ব্রেকিং : মুক্তিযুদ্বে অসামান্য অবদান রাখার কারণে আজকে ৭ জনকে বীরশ্রেষ্ট ঘোষণা Tongue Winking

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৬:৫৯ রাত



আজকে বঙ্গবন্ধু গ্রহের বঙ্গবন্ধুদেশ নামক দেশে বঙ্গবন্ধু সেন্টারে এক আবেগঘনপুর্ন পরিবেশে বাংলার হিটলার শেখ হাসিনা ৭ জনকে বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে। বীরশ্রেষ্ট ঘোষণার পর চটি পিয়াল , ও জাফর ইকবাল আবেগ আপ্লুত প্রধানমন্ত্রীর পায়ে চুমো দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। Kiss Kiss বয়সের কারণে জনসম্মুখে অন্যরা লজ্বার কারণে হাসিনার পায়ে চুমু দিতে না পেরে,পা চূয়ে সালাম করে।

বাংলাদেশের মুক্তিযুদ্বের বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রাখার কারণে নিম্নোক্ত ৭ ব্যক্তিকে স্বাধীন বাংলাদেশের বীরশ্রেষ্ট উপাধি দেওয়া হয়।

১) সজীব ওয়াজেদ জয়: যুদ্বের সময় জন্ম হলে ও মায়ের পেটে থেকে তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাই স্বপ্নে আমেরিকার ডাইল এন্ড দাদা সেক্টরে যুদ্ব করার কারণে বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয় Skull

২) চটি পিয়াল : চটি পিয়ালকে চটি এন্ড লাল পর্দা সেক্টরে বীরত্বপূর্ণ সংগ্রামের জন্য বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয় Day Dreaming Day Dreaming

৩) জাফর ষাড় : মুক্তিযুদ্বের সময় ১৮ বছরে ধামড়া থাকার পর ও সরাসরি যুদ্বে অংশগ্রহন না করে তিনি খাটের তলা সেক্টরে যুদ্বে লিপ্ত ছিলেন। আর এই কারণেই খাটের তলা সেক্টরে অবদান রাখার কারণেই বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয় Cheer

৪) আবেদ খান : বসুন্ধরা ও ট্রান্সকম গ্রুপের ( প্রথম আলো-কালের কন্ঠ ) জাতির জন্য অতীব গুরুত্বপূর্ন চুতিয়ামিতে চ্যাম্পিয়ন হয়ে চুতিয়া সেক্টরে অবদান রাখার কারণে বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয় Punch

৫) শাহরিয়ার কবির : কলকাতার সোনাগাছি সেক্টরে মুরগি সাপ্লাই দিয়ে কৃতিত্বপূর্ন অবদান রাখার কারণে বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয় Pig Loser

৬) মুতা মামুন : মুক্তিযুদ্বের সময় সশরীরে যুদ্ব না করে , পাকিস্তানিদের তেল মালিশের মাধ্যমে অবদান রাখার কারণে , মালিশ সেক্টরে বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয়

৭) আগাচৌ : প্লানচোট ওরফে তৈলাক্ত সেক্টরে অবসান রাখার কারণে বীরশ্রেষ্ট হিসেবে ঘোষণা করা হয় Drooling

পুরুস্কার ঘোষণার পর মুক্তিযুদ্বের চটি এন্ড লালপর্দা সেক্টরের সাব-কমান্ডার নবনীতা এক প্রতিক্রিয়ায় বলেন , সবই আমি আর চটি পিয়াল ও মোজা বাবুর রতিক্রিয়ার ইচ্ছে। আমাদের ৩ জনের যৌথ কার্যক্রমের ফসল আজকের এই উপাধি Tongue Winking

মুরগি কবির আজকের এই উপাধি পাওয়ার পর তার প্রতিক্রিয়ায় বলেন, আমি ভেবেছিলাম সরকারের সব সেক্টরে যুদ্বাপরাধী জামায়াত শিবির ঢুকে গেছে। কিন্তু আজকে এই উপাধি পাওয়ার কারণে আমার ধারণা সম্পুর্নরুপে মিথ্যা প্রমাণিত হয়েছে Winking

বিষয়: বিবিধ

২৩৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263089
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০১
সুশীল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৮
206760
চেয়ারম্যান লিখেছেন : আপনি হেসে কিন্তু নতুন বীরশ্রেষ্ঠ দের অবমাননা করছেন Tongue
263095
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও আমরা চোরশ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধি দেওয়ার ত্রিব্র দাবি জানাচ্ছি। আগামি কাল এই দাবিতে ৪২০ সংগঠনের ছাগল বন্ধন হবে চট্টগ্রাম সাগরিকা গরুর বাজারে!!!
263098
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১১
কাজি সাকিব লিখেছেন : ভাই আমার ভাগ্যাকাশে কি কিচু মিলবে এই যাত্রায়?
263129
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪৪
কাহাফ লিখেছেন :
263143
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৪
ইবনে হাসেম লিখেছেন : মূল নিউজটা সাথে দিয়ে দিলে কিন্তু পাঠকদের ঘটনার ব্যাকগ্রাউন্ড জেনে নিয়ে মন্তব্য প্রদানে সুবিধা হতো....... Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking
263147
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:০৩
শেখের পোলা লিখেছেন : পরের কোটার জন্য অপেক্ষায় রইলাম৷
263159
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
নূর আল আমিন লিখেছেন : জয়বাংলা ভক্তিযোদ্ধা সামলা
263214
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০০
হতভাগা লিখেছেন :


ইনি কি দোষ করেছিলো ?
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
206865
প্রেসিডেন্ট লিখেছেন : হুম তারেও দেওয়া যাইতে পারে।
263235
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
প্রেসিডেন্ট লিখেছেন : মাত্র ৭ জন কেন? লিস্টে আরো তালিকা যোগ করা যেতে পারে। ৭ জনই হতে হবে এমন কোনো কথা আছে নাকি? Cook Cook Cheer Cheer Cheer Give Up Give Up Hot Hot
১০
263294
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
263324
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৪
মু নূরনবী লিখেছেন : লাল পর্দা কি ভাই?

কবি কহেন, এটা জাতির জনকের "স্বপ্ন" ছিলো। Love Struck Chatterbox
১২
269614
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File