Upআগাম বর্ষার শুভেচ্ছা সবাইকে Rose Rose Good Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪২
162963
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Angel Angel Angel <:-P <:-P Good Luck
১৬
214685
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৫
egypt12 লিখেছেন : অসাধারণ কবিতা গুলো মনে হচ্ছে বৃষ্টির প্রবাহে ভেসে যাচ্ছি Love Struck
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪২
162964
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Love Struck Love Struck Love Struck <:-P <:-P <:-P

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File