শিবিরকে IHS এর সন্ত্রাসী লিস্টে যোগ করতে সাহায্য করেন ভারতীয় অনুরাগ গুপ্ত Surprised

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১২:৪৫ সকাল



গতকালকে যখন IHS এর গত ১৩ তারিখের প্রেস রিলিজে (যদি ও আমাদের মিডিয়া গতকাল খবর দিয়েছে) শিবিরকে ৩ নাম্বার সন্ত্রাসী লিস্ট দেখি তখনি সন্দেহ হয়েছিলো , নিশ্চয় কোনো চক্রান্ত কাজ করছে এইখানে। শিবিরকে আলকায়েদার আগে স্থান দেওয়া হয়েছে। উদ্দেশ্য যাওয়ারি কার্ড না খেলতে পেরে শিবির কার্ড খেলতে চেয়েছে। যাই হোক কালকে IHS এর ওয়েবসাইটে গিয়ে খুজি কে আছে এই সাইটের পিছনে ? দেখতে দেখতে পেয়ে গেলাম এক দাদাবাবুর নাম। যিনি কোম্পানির একজিকিউটিভ ডিরেক্টর।

সূত্র : http://www.ihs.com/about/executives.aspx

সন্দেহ করেছিলাম কাজটা তাহলে আমেরিকায় বসে জাতির নাতি আর দাদাবাবু শলাপরামর্শ করেই করেছে।

পরে আজকে সংগ্রামের একটি রিপোর্টে চোখ আটকে গেলো।

আইএসএস একটি ভাড়াখাটা সংস্থা

ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তার মাধ্যমে শিবিরকে জড়িয়ে রিপোর্ট করা হয়েছে
খবরে বলা হয় , আইএসএস কোন অলাভজনক কল্যাণধর্মী সংগঠন নয়। জনকল্যাণে বিশ্বব্যাপী কাজ করা সংগঠনসমূহের তালিকায় তাদের নাম নেই। এটা একটি ভাড়াখাটা সংস্থা। যারা টাকা দেয় তাদের পক্ষে তারা কাজ করে দেয়। আলোচিত রিপোর্টটিও সে রকম একটি। এই সংগঠনের নির্বাহী সহ-সভাপতি (স্ট্রাটেজি, প্রডাক্ট এন্ড অপারেশন) সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তার নাম অনুরাগ গুপ্তা। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। এ ধরনের রিপোর্টের পরিকল্পনা, পরিচালনা এবং প্রচারণা তিনিই করে থাকেন।

যেই প্রেস রিলিজটি করা হয়েছিলো সেখানে শিবিরের নাম ছাড়া শিবির নিয়ে একলাইন ও লেখা নাই। কারণ হচ্ছে তারা আসলে শিবির সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদেরকে যে টাকা দিয়ে এই রিপোর্ট করিয়েছিল এটা সুস্পস্ট।

আমি তাদেরকে পরশু ইমেইল করেছি , যে কিসের ভিত্তিতে তারা এই রিপোর্ট করেছে? আজকে পর্যন্ত ইমেইলের কোনো রিপ্লাই পাইনি। রিপোর্টটি বানোয়াট , তাই মনে হয় রিপ্লাই নেই।

আপনারা ও এই ভুয়া লিস্টের বিরুদ্বে ইমেইল করতে পারেন এই এড্রেসএ



ফোন করতে পারেন। এটি লন্ডনের নাম্বার।

Amanda Russo, +44 208 276 4727

অনুরাগ গুপ্তের সাথে বিশ্বের প্রায় ৬২ টি কোম্পানির লিঙ্ক রয়েছে। তার লিঙ্কডিন প্রোফাইলে আরো বিস্তারিত দেখুন

http://www.linkedin.com/pub/anurag-gupta/61/6a0/799

তার নিজের নামে ও একটি ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটি হলো.. http://www.anuraggupta.com/

এই হচ্ছে কথিত সন্ত্রাসী লিস্টের ইতিবৃত্ত। আওয়ামীলীগ কেন শুধু শুধু দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে উঠেপড়ে লেগেছে ? আসুন আমরা সবাই আওয়ামীলীগের এই অপকর্মের বিরুদ্বে সোচ্চার হই। কারণ দেশে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে সশস্ত্র যুদ্ব শুরু হলে আওয়ামী লীগ , বিএনপি , জামায়াতের কেউই বাচতে পারবে না। মধ্যখানে আমাদের দেশটি হবে আরেকটি সিরিয়া।

বিষয়: বিবিধ

২৭৯৭ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183054
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৪
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : থ্যাংকস। দেখি একবার জিগামু কাল।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৮
135323
চেয়ারম্যান লিখেছেন : অবশ্যই। মেইল অথবা ফোন Happy
183063
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৮
শেখের পোলা লিখেছেন : দ্যাখেন এবং বোঝেন ভারতীয়রা কোন চিজ৷ আর ঘরের শত্রু বিভীষন কে চিনে রাখুন৷
চেয়ার ম্যান সাবকে ধন্যবাদ৷ নাটকটির ভেদ প্রকাশ করার জন্য৷
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
135704
চেয়ারম্যান লিখেছেন : ভারতীয়দের শুধু দোষ দিয়ে লাভ আছে ? তাদেরকে তো আমাদের দেশের কেউ না কেউ ব্যবহার করছে
183064
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫০
হতভাগা লিখেছেন :


যে আল-কায়েদার নামে আমেরিকাসহ সারা দুনিয়া তটস্থ , সেই আল-কায়েদাই যখন প্রথম চারে নেই এবং শিবির প্রথম তিন -এ - এটাই তো রিপোর্টটির গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয় ।

যার নাম প্রথমে এসেছে তার নাম তো অন্তত আমি জীবনেও শুনি নাই । তারা নাকি আল - কায়েদা , তালেবানদের চেয়েও বেশী সশস্ত্র !

What a fun !

এসব ছাইপাশ দিয়ে নিউজ বানিয়ে সর্বভুক পাঠকদের চমকে দেওয়া প্রথম আলোর খুব পুরনো ট্যাকটিক্স ।

যারা নিয়মিত প্রথম আলো পড়েন তারা এটা খুব সহজেই ধরতে পারেন ।

প্রথম আলো নিয়মিত পড়ুন এবং শত্রুদের সম্পর্কে স্ট্র‍্যাটেজি সম্পর্কে অবগত হউন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩১
135372
বিডি রকার লিখেছেন : Rolling on the Floor phbbbbt Waiting
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
135705
চেয়ারম্যান লিখেছেন : একদম খাটি কথা। সম্পুর্ন বানানো একটি রিপোর্ট
183073
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৩
আয়নাশাহ লিখেছেন : যাদের কাছে একটা অস্ত্রও নাই তারা হলো ভয়ঙ্কর সন্ট্রাসী। আর যে চাত্রলীগ দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্রবাজি করে, মানুষকে পিটিয়ে কুপিয়ে গুলি করে হ্ত্যা করে তারা তাহলে কি?
প্রথম আলো যা দেখালো ভাই!
তবে আমি খুব খুশী করণ বাংলাদেশের রাম বাম মিডিয়ার বিশবাসযোগ্যতা একেবারে শেষ করে দিতে এদের দরকার ছিল। তারা তা করছে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
135707
চেয়ারম্যান লিখেছেন : তারা তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই হারিয়েছে। তাই এখন অবৈধ সরকারের ক্রিয়ানক হয়ে কাজ করছে। যারা বাংলাদেশ সম্পর্কে জানে তারা নির্দিধায় বলবে কারা বাংলাদেশে সন্ত্রাস চালায়
183074
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আজকে সকাল বেলায় ৪৬১ নাম্বার হতে (সম্ভবত সরকারের পরিকল্পিত প্রচারণা) আমার মোবাইলে একটি মেসেজ এসেছে ভুল ভাল ইংরেজীতে যার মর্মকথা হচ্ছে- বিশ্বের সবচেয়ে অরাষ্ট্রীয় অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন শিবির। খালেদা জিয়া তাদের কর্মকান্ডকে সমর্থন করেন এবং ছাত্রদলের কর্মীরা শিবির এর মতো না হওয়ায় তিনি ক্ষুব্ধ। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।

- আমি ব্যাপক টাস্কিত।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪০
135708
চেয়ারম্যান লিখেছেন : টাস্কিত হয়ে কি হবেন ? সব একই সুত্রে গাথা
183084
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো লেগেছে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪০
135709
চেয়ারম্যান লিখেছেন : Happy Happy Happy Happy
183099
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
জেদ্দাবাসী লিখেছেন : ওই ভাড়াখাটা সংস্থার মিথ্যা রিপোর্টটির বিরুদ্ধে মামলা করা যাইনা? ওদের দেশে তো আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয় । ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪১
135710
চেয়ারম্যান লিখেছেন : করলে করা যায়। তার আগে জানা দরকার কিসের ভিত্তিতে তারা এই রিপোর্টটি করেছে
183108
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
সজল আহমেদ লিখেছেন : হুঁ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪১
135711
চেয়ারম্যান লিখেছেন : Love Struck Love Struck Love Struck
183111
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
তিতুমির লিখেছেন : আমি গতকাল আমার লেখায় বলেছিলাম ,এটা আমার দেশের একজন আই টি বিশেষ অজ্ঞ র পরিচালিত আপাততত সর্বশেষ নাটক :আমার লেখা ছিল :মর্নিং সোজ দা ডে , ধন্যবাদ , সংগ্রামকে , আপনাকে ও অনেক ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪১
135713
চেয়ারম্যান লিখেছেন : হুম সেটাই কথা। সকলের এদের বিরুদ্বে সোচ্চার হতে হবে
১০
183121
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৬
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
135714
চেয়ারম্যান লিখেছেন : থেন্কস Happy
১১
183133
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন আন্তর্জাতিক মিডিয়াতে এই রিপোর্ট নিয়া কোন আলোচনা দেখি নাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
135716
চেয়ারম্যান লিখেছেন : ওরা জানে এগুলো মিথ্যা। তাই কি আলোচনা করবে
১২
183137
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
সিটিজি৪বিডি লিখেছেন : যতই অপ্রপ্রচার করুক না কেন কোন লাভ হবে না..ছাত্র শিবির আছে..থাকবে...দিন দিন প্রোডাকশন বাড়তেই থাকবে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
135717
চেয়ারম্যান লিখেছেন : ইনশাল্লাহ অবশ্যই। তবে আপনাদের ও বাড়াতে হবে Tongue Tongue
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
136053
সিটিজি৪বিডি লিখেছেন : আর কত বাড়াব?
১৩
183163
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : পরিস্থিতি ঘোলাটে করার জন্য মিডিয়া ব্যবহার করছে বিশ্ব,
বিশ্ব মোড়লরা চায় বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিনিত হোক। যাতে বিশ্ব মোড়লরা গিয়ে নির্যাতিত অসহায় মানুষের মুখে দুধকলা দিয়ে একটু সহনূভুতির মূলক দুয়েক একটা কথা বলুক,
ভবিষ্যত বানী হচ্ছে এখানে রাসায়নিক অস্ত্র নেই তবে আলকায়েদার মতো কিছু জঙ্গী সংগঠন আছে বলে যুদ্ধ বাধাতে প্রস্তুত মোড়লরা,
হয়ত ইরাকের মতো এখানে কোন আলকায়দা নামক অস্ত্রধারী জঙ্গী না থাকার প্রমান তারা দিতে পারবেনা একদিন।
কোন রাষ্ট্র সুখে থাকলে মোড়লদের ভূতে কিলায়
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
135718
চেয়ারম্যান লিখেছেন : ভুতে তো কিলায়। তার সাথে সাথে নিজেদেরকে হামিদ কারজাই বানাতে চায়
১৪
183177
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
বেআক্কেল লিখেছেন : অনুরাগ গুপ্তা। ফাজিলের বড় ভাই, সরকারের দালাল, টাকা দিলে কইরতে পারেনা হেন কাজে তার জুড়ি নাই।

আঁই এই বেডাড়ে ভাল কইরা চিনি! হের ছোড ভাই নারায়ন গুপ্তা আমার কলিগ আছিল। বহু দিন তার লগে কাজ করছি। হের বাড়ি ঘর ঠিকানা আঁর ভালাই জানা আছে। চেয়ারম্যান সাহেব আন্নে সঠিক জায়গায় হাত মারছেন।

শিবির যে এখন আল কায়েদাকে ডিঙ্গিয়া গেছে, হেই কথা জাইনতে পারি আমার কিযে খুশী লাগতাছে। আমামীলীগের ভারতীয় দাদালদের নিবংশ করানোর লাইগা শিবিরের মত আন্তার্জাতিক বুদ্ধিমান মানুষ লাগব। এইডা তো আমাগো খুশীর খবর, বেজার হওনের কুন দরকার নাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
135720
চেয়ারম্যান লিখেছেন : তাই নাকি ? আপনার কলিগের বড় ভাই। হেতের তে একটু জেনে নিয়েন কেমনে কি করেছে ?
১৫
183239
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক তথ্যবহুল একটি লেখা। প্রিয়তে রাখলাম
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
135721
চেয়ারম্যান লিখেছেন : ধন্যবাদ। আপনাদের ও এই সবের বিরুদ্বে আরো লিখতে হবে
১৬
183241
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক তথ্যবহুল একটি লেখা। প্রিয়তে রাখলাম
১৭
183262
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৮
গেরিলা লিখেছেন : আজাইরা কথা
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
135722
চেয়ারম্যান লিখেছেন : পুরাই আজাইরা Love Struck Tongue
১৮
183273
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
আইল্যান্ড স্কাই লিখেছেন : অ আচ্ছা ও তো গোপাল গঞ্জের গোপালী দিদির দাদা বাবুদের লোক এই জন্যতো এ রকম অবস্থা...
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
135725
চেয়ারম্যান লিখেছেন : গাঁজা খেয়ে লিস্ট করেছিল
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৫
136017
আইল্যান্ড স্কাই লিখেছেন : গতকাল দেখলাম থাউ বেপারীর পোলা সাবেক রহ্মী বাহীনির প্রধান স্বৈরাচার সরকারের অবৈধ মন্ত্রী তোফায়েল বাবু আর আরেক দালাল নাস্তিক আ.খান বায়না ধরেছে শিবিরকে নিষিদ্ধ করার জন্য।Tongue
১৯
183296
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
জেদ্দাবাসী লিখেছেন : সচেতন লেখক, বাংলার আর এক মাহমুদুর রহমান জনাব মিনার রশিদ তার ফেসবুকে লিখেছেন "এখন একটি দলকে টার্গেট করলেও পুরো উনিশ দলীয় জোটকেই এই প্রচারনার বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়া দরকার। মনে রাখতে হবে সময়ের এক ফোড় অসময়ের দশ ফোঁড়ের সমান। এই সব সংস্থার সাথেও যোগাযোগ বাড়ানো প্রয়োজন। অনেক সময় ভুল ফিডব্যাক পাওয়াতেও এই ধরনের রিপোর্ট তৈরি হতে পারে । "





২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
135726
চেয়ারম্যান লিখেছেন : হ্যা সত্যি কথা। কিন্তু বিএনপি কি সেই সাহস দেখাবে ?
২০
183401
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারত যে আমাদের শত্রু তার আপনার লিখার প্রমান সহ লিখা অন্যতম প্রমান , ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
135727
চেয়ারম্যান লিখেছেন : ভারত কখনই আমাদের বন্ধু ছিল না। Yawn
২১
183402
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারত যে আমাদের শত্রু আপনার প্রমান সহ পোস্টি অন্যতম প্রমান।
২২
184807
০১ মার্চ ২০১৪ রাত ০২:১৪
নয়ন খান লিখেছেন : যে দেশে আওয়ামী লিগ আছে সেখানে আর কোন সন্ত্রাসী গোস্ঠির প্রয়োজন পড়েনা। এরা এতই নীচ যে এমন কোন কূকর্ম নাই যা করেনা। দেখেন না এদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত ব্লু-ফিল্ম বানাতে ব্যস্ত।
২৩
186927
০৫ মার্চ ২০১৪ রাত ০১:১৬
ইকুইকবাল লিখেছেন : শুধু টাকা হলেই এমন সংগঠন ও ওয়েব সাইট হাজার হাজার বানানো যায়। সাইথ সাউথ পুরুস্কার, ওবামার সাথে ছবি তোলা, হিলারি ক্লিন্টন সন্তোষ প্রকাশ করা ইত্যাদি নাটক আর কত্ত করবে। লীগ জঙ্গি। শিবির শুধু ইট কণা দিয়েই কাম সাড়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File