আজব দেশের গল্প বলি
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৫ এপ্রিল, ২০১৩, ১২:৩৫:৩৮ দুপুর
এক যে আছে আজব দেশ ভাই, সব রকমে ছক্কা,
গরীব সেথায় মানুষ নয়, নিত্য যায় অক্কা।
মন্ত্রীরা সব বড্ড রসিক, একেকটা গোপালভাঁড়,
আবোল তাবোল কথায় কামে, দেশটা হয় ছারখার।
দেশটা নাকি গণতান্ত্রিক যার যা খুশি করে,
আইন কানুন থাকুক যাহাই, ধার তাহার কে ধারে?
বিরোধীদলের কর্মীরা সেথায় এমন মুশকো জোয়ান,
এক নাড়াতেই অষ্টতলা ভবন হয় যে কম্পমান।
বেজায় ভীষণ শক্তি রাখে সেথায় বিরোধীদল,
জামাত-শিবির আরো আছে বিএনপি ছাত্রদল।
ভবনের কাছে গিয়ে তাহারা, পড়লেন কি জানি এক মন্ত্র,
মন্ত্র নহে, নির্ঘাত এটা
যুদ্ধাপরাধ বিচার বানচালের ষড়যন্ত্র! ;
মন্ত্র পড়ে বিরোধীরা সব দিল হেঁইয়ো ধাক্কা,
হুড়মুড়িয়ে ভবন ভেঙ্গে শত শত প্রাণের অক্কা।
খবর শুনে হাসেন রাণী, কমিউটার ট্রেনে চড়ে,
পুতুল রাজা ও বেজায় খুশি, নতুন শপথ পড়ে।
লাশ প্রতি ঘোষিত হল হাজার কুড়ি টাকা,
গুম না হয়ে কপাল যদি, নাহি হয় তাহাদের ফাঁকা।
আজব দেশের আজব গল্প, বলব ভাই আর কত?
লাশের মিছিল বাড়ছে সেথায় নিত্য শত শত।
বিষয়: বিবিধ
২২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন