শাহবাগীরা আজকে হিন্দি কনসার্টের বিরোধীদের যেভাবে রাজাকার বানাবে Winking

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ১৪ মার্চ, ২০১৪, ১২:২৪:০৫ রাত

আজকে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে ভারতীয় শিল্পীদের তান্ডবের বিরোধিতা করেছে দেশের শিল্পী ও গন্যমান্য ব্যক্তিরা। তবে এটি সত্য এই তান্ডবে ভারতীয় শিল্পীদের কোনো হাত নেই। এর জন্য দ্বায়ী মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ব দল আওয়ামীলীগের সরকার। যাই হোক উল্লেখযোগ্য যারা বিরোধিতা করেছে তারা হলেন শিল্পী তাহসান , সুমন , অনলাইন সেলেব্রেটি আরিফ আর হোসাইন , ফারুকী কয়েকদিন আগে ভারতীয় সিনেমার বিরুদ্বে কথা বলেছে। আইউব বাচ্চু ও দর্শকরা তালি না দেওয়াতে ক্ষেপেছেন।

আসুন এবার শাহবাগী থিওরিতে এদের বাংলাদেশ বিরোধী বানাই।

১) তাহসান : শুনেছি তাহসান বিএনপি করে। তাই খালেদা জিয়াকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিলো। তাই তাহসান বাংলাদেশ বিরোধী।

২) ফারুকী : ফারুকীর দাড়ি আছে। দেখতে জামাতীদের মত। কারণ জামায়াতীরা ও হিন্দি ছবির বিরুদ্বে কথা বলে , তাই ফারুকী জামায়াতি।

৩) আরিফ আর হোসাইন : আরিফ আর হোসাইনের ফ্রেন্ড লিস্টে অনেক শিবির ঘাপটি মেরে আছে। তার আছে অসংখ্য শিবিরি ফলোয়ার। সে ছাগুদের লাই দেয়। তাই সেই চাগু।

৪) আইউব বাচ্চু : আইউব বাচ্চুর বাড়ি চট্রগ্রামে। তার দূর সমপর্কের এক আত্মীয় জামায়াত করে। সে ও মাঝে মাঝে গানে আল্লাহ খোদার নাম নেয়। তাই অবশ্যই সেই জামায়াতি।

৫) সোলস ব্যান্ড : সোলসের হামিন চেতনা সরকারের বিরুদ্বে লেখালেখি করে। সেই অবশ্যই বিএনপির এজেন্ট। সুতরাং দেশ বিরোধী।

৬) সুমন : সুমন ও অনেক আগে থেকেই হিন্দির বিরুদ্বে কথা বলতেছে। সে হলো চুপা জামায়াতি। তাই সেই বিরোধিতা করবেই।

উপরের যুক্তিগুলোকে বলে শাহবাগী হালালীকরণ যুক্তি।

এই হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। কাউকে জামায়াত শিবির বিএনপি বানাতে পারলেই সব কিছু হালাল । শিবিরের কাউকে ক্রসফায়ারে দিলে তো অন্যায় না। কারণ সে শিবির করে। বিএনপির কাউকে গুম করলে কেউ কথা বলে না। কারণ সে জাতীয়তাবাদী ইসলামপন্থী। সে কারণেই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণহত্যা চালানোর উস্কানি দেয়।

শুনে রাখুন এখন তো শুধু মাঠে হিন্দি গান হয়।

তবে আগামী কয়েক বছরে দেখবেন ইন্ডিয়া থেকে খেলোয়ার নিয়ে এসে বাংলাদেশের সিটিজেনশিপ দিয়ে বাংলাদেশ দলে খেলাবে। সেইদিন সাকিবদের , আজকের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর মত মেজাজ খারাপ করা ছাড়া কিছুই করার থাকবে না।

সুতারাং জয় বাংলা , জয় ইন্ডিয়া , জয় কেন্দ্রীয় সরকার।

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191969
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৩৪
নীল জোছনা লিখেছেন : Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up
১৪ মার্চ ২০১৪ রাত ০১:১৮
142845
চেয়ারম্যান লিখেছেন : হাসেন কেন ?
সত্যি কিন্তু। ওরা অলরেডি হালাল বলতেছে
191972
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, সহমত পোষন করছি
১৪ মার্চ ২০১৪ রাত ০১:১৯
142846
চেয়ারম্যান লিখেছেন : হুম। অপসংস্কৃতির বিরুদ্বে জগতে হবে
192113
১৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৮
মানিক লিখেছেন : শাহাবাগ জিন্দাবাদ.
192136
১৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অন্যদের কথা জানিনা ভাই তবে আইয়ুব বাচ্চুর মামা এক মামা বিএনপি নেতা এবং আরেক একটু দুর সম্পর্কের মামাত ভাই সত্যিই জামায়ত এর নেতা।
192138
১৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুতারাং শাহবাগিয় দের যুক্তির অভাব হবেনা।
তবে গতকাল একটা নিউজ পড়লাম যে ঢাকা শহরে বেওয়ারিশ নবজাতক এবং নবজাতকের লাশ পাওয়া যাচ্ছে। একটু সময়টা মিলিয়ে দেখুন তো গজা মঞ্চের সাথে মিলে যাচ্ছেকিনা।
192177
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি দেশপ্রেমিক, তাই আমি রাজাকার!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File