স্বাধীন দেশ, আছি বেশ।
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৮ মে, ২০১৩, ১১:৫২:০৩ সকাল
আমরা কি স্বাধীন দেশের নাগরিক? স্বাধীনতার স্বাদ কি আজ দেশের নাগরিকরা পাচ্ছে। যে দেশের বিষয়ে প্রতিনিয়ত দাদাগিরি করছে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, যে দেশের নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো দিচ্ছে দাদাবাবুদের হর্তাকর্তারা, যে দেশে বাকস্বাধীনতা নেই, সংখ্যাগুরু অধিবাসী মুসলমানদের ধর্মকর্মের স্বাধীনতা নেই, যে দেশে প্রতিনিয়ত গুলি করে পুলিশ মারছে নিরস্ত্র জনতাকে আর এসবের প্রতিবাদ করলেই হচ্ছে মামলা, হামলা, জেল - সেই দেশকে স্বাধীন দেশ বলার আদৌ কোন অবকাশ আছে কি?
যে দেশের জনগণের অজান্তেই জাতীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি নগরীতে আভ্যন্তরীণ কন্টেইনার পোর্ট নির্মাণের জন্য দাদাবাবুরা টেন্ডার আহবান করে সেই দেশকে আর যাই হোক স্বাধীন, সার্বভৌম দেশ বলা যায়না। দেশ আর কতভাবে বিক্রি হলে আমাদের ঘুম ভাংবে?
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন