কারো উপকার করার সামর্থ্য লাভ করাও অনেক বড় রহমত
লিখেছেন লিখেছেন রাবেয়া বসরী ১৩ মে, ২০১৩, ০৩:০৬:৩১ দুপুর
আল্লার সাহায্য ছাড়া এই পৃথিবীতে আমরা সবাই অসহায়। অসহায় এই আমরাই আবার আল্লার হুকুমেই একে অপরের সহায় হই।
আমরা যখন কারো উপকারে আসতে সমর্থ হই তখন বুঝতে হবে আসলে আল্লাহ ই তাকে সাহায্য করতে চাচ্ছেন আমার মাধ্যমে। একারণে তাকে উপকার করার সামর্থ্য দিয়ে দিয়েছেন আমার মধ্যে। অর্থাৎ আমার আমলনামায় কিছু সওয়াব যোগ করতে চাচ্ছেন বা কোন গুনাহ মাফ করতে চাচ্ছেন। অর্থাৎ আমাকে রহমত করছেন তার মাধ্যমে... something like mutualism...
অর্থাৎ কারো উপকার করার সামর্থ্য লাভ করাও অনেক বড় রহমত।
বিষয়: বিবিধ
১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন