আমার পোস্টটি সরিয়ে দেয়া হল কেন? মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি।
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৩ এপ্রিল, ২০১৪, ০৯:৫১:১৮ সকাল
বাবাকে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার অংশ হিসেবে্ প্রিয় বাবাকে নিয়ে একটি পোস্ট দিলাম গতকাল "আব্বাকে যেমন দেখেছি" শিরোনামে।
আব্বাকে যেমন দেখেছি
পোস্টটি দেয়ার এক ঘন্টার মধ্যে প্রথম পাতা হতে সরিয়ে দেয়া হয়। হেতু বুঝলামনা একদম। পোস্টটি দেয়া হয়েছিল ১২ এপ্রিল, ২০১৪, ০৫:৫৬:১৬ বিকাল - এ সময়ে।
এই লিংকটিও দেখুন। ভাল করে খেয়াল করুন, কয়েকটি পোস্ট সময়ের ক্রমানুযায়ী দেয়া হয়নি।
http://www.onbangladesh.org/blog/blogdetail/page/3
এটা কি ইচ্ছাকৃত নাকি ব্লগের কোনো টেকনিক্যাল সমস্যা?
আমার পোস্ট কি কোনো নীতিমালা লংঘন করেছে?
প্রিয় মডারেটর, জবাবের অপেক্ষায় রইলাম।
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনি কি আপনি?
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতাঃ
এটা ব্লগের বাগ হতে পারে।
১, আপনি পোষ্টটি ড্রাফট থেকে পোষ্ট করলে এরকম হতে পারে।
Please observe comments number 13
মাঝে মাঝে স্টিকি করার সময়ও এরকম হতে পারে।
***আমি মডু নই
হুনেছি মডু মামুরা নাকি মায়াগোর প্রতি একটু খাতির বেশী দেখান। অথচ বিচারারা অহনো এক্কান বিয়া কইরবার পারে ন।
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতাঃ
এটা ব্লগের বাগ হতে পারে।
১, আপনি পোষ্টটি ড্রাফট থেকে পোষ্ট করলে এরকম হতে পারে।
- এগুলোর যে কোনো একটি মনে হয় আসল কারণ।
মডুরা একটু মেয়ের নাম দেখলে লাফাইয়া লটকাইয়া রাখে অর্থ্যাত স্টিকি করে রাখে,
তাছাড়া ভাল লেখা স্টিকি করতে তাদের হাত কাপে
মন্তব্য করতে লগইন করুন