থেমসের তীরে একদিন..ছবি ব্লগ ;Winking ;Winking

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ২৪ জুন, ২০১৪, ০৯:৪৮:৩৮ রাত



থেমস নদী (টেমস নদী) ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত অন্যতম প্রধান একটি নদী। লন্ডন শহর এই নদীর তীরে অবস্থিত। লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হবার কারণেই এই নদী বিখ্যাত, অবশ্য আরও বেশ কিছু শহর ধুয়ে দিয়ে গেছে এই নদীটি। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড, রেডিং এবং উইন্ডসর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেক পর্যটক এই নদী এবং নদীর উপরের টাওয়ার ব্রীজ দেখতে আসেন।

গত ২১ শে জুন , বাংলাদেশী ছাত্রদের সংগঠন বাংলাদেশ ফোরাম ইউরোপের পক্ষ থেকে থেমস নদীতে ভ্রমণের জন্য রিভার ক্রুজের ব্যবস্থা করা হয়। এই প্রোগ্রামে প্রায় ১১০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। তার মধ্যে অনেক বোনেরা ও ছিলেন। দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মাধ্যমে নদী ভ্রমন শেষ হয়।

দুপুরে প্রথমে আমরা যাই থেমসের তীরে অবস্থিত গ্রীনউইচ ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এর পাশে আছে মেরিন জাদুঘর।

জাদুঘরের পাশের একটি ছবি ----



তারপর ঐখানের খোলা মাঠে প্রথমে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়।



সম্মানিত ভলেন্টিয়ার ভাইয়েরা অনেক কষ্ট করে নাস্তা বন্টন করেছিলেন।

তারপর স্কাউটের বিভিন্ন টেকনিক নিয়ে কথা বলেছিলেন সিরাজুল ইসলাম নামের এক ভাই। এবং প্র্যাকটিক্যালি ও কিছু টেকনিক , সবার অংশগ্রহনে ও দেখিয়েছিলেন।

সেই রকমই কিছু ছবি -----







খেলাধুলার পর কিভাবে নদী ভ্রমন হবে , তার নির্দেশনা দিচ্ছেন সালেহী ভাই। আর তার নির্দেশনা শুনছেন ডেলিগেট ভাইয়েরা





তারপরে আরো কিছু খেলার আয়োজন করা হয়,যেমন বেলুন ফুটানো , বালিশ খেলা..তবে বালিশ খেলায় বালিশ ছিলো না , বালিশের বদলে ফুটবল দিয়ে বালিশের প্রক্সি দিতে হয়েছিলোBig Grin

তারপর দুপুরের খাবারের আয়োজন করা হয়।



খাওয়া দাওয়ার পর সবাইকে আবারো নির্দেশনা ও একটি করে ব্যাগ দেওয়া হয়। ব্যাগটিতে বিকেলের নাস্তা দেওয়া হয়েছিলো।

ব্যাগ দেওয়ার পূর্বে -----------





আমাদের সাথে তখন যোগ দিয়েছিলেন বাংলাদেশ থেকে আগত জনাব মজিবুর রহমান মঞ্জু।



গ্রীনউইচের একটি খোলা মাঠ -------

তারপর আমরা সবাই আমাদের জন্য অপেক্ষমান রিভার ক্রুজে উঠার প্রস্তুতি নিলাম ---



রিভার ক্রুজে উঠার পর থেমসের উপর চলতে থাকলো আমাদের ক্রুজ। সবাই ব্যস্ত ছবি তুলতে ---









থেমসের বুক চিড়ে চলছে আমাদের ক্রুজ।-------







ঢেউয়ের তালে তালে চলছি আমরা





প্রায় ২০-৩০ মিনিট পর টাওয়ার ব্রিজের নিচে।





টাওয়ার ব্রিজ পার হয়ে ওয়েস্টমিনিস্টারের কাছে।



একদম লন্ডন আইয়ের পাশে Happy



পার্লামেন্ট ভবন। নদীর একদম পাশেই।

আবার আমরা ওয়েস্টমিনিস্টার থেকে ব্যাক করলাম গ্রীনউইচের দিকে। তবে আমাদের গন্তব্য এবার শুধু গ্রীনউইচ না , তার থেকে আরো দুরে। তখন প্রায় শেষ বিকেল পেরিয়ে গোধুলি লগ্ন শুরু হলো ------





এটি হলো ও-টু এরিনা। এখানে বড় বড় কনফারেন্স বা ইভেন্ট অনুষ্ঠিত হয়। কিছুটা বাংলাদেশের চায়না মৈত্রী হলের মত।



এটি হলো ক্যাবল কার। নদীর উপর দিয়ে তারের সাহায্যে কার চলে।



এখানে একটি কম্পিটিশন হচ্ছে। নিজের আঞ্চলিক ভাষায় নাম , ঠিকানা ও নিজের সম্পর্কে বলা। সালেহী ভাই রাজশাহী সম্পর্কে বলেছিলেন।





উপরের ২ টি ছবি হলো লন্ডন রক্ষার বাধ।



বাধের ওই দিক থেকে আমরা আবার ও-টু এরিনাতে ব্যাক করলাম। কারণ আমাদের এখানে নামতে হবে। এখন রাত প্রায় ১১ টার কাছাকাছি।

এবারে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। তাই অনেকের অনুভুতি জানতে চাওয়া হলো ----



উনার নাম মিজানুর রহমান। উনি একজন হোমিও ডাক্তার। আগে কখনই এই রকম ট্যুরে যান নাই। উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন আগে আমি অনেক ট্যুরে গিয়েছি। কিন্তু এই রকম ভালো কোনো ট্যুরে লাগে নাই। এখানে উনার সবচেয়ে যেটি ভালো লেগেছিলো , শত আনন্দের মাঝে ও সবাই নামাজের জন্য আন্তরিক ছিলো।

তারপর একে একে দ্বায়িত্বশীলরা বক্তব্য দিয়ে পুরুস্কার দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



তারপর ঘরে ফেরা ---------------------------

লন্ডনে শুধু মাত্র এই নদী দিয়ে ব্রিটিশ সরকার লক্ষ লক্ষ পাউন্ড আয় করতেছে। আমাদের জন্য ও সেই সুযোগ ছিলো। ঢাকার পাশেই বুড়িগঙ্গা ছিলো। ইচ্ছে থাকলেই অনেক কিছু করার ছিলো। কিন্তু ভূমিদস্যুদের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ , নদীর অপব্যবহার , বর্জ নিষ্কাশনের কারণেই অনেক টাকা হারাচ্ছে বাংলাদেশ। বিনোদন বঞ্চিত হচ্ছে মানুষ।

বিষয়: বিবিধ

২০১৮ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238483
২৪ জুন ২০১৪ রাত ০৯:৫৯
ছিঁচকে চোর লিখেছেন : ভাবির পটুক কৈ?
২৪ জুন ২০১৪ রাত ১০:০৭
184948
চেয়ারম্যান লিখেছেন : আগামীবারে পাবেন ইনশাল্লাহ Love Struck
238484
২৪ জুন ২০১৪ রাত ০৯:৫৯
আলোর আভা লিখেছেন : আপনাদের আনন্দ ভ্রমন ছবি আর বর্ণনা ভাল লাগল। আর চিনেফেলেছি ও সরি আপনাকে না সালেহী ভাইকে ।আগে আমাদের এখানে ছিল তো..।
২৪ জুন ২০১৪ রাত ১০:০৮
184949
চেয়ারম্যান লিখেছেন : ও আচ্ছা ভালো। আমাকে তো চিনবেন না। আর এখানে ছবি ও নাই। আর আমি সব সময় অন্তরালে থাকতে চাই। এক্সপোজ পছন্দ করি না Happy
238485
২৪ জুন ২০১৪ রাত ১০:০০
হতভাগা লিখেছেন : ভালো লাগলো আপনাদের বেড়ানোর ছবি দেখে ।

আবার আফসোসও লাগলো ।

এদের মাত্র গুটি কয়েক নদী । আর কি সুন্দরভাবেই না তারা এগুলোকে প্রটেক্টেড রাখে । বোঝাই যাচ্ছে যে নদীর পার গুলো সুন্দর করে বাঁধাই করা । আর আমাদের মত অবৈধ দখল তো কল্পনাও করা যায় না ও শিল্প কারখানার বর্জ্য ফেলে না ।

টেমস্‌ নদী কি চওড়ায় বুড়িগঙ্গার মত হবে ?
২৪ জুন ২০১৪ রাত ১০:১১
184950
চেয়ারম্যান লিখেছেন : বুড়িগঙ্গার অর্ধেক চওড়া হবে আমার মনে হয়। আর নৌ ভ্রমণের জন্য অনেক নিরাপদ ও। সার্বক্ষনিক নদীতে পুলিশ আছে। এই নদী দিয়ে বিভিন্ন আঙ্গিকে টাকা ইনকাম করছে সরকার। যেমন লন্ডন আই। একদম নদীর পাশে। এই লন্ডন আই দিয়ে মিলিয়ন পাউন্ড ইনকাম করে ব্রিটিশ সরকার
238487
২৪ জুন ২০১৪ রাত ১০:০৫
নীল জোছনা লিখেছেন : সব জামাতি তালেবান। বৃটেন সরকার বুঝতে পারলে সবগুলারে ঝেটিয়ে বিদায় করে দিতো। কিন্তু এরা ঘাপটি মেরে বসে আছে।
২৪ জুন ২০১৪ রাত ১০:১৫
184951
চেয়ারম্যান লিখেছেন : তাই নাকি ?? আমি তো জানতাম না Tongue Tongue
আপনি একটা খবর দেন Talk to the hand
238489
২৪ জুন ২০১৪ রাত ১০:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : ২ নং ছবিটা কিসের? আমাদের এখানেও লেকের ধারে বেড়াতে গেলে দেশের নদীর কথা মনে হলে খারাপ লাগে। বুড়িগঙ্গা তো সেই কবেই নষ্ট হয়ে গেছে। হাতিরঝিল না কি যেন হল এই সেদিন আর এক বছরের মধ্যে যা হয়েছে!

ভালো লাগলো ছবি,বর্ণনা Good Luck Rose
২৪ জুন ২০১৪ রাত ১০:৫০
184961
চেয়ারম্যান লিখেছেন : ২ নং ছবিটি দুরে থেকে তুলেছিলাম তাই পড়া হয়নি এটি কিসের। আসলে ম্যানেজম্যান্ট খারাপ হলে প্লাস জনগণ অসচেতন হলে এই রকমই হবে Worried
238493
২৪ জুন ২০১৪ রাত ১০:৩২
লোকমান লিখেছেন : ছবিতে আপনেরে আমি বিচ্চাইছি পাই নাই। আপনে কই?
২৪ জুন ২০১৪ রাত ১০:৫১
184962
চেয়ারম্যান লিখেছেন : আমি নাই। সব সময় ক্যামেরার পিছনের মানুষ Happy
238497
২৪ জুন ২০১৪ রাত ১০:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফটো বারবার দেখতাছি কিন্তু আমাগো চেয়ারম্যান ভাইয়া কে পাচ্ছি না কি যে করি ???
অনেক ভালো লেগেছে ভাইয়া ,মজিবুর রহমান মঞ্জু ভাই একবার দুবাই এসেছিলেন উনার সাথে দেখা হয়েছিল অনেক ,মিষ্টি উনার কথায় নিশ্চয় আপনারা তার কথায় অনেক তৃপ্তি পেয়েছেন ,ধন্যবাদ।
২৪ জুন ২০১৪ রাত ১০:৫৩
184964
চেয়ারম্যান লিখেছেন : চেয়ারম্যান ভাইয়া সব সময় ক্যামেরা থেকে দুরে থাকে। হ্যা মঞ্জু ভাই অনেক হেদায়েত মূলক কথা বলেছিলো। সবার কাজে লাগবে। Happy
238498
২৪ জুন ২০১৪ রাত ১০:৩৯
দিগন্তে হাওয়া লিখেছেন : সুন্দর Happy ভালই আনন্দ হয়েছে দেখে মনে হলো। সালেহী ভাইকে অনেক দিন পরে দেখলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ...
২৪ জুন ২০১৪ রাত ১০:৫৩
184966
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও মুবারকবাদ। কালকে না কই গেলেন। আমাদের সাথে একটু শেয়ার কইরেন Happy
২৪ জুন ২০১৪ রাত ১১:৪০
184993
দিগন্তে হাওয়া লিখেছেন : ভাই, আমাদের আর যাওয়া Winking Winking
238499
২৪ জুন ২০১৪ রাত ১০:৪০
আওণ রাহ'বার লিখেছেন : এখানে চেয়ারম্যান সাহেব কই?
মানিনা মানবোনা চেয়ারম্যান সাহেবকে চেয়ারে দেখতে চাই।
আর এ বিষয়টি অনেক বড় অর্জন।
এখানে উনার সবচেয়ে যেটি ভালো লেগেছিলো , শত আনন্দের মাঝে ও সবাই নামাজের জন্য আন্তরিক ছিলো।

আমিও এরকম ঘুড়তে গিয়েছিলাম এ বছর আর আমাদের নামাজ নিয়ে বড় প্লান ছিলে আলহামদুল্লাহ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর পোষ্টটির জন্য।
২৪ জুন ২০১৪ রাত ১০:৫৫
184968
চেয়ারম্যান লিখেছেন : আলহামদুলিল্লাহ। এই রকম জার্নিতে বরকত থাকে। আর চেয়ারম্যান ভাইয়ার গদি চেয়ারম্যানের বৌয়ের কাছে Tongue
তাই চেয়ারসহ ছবি নাই Love Struck
১০
238508
২৪ জুন ২০১৪ রাত ১০:৫২
দুষ্টু পোলা লিখেছেন : তার মধ্যে অনেক বোনেরা ও ছিলেন।
তাইলে তো অনেক ইটিস পিটিস হইছে ভায়া Love Struck Love Struck Love Struck Love Struck
২৪ জুন ২০১৪ রাত ১০:৫৬
184969
চেয়ারম্যান লিখেছেন : হু। যুগলেরা গেছে তো। উনারা তো উনাদের বউদের সাথে ইটিশ পিটিশ করেছিলো Tongue Tongue Love Struck Love Struck
১১
238532
২৪ জুন ২০১৪ রাত ১১:৪৫
দ্য স্লেভ লিখেছেন : দারুনস ভ্রমন। দেখে লোভ লাগল। Happy
২৫ জুন ২০১৪ রাত ০৪:৩১
185067
চেয়ারম্যান লিখেছেন : চলে আসুন। প্রচুর ঘুরবো Good Luck
২৫ জুন ২০১৪ সকাল ১০:৫৯
185110
দ্য স্লেভ লিখেছেন : আর খাওয়া ??
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০২
187528
চেয়ারম্যান লিখেছেন : আনলিমিটেড চলবে Happy
১২
238534
২৪ জুন ২০১৪ রাত ১১:৫১
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর লাগলো দেখে।
২৫ জুন ২০১৪ রাত ০৪:৩১
185068
চেয়ারম্যান লিখেছেন : আপনি যেখানে দাড়িয়ে সেটি ও সুন্দর
১৩
238539
২৪ জুন ২০১৪ রাত ১১:৫৭
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : বাহ, চমৎকার লাগলো। আমাদের নদীমাতৃক দেশে এইগুলো হয়না। সব নদী আজ ময়লার আস্তানা হয়ে গেছে। বাংলাদেশে তো আর আনন্দ নাই, তাই আপনাদের আনন্দই আমাদের আনন্দ।
২৫ জুন ২০১৪ রাত ০৪:৩২
185069
চেয়ারম্যান লিখেছেন : সবাই সচেতন হলে দেশকে ঠিক করতে কতক্ষণ। কিন্তু বিভুক্তির কারণে দেশটি রসাতলে যাচ্ছে
১৪
238563
২৫ জুন ২০১৪ রাত ০২:১৬
সন্ধাতারা লিখেছেন : Wonderful sharing!! I have visited many times but I did not think even..
২৫ জুন ২০১৪ রাত ০৪:৩২
185070
চেয়ারম্যান লিখেছেন : ও তাই নাকি। সামনের বারে লিখে ফেলুন
১৫
238568
২৫ জুন ২০১৪ রাত ০২:৫৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাদের ভ্রমন দেখে আমার লোভ সামলাইতে কষ্ট হচ্ছে। খুব ভালো লাগলো।
২৫ জুন ২০১৪ রাত ০৪:৩৩
185071
চেয়ারম্যান লিখেছেন : চলে আসুন ভাই। ইনশাল্লাহ একসাথে ঘুরবো
১৬
238572
২৫ জুন ২০১৪ রাত ০৩:৪৪
ধ্রুব নীল লিখেছেন : মুগ্ধ । ফোরামের অবস্থা কেমন ওখানে?
২৫ জুন ২০১৪ রাত ০৪:৩৩
185072
চেয়ারম্যান লিখেছেন : হা আলহামদু ভালো। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো
১৭
238595
২৫ জুন ২০১৪ সকাল ০৬:২৪
স্বপন২ লিখেছেন : চমৎকার হয়েছে।
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০১
187527
চেয়ারম্যান লিখেছেন : থেংকু ভাইজান
১৮
238624
২৫ জুন ২০১৪ সকাল ১০:৩৩
প্রবাসী আশরাফ লিখেছেন : ছবি সাথে বর্ননা, দারুন এক ভ্রমন বিষয়ক পোষ্ট। ভালো লাগলো। Rose
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০১
187526
চেয়ারম্যান লিখেছেন : ধন্যবাদ ভাইজান। একেবারে অনিয়মিত যে ?
১৯
238660
২৫ জুন ২০১৪ সকাল ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল লাগল বিশেষ করে ছবিগুলি। টেমস ভ্রমন এর কাহিনি পড়েছিলাম জেরোম কে জেরোম এর "ত্রিরত্নের নেীবিহার" বইতে। আরেকটু ডিটেইল বর্ননা হলে ভাল লাগত বেশি।
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০১
187525
চেয়ারম্যান লিখেছেন : আসলে লেখা যায়। কিন্তু সময় পাই না যে ভাই। ইনশাল্লাহ সামনে লিখবো
২০
238707
২৫ জুন ২০১৪ দুপুর ০১:২০
আব্দুল গাফফার লিখেছেন : একা একা ত ভালই মজা লইলেন! আপনার ফটুক কই?শেয়ার করায় অনেক ধন্যবাদ Good Luck
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০০
187524
চেয়ারম্যান লিখেছেন : প্রবাস জীবনে একলাই ঘুরতে হবে ভ্রাতা। আমি ক্যামেরার পিছনের লোক
২১
238780
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:২২
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
০৪ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৯
187523
চেয়ারম্যান লিখেছেন : দেশে গেলে প্রচুর ঘুর্মু আপনাদের সাথে Love Struck
২২
240198
৩০ জুন ২০১৪ সকাল ০৯:২৭
egypt12 লিখেছেন : ঘুরে এলাম Happy
০৪ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৯
187522
চেয়ারম্যান লিখেছেন : সামনে আরো নতুন কিছু আসছে Good Luck
২৩
241538
০৪ জুলাই ২০১৪ সকাল ০৬:৪৫
কথার_খই লিখেছেন : অসাধারণ ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:১৭
188484
চেয়ারম্যান লিখেছেন : Love Struck Love Struck আপনাকে ও Good Luck Good Luck
২৪
247270
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
প্রেসিডেন্ট লিখেছেন : দারুণস!
২২ জুলাই ২০১৪ রাত ১১:০৫
192045
চেয়ারম্যান লিখেছেন : থেংকু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File