যাবেনা বলা সত্য সঠিক কথা , জেগে আছে শিবির দল লীগ ।

লিখেছেন লিখেছেন এমন স্বাধীনতা চাইনি আমি ৩১ জুলাই, ২০১৫, ০৫:৪৮:৫৬ বিকাল

জনপ্ৰিয় নেতা আপন স্বাৰ্থে গড়ে

লক্ষ্মী নকশাল বাহিনী ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

লীগ মানে

মুক্তিযোদ্ধা

R জামায়াত মানে

রাজাকার ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

জামায়াতের যাকেই ধরে

সেই শুনি

নিৰ্দোষ ,

মন্ততর হীন পেলাম না একটি

রাজাকার ।

তারেক হাছিনা করে মনে

দেশটা তাদের বাপের ,

এই স্বাধীনতা আমি চাইনি।

নিৰ্বাচনে হারলে কারচুপি ,

না হারলে না ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

কাটাতারে ঝুলন্ত ফেলানী ,

সত্যি এই স্বাধীনতা আমি চাইনি ।

নমিনেশন বিক্রেতারা চালাবে দেশ

,

এই স্বাধীনতা আমি চাইনি ।

মাঝে মাঝে শত গোসলেও

হয়না যারা পাক ,

তারা চালাবে পবিত্র দেশ ,

বেশ !

এই স্বাধীনতা আমি চাইনি ।

কেহবা ক্ষমতা আকড়ে রাখার জন্য ,

কেহবা ক্ষমতায় যাওয়ার নেশায় ,

পেট্রোল বোমা আর ককটেল করে

ব্যবহার

নিৰ্বোধ জনগণের উপর ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

আহা বেশ ! হয়ে গেল কি দেশ ,

সংসদ হয়ে গেছে গান বাজনার

আড্ডাখানা ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

বিধৰ্মী নাস্তিকদের বাংলার বুকে

হবেনা ঠায় ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

বিরোধী দলের লোক

হবে মসজিদের মুসল্লি ,

মসজিদের কমিটিতে

ক্ষমতাসীন বেনামাজী দের হবে ঠায় ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

ইমামেরা খাবে বাড়ি বাড়ি

ব্যবসা তাদের ফুঁ আর জ্বীন তাড়ানী ,

এই স্বাধীনতা আমি চাইনি ,

রমনার বটমূল , পিলখানা ,

একযোগে দেশব্যপী বোমা হামলা ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

কারেন্ট হীন ডিজিটাল ,

টুকাইরা গ্রামের বিচারক ,

ধনীরা ঋণ নিয়ে দিচ্ছে সুদে ,

NGO রা মারছে টিপে ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

যাবেনা বলা সত্য কথা ,

জেগে আছে শিবির দল লীগ ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

শিক্ষকেরা করে সহযোগিতা

থানা জেলা বোৰ্ডকে রাখতে

এগিয়ে ,

এই স্বাধীনতা আমি চাইনি।

নোবেল খেলা ধৰ্ম নিয়ে রাজনীতি ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

মুজিব জিয়া ঠাকুর ছিল ,

তাই বলে তাদের বংশের সবাই ঠাকুর

হবে ?

এই স্বাধীনতা আমি চাইনি ।

চাউল এর বিনিময়ে ইজ্জত ,

খাবারের বিনিময়ে সন্তান বিক্ৰী ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

স্বাধীনতা বলতে পেয়েছি

দরিদ্র মানুষের ,

দারিদ্র সীমার নীচে বসবাস করা ।

স্বাধীনতা বলতে পেয়েছি ,

দিন মজুর , কৃষক শ্রমিক , শ্রমজীবি

মানুষকে নিঃস্ব করা ।

স্বাধীনতা বলতে পেয়েছি ,

মিসকিন দেশে এমপি মন্ত্ৰীদের

নিশান পাজারো গাড়িতে চলা ।

স্বাধীনতা বলতে পেয়েছি ,

লোকমানকে ঠান্ডা মাথায় গুলি করা

,

রাজনকে ফুৰ্তি করতে করতে হত্যা ।

স্বাধীনতা বলতে বুঝি ,

রাজনীতিবিদেরা আর সরকারী

চাকরি ওয়ালা দেবতা ,

আমরা কুক্তার বাচ্ছা ,

এদের ভাষা শুনে মনে হয়না এরা

শিক্ষিত ,

এদের চেয়ে হাশেমের ছেলে

রাখাল মতির ব্যবহার ভাল ।

ভাল ব্যবহার করবে কেন ?

চাকরি পেয়েছে টাকার জোরে ,

এই স্বাধীনতা আমি চাইনি ।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332897
৩১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
নাবিক লিখেছেন : হুম, স্বাধীনতা আমরা চাইনি।
332899
৩১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
এমন স্বাধীনতা চাইনি আমি লিখেছেন : নাবিক ভাইকে
ধন্যবাদ ।
332908
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:৩৬
প্রক্সিমা লিখেছেন : অতি সু শীলদের বানী !
332963
০১ আগস্ট ২০১৫ রাত ০১:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাবিক লিখেছেন : হুম, স্বাধীনতা আমরা চাইনি। ধন্যবাদ .।
333085
০২ আগস্ট ২০১৫ রাত ০৩:০৯
এমন স্বাধীনতা চাইনি আমি লিখেছেন : মিনহাজুল ইসলাম
মোহাম্মদ মাছুম ভাইকে ধন্যবাদ ।
333086
০২ আগস্ট ২০১৫ রাত ০৩:১৩
এমন স্বাধীনতা চাইনি আমি লিখেছেন : প্রক্সিমা ভাইকে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File