শহীদ জিয়া, খোলা চিঠি দিলাম তোমার কাছে

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৯ জানুয়ারি, ২০১৪, ১০:৩৫:২৮ সকাল

শহীদ জিয়া,

খোলা চিঠি দিলাম তোমার কাছে।




শহীদ জিয়া,

খোলা চিঠি দিলাম তোমার কাছে।

তোমার স্বাধীন বাংলাদেশ্ এখন কেমন আছে কিভাবে আছে তুমি জাননা,

এ দেশ আবার রক্তাক্ত করেছে বাকশালী হায়েনা।

শহীদ জিয়া এই চিঠি পাবে কিনা জানিনা আমি

এই চিঠি পাবে কিনা জানিনা।

শহীদ জিয়া

খোলা চিঠি দিলাম তোমার কাছে ।



গেল বছর গণহত্যা এবার ভোটাধিকার হরণ,

গণতন্ত্র আজ হিমাগারে দেশপ্রেমিকদের মরণ।

বাকস্বাধীনতা নেই আজ রুদ্ধ কারাগারে,

সিংহ পুরুষ মাহমুদুর রহমান বন্দী বিনা বিচারে।


ভারতীয় বাহিনী গণহত্যা চালায় তুমি জাননা

শহীদ জিয়া এই চিঠি পাবে কিনা জানিনা আমি

এই চিঠি পাবে কিনা জানিনা।

বর্গীরা আর দেয়না হানা নেইকো পাক হানাদার,

তবু কেন এদেশ জুড়ে নিত্য বাড়ছে হাহাকার?

জেনেছো হটেছে বাকশাল এবার স্বাধীন বাংলাদেশ,

মরা বাকশাল জেগে উঠে এবার করছে সব নিঃশেষ।


জেনেছো হটেছে বাকশাল এবার স্বাধীন বাংলাদেশ,

মরা বাকশাল জেগে উঠে এবার করছে সব নিঃশেষ।

ফেলানীরা ঝুলে আজ কাঁটাতারে তুমি জাননা

শহীদ জিয়া

এই চিঠি পাবে কিনা জানিনা আমি

এই চিঠি পাবে কিনা জানিনা।

শহীদ জিয়া

খোলা চিঠি দিলাম তোমার কাছে ।

বিষয়: বিবিধ

১৮৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164243
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০০
সিটিজি৪বিডি লিখেছেন : গনতন্ত্রকে বাকশালীরা হত্যা করেছে। এদেশে এখন আর গনতন্ত্র নাই। এখন চলছে এক নায়িকাতন্ত্র।
164251
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জিয়াউর রহমান সম্পর্কে আজকের সুন্দর একটি প্রতিবেদন


168577
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : জিয়াউর রহমান এক্কান ভালা মানুষ আছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File