এসবি পরিবারকে আমিনুল মোহায়মেনের পাশে দাড়ানোর আহবান

লিখেছেন লিখেছেন গন্ধসুধা ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩১:৩৯ সকাল

কেন এসবি বন্ধ হলো?।

এসবির সম্পাদক আমিনুল মোহায়মেনের উপর অনেকের অনেক রকম অভিযোগ। কট্টর আওয়ামীলীগার, ভালো ভালো ব্লগারকে ব্যান করা, ভালো লেখাকে মুছে ফেলা ইত্যাদি ইত্যাদি। তাই বলে গ্রেফতার হওয়ার মতো অপরাধ তিনি করেননি। কিছুটা সত্য প্রকাশে সাহায্য করেছেন বলেই আজ তিনি নির্যাতিত। গ্লাসের অর্ধেক খালি মানে অর্ধেক পূর্ণও!

সাতদিন পার হয়ে যাওয়ার পরও শেষ খবর অনুযায়ী তাকে আদালতে তোলা হয়নি যার মানে 'সামথিং ইজ রং'।

যারা সেখানে সত্যকথা লিখতো, যারা মানবতার কথা লিখতো, যারা নির্যাতিতদের কথা লিখতো, যাদের লেখাগুলো প্রকাশ হতে দেয়ায় আজ তিনি নির্যাতিত, সেইসব দেশ-বিদেশের এতো এতো ব্লগারের কাছে আমার প্রশ্ন আজ তার দুঃসময়ে তাদের কি কিছুই করার নাই?

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File