স্টেডিয়ামে বিদেশী পতাকা নিষিদ্ব,তাহলে ভারতীয় পতাকা কি দেশী ??
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৫ এপ্রিল, ২০১৪, ০১:৫১:৫২ রাত
স্টেডিয়ামে নাকি বাংলাদেশীদের জন্য বিদেশী পতাকা নিষিদ্ব। তাহলে পীযুষ বন্দোপাধ্যায়ের স্ত্রী দেশের পতাকা কুকুরের গায়ে লাগালে ও ভারতীয় পতাকা কিভাবে বুকে রাখেন ??
যেই সব বাংলাদেশী ভারতীয় পতাকা নিয়ে স্টেডিয়ামে যায় , তারা কি ভুলে গেছে ফেলানির কথা ? তারা কি ভুলে গেছে বিএসএফ কতৃক নির্যাতিত ব্যবসায়ী হাবিবুরের কথা ? তারা কি ভুলে গিয়েছে বিএসএফ এর হাতে সম্ভ্রম হারানো নির্যাতিত বাংলাদেশী নারীদের কথা ?
তারা কি ভুলে গেছেভারতীয় আগ্রাসনে শুকিয়ে যাওয়া তিস্তা , পদ্মা নদীর কথা ?
বিষয়: বিবিধ
১৭৯২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আইন বানানো এবং তা প্রয়োগ করা হয়ই সাধারণ মানুষকে ভোগানোর জন্য ।
সোনার বাংলা ব্লগ টা হারানোর পর অনেক দিন পর চেয়ারম্যান ভাই এর লিখা পড়লাম।
মন্তব্য করতে লগইন করুন