একটু আড্ডা দিই (আড্ডা পোস্ট)
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২০ জানুয়ারি, ২০১৩, ০২:৪২:৪৫ দুপুর
ব্লগ হয়ে গেছে একটু নিরামিষ, ম্যাড়মেড়ে, প্রাণহীন। একটু আড্ডা দিয়ে সবাই উজ্জীবিত হই, নবপ্রাণের সঞ্চারে হৃদয়কে করি উল্লসিত।
কয়েকজন টুডে ব্লগার কি চমৎকার আড্ডা দিচ্ছেন।
আড্ডার ফাঁকে ফাঁকে চলবে চা বিস্কুট
আড্ডার সুনির্দিষ্ট কোন নিয়মনীতি নেই। মজার মজার ছবি, কথামালা, গান, কবিতা সবই শেয়ার করতে পারেন আড্ডায়। তবে ব্লগ নীতিমালা যাতে লঙ্ঘিত না হয় সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ রইল।
তো হয়ে যাক- ফাটাফাটি হাড্ডাহাড্ডি আড্ডাআড্ডি।
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন