সাতক্ষীরা অপারেশনে ভারতীয় বাহিনীঃ আগেই বলেছিল ভারতের দ্যা হিন্দ।এবং আরো কিছু প্রমান Worried

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ১৬ জানুয়ারি, ২০১৪, ০৬:১২:৫৬ সন্ধ্যা



বাংলাদেশ একটি স্বাধীন সার্ভভৌমত্ব দেশ। ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হয় এই দেশের স্বাধীনতা। কিন্তু যারা নিজেদেরকে মুক্তিযুদ্বের স্বপক্ষের একমাত্র শক্তি বলে ,সেই রকম একটি সরকারের কাছে দেশের সার্ভভৌমত্ব আজ হুমকির মুখে বলে প্রশ্ন উঠেছে সর্বমহলে। এই হুমকির একমাত্র কারণ বাংলাদেশে ভারতীয় সামরিক বাহিনীর হস্তক্ষেপ। এই ধরনের একটি ফ্যাক্সবার্তা প্রকাশ হলো গতকাল। যা নিয়ে তোলপাড় চলছে সারাদেশে।

চলমান রাজনৈতিক সংকটে ভারতীয় বাহিনীর সাহায্য চেয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে পাঠানো এই বার্তায় দেখা যায়, বাংলাদেশে রাজনৈতিক দমন-পীড়ন সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনীর ৩৩তম কোরের ১৭তম, ২০তম ও ২৭তম মাউন্টেন ডিভিশান, এবং বিএসএফ।

ফাঁস হওয়া বার্তাগুলো দেখুন....

ফাঁসকৃত প্রথম বার্তার পৃষ্ঠা-১:



ফাঁসকৃত প্রথম বার্তার পৃষ্ঠা-২:



ফাঁসকৃত প্রথম বার্তার পৃষ্ঠা-৩



৬ নভেম্বর ঢাকা থেকে দিল্লীতে পাঠানো ঐ মূল ফ্যাক্স :

To :Bangladoot Delhi

From: PAMA Dhaka

No: /CSAS/IND/579

Date: 6 November 2013

Political Counselor From CSAS(EA&P)

----------------------------------------------------

Subject: Militery Aid From India and Deployment at Satkhira

(সাতক্ষীরায় ভারত হতে সামরিক সাহায্য গ্রহন এবং প্রয়োগ)

ব্রেগেডিয়ার জেনারাল নূর মোঃ নূর ইসলামের, পিএসসি, জি(প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ হাই কমিশন দিল্লি) পত্র মোতাবেক তারিখ ৪/১১/২০১৩ইং তে দয়া করে মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স(MOFA) এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) প্রদত্ত সংযুক্ত তথ্যাবলী খুজে নিন (৪নং পয়েন্টে)।

[**৪ নং পয়েন্টে যে সমস্ত এলাকায় সামরিক অভিযান হবে সেগুলো বলা হয়েছেঃ (১ম ছবিতে দেখুন)]

◉পয়েন্ট-১:যারা অভিযানে অংশ নেবেনঃ

✔পশ্চিম বঙ্গের ৩৩তম ব্যাটেলিয়ন

( র‍্যাপিড , আর্মড, আর্টিলারী, সিগনাল এন্ড ইঞ্জিনিয়ারিং)

◉পয়েন্ট-২: যাতায়াতের পথঃ

গোজাডাংগা বিএসএফ ক্যাম্প(ভারত) থেকে ভোমরা বিজিবি ক্যাম্প(বাংলাদেশ)

✔কাকডাংগা বর্ডার

✔তলুলগাছা বর্ডার

◉পয়েন্ট-৩: রিপোর্টিং ও লোকাল ইন্টেলিজেন্স

✔আশাশুনী পুলিশ স্টেশন

✔সাতক্ষিরা সদর স্টেশন

◉পয়েন্ট-৪: যেখানে অভিযান পরিচালিত হবেঃ

১।. শ্যামনগর উপজেলা

২।. দেবহাটা উপজেলা

৩।.আশাশুলী উপজেলা

৪।.কলারোয়া উপজেলা

৫।.সাতক্ষীরা সদর উপজেলা

আপনার দায়িত্ব হলো এই ব্যপারটি গুরুত্ব সহকারে নেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের পর্যালোচনা শেষে আমাদের কাছে জবাব পাঠানো ১৫/১১/২০১৩ তারিখের আগেই।

বিনীত

তৌফিক ইসলাম শতীল

সিনিয়র এসিস্টেন্ট সেক্রেটারী(ই এ এন্ড পি)

মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা

ফোনঃ ০১৭৫৮-৭২৬৪৬৩

বিস্তারিত আরো দেখুন : http://www.bdtomorrow.org/newsdetail/detail/41/62458

উপরের ফ্যাক্স বার্তাটি আপনার কাছে আরো সত্য মনে হবে যখন আপনি গত ১১ই জানুয়ারী ২০১৪ এর ভারতীয় পত্রিকা দ্যা হিন্দের , SUHASINI HAIDAR এর লেখা Backing Bangladesh শিরোনামে লেখাটি পড়বেন। তিনি লিখেছেন

অভিযোগ আছে , বাংলাদেশের ভিতরে বাংলাদেশী নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের পোশাক পরে বাংলাদেশের ভিতরেই গোপনে অভিযান চালাচ্ছে ভারতীয়রা। বাংলাদেশীদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে ভারত পাঠিয়েছে বিশেষ টিম। ওদিকে শেখ হাসিনা সরকারের পক্ষ নেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে তদবির করছে ভারত।


সূত্র বাংলায় অনুবাদ : http://www.bdtomorrow.org/newsdetail/detail/200/62123.

তাহলে কি বাংলাদেশে ভারতীয় সামরিক অভিযান হয়েছিলো সেটি ভারতীয় সামরিক বাহিনীর লোকজন ছাড়া ও সাংবাদিকরা জানতেন ?

গত কয়েকদিন আগে নয়াদিগন্তে আরেকটি খবর প্রকাশ হয়। ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের জেলখানায় বিরোধীদলের নেতাদের হত্যার পরিকল্পনার একটি গোপন নথি ফাস হয়। দ্য ইয়েলো আইজ অব আওয়ামী লীগ শিরোনামে, মনজুরুল ইসলাম লিখেন , ব্যর্থ মনোরথ নিয়ে সুজাতা সিং যখন দিল্লি ফিরে গেছেন, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাঠানো গোপন একটা নথির বিষয় এরই মধ্যে ফাঁস হয়ে গেছে, যা থেকে লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। গত ২২ নভে¤¦র ২০১৩ তারিখে ‘র’-এর সদর দফতর থেকে EF6/DHK/43/69 স্মারকে একটি অতি গোপনীয় মেমোতে বলা হয়েছে, বাংলাদেশের কারাগারে আটক অন্তত পাঁচজন জামায়াত নেতাকে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ডিসেম্বর মাসেই হত্যার পরিকল্পনা হয়েছে।


সূত্র : http://chairmanbd.blogspot.co.uk/2014/01/blog-post_15.html

বিডিনিউজের সম্পাদক সুবীর ভৌমিকের নিবন্ধ : আ.লীগকে ক্ষমতায় আনতে ভারতের সামরিক হস্তক্ষেপের সুপারিশ :



ভারতের বন্ধু’ আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে ‘অবশ্যই সবকিছু করার’ সুপারিশ করেছে আওয়ামীপন্থি অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজের সিনিয়র এডিটর ও বিবিসির সাবেক সংবাদদাতা সুবীর ভৌমিক। বাংলাদেশ আবার ১৯৭১ সাল পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে আশঙ্কা করে তিনি প্রয়োজনে ভারতীয় ‘সামরিক হস্তক্ষেপের’ সুপারিশ করেছেন।

গতকাল টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব মন্তব্য করেছেন।


সূত্র : http://www.amardeshonline.com/pages/details/2013/11/02/222981#.UnRDlfnxqth

বাংলাদেশে শুধু সামরিক না , রাজনৈতিক ভাবে ও হস্তক্ষেপ করছে ভারতীয়রা। মন্ত্রী বানানো , মন্ত্রী বাদ দেওয়া , এই সরকারকে স্থায়ী করতে সব লবিং করে যাচ্ছে ভারতীয়রা। যা স্পস্ট প্রমান করে বাংলাদেশে ভারতীয় সামরিক আগ্রাসন অবাস্তব কিছু নয়। এখন সেই রকম কিছু চিত্র দেখাবো আপনাদের।

১) নির্বাচন হয়েছে দেশে কিন্তু মন্ত্রী নির্বাচন হয় ভারতীয় দুতাবাস থেকে: নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে নতুন এমপিদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রীর প্রত্যাশীরা সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের বাসায় দৌড়ঝাঁপের চেয়ে বেশি দৌড়াচ্ছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে। তারা মনে করছেন দলের সিনিয়র নেতাদের চেয়ে নতুন মন্ত্রিসভা গঠনে বেশি গুরুত্ব পাবে ভারতের পছন্দ। কারণ ভারত এ সরকারকে টিকিয়ে রাখবে। এ জন্য নতুন এমপিরা ছুড়ছেন ভারতীয় হাইকমিশনে। শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির নির্বাচিতরাও ভারতের ঢাকাস্থ হাইকমিশনে কর্মরত অভিজিত নামের এক কর্মকর্তার আশীর্বাদ নিয়ে মন্ত্রী হতে মরিয়া হয়ে উঠেছেন। ওই কর্মকর্তা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর ঢাকাস্থ প্রধান।

বিস্তারিত : http://www.dailyinqilab.com/2014/01/10/153916.php

২) মমতার সঙ্গে বেশি কথা বলায় কপাল পুড়ল দিপু মনির ! : ভারতের সঙ্গে তিস্তা ও স্থলসীমান্ত চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘তর্কে’ জড়িয়ে পড়া ও বেশি কথা বলার কারণেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। আজ ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকায় এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিস্তারিত : http://tazakhobor.com/bangla/2013-07-22-23-07-10/20728-2014-01-13-05-56-42?q=83abbafc9af3437e8667075b9c57892a193345123

৩) মির্জা আজম ও ইমাজউদ্দিন প্রামাণিককেও ভারত লবিতে মন্ত্রী বানানো হয় : কালের কন্ঠের খবরে বলা হয় , বেগম ইসমত আরা সাদেকও শেখ হাসিনার পছন্দের।
মির্জা আজম ও ইমাজউদ্দিন প্রামাণিককেও ভারত লবিতে মন্ত্রী বানানো হয়েছে বলে গুজব আছে
। আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু ভিন্ন দলের হলেও তাঁদের পছন্দ করেছেন প্রধানমন্ত্রী নিজে। এ ছাড়া মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির পছন্দে মন্ত্রী বানানো হয়েছে।

সূত্র : http://www.kalerkantho.com/print-edition/first-page/2014/01/13/40896

এখানে রিপোর্টার গুজব বললে ও এটাই আসল ঘটনা। কারন সত্য বলে প্রকাশ করলে এই রিপোর্টারের চাকরিই হয়তো চলে যাবে।

৪) নির্বাচনে আসুন অন্যথায় জামাত ক্ষমতায় আসবে:এরশাদকে সুজাতা : খেয়াল আছে সুজাতা সিংহের কথা ? বুধবার ঢাকায় আসা ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরশাদের সাথে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে
জানতে চাইলে, প্রশ্নের জবাবে এরশাদ সাংবাদিকদের বলেন- ‘তিনি (সুজাতা) আমাকে নির্বাচনে যোগ দিতে বলেছেন। অন্যথায় জামায়াত ক্ষমতায় চলে আসবে। তবে আমি তাকে বলেছিল, বিষয়টা আমার হাতে নেই।’


সূত্র : http://www.eurobdnewsonline.com/bangladeshi-national-news/2013/12/04/14555

৫) বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান বুঝলে লাভ হবে যুক্তরাষ্ট্রের সালমান খুরশিদের মন্তব্য : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ 'দ্য হিন্দু' পত্রিকাকে বলেন

বাংলাদেশ নিয়ে ভারতের বোঝাপড়াটা বুঝতে পারলে আমেরিকারই লাভ হবে। ভৌগোলিকভাবে আমেরিকার চেয়ে ভারত বাংলাদেশের বেশি কাছে অবস্থান করে। সুতরাং এই অঞ্চল ও মানুষের অনুভূতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের পক্ষ নেয়ার ক্ষেত্রে সহায়ক হবে।'


সূত্র : http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=703&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=4&archiev=yes&arch_date=31-12-2013

৬) বাংলাদেশে যে গার্মেন্টসে বার বার আগুন লাগায় , কে লাগায় জানেন ? গার্মেন্ট অস্থিরতায় ২০ হাজার ভারতীয় ম্যানেজারের ইন্ধন : জন্মসূত্রে ভারতীয় হলেও বাংলাদেশে তারা বসবাস করেন নিজ দেশের মতোই। ভিসা-টিকিটের বালাই নেই। ইচ্ছেমতো এ দেশে আসেন, ইচ্ছে হলেই ভারতে যান। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লাখ লাখ ডলার নিয়ে গেলেও সরকারকে কোনো ট্যাক্স দেন না। সরকারি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও তাদের ঘাটায় না। কারণ তারা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের ‘প্রাণ’. ...মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোলার প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিয়োজিত।

বিস্তারিত : http://chairmanbd.blogspot.co.uk/2013/09/blog-post_28.html

বৃটিশ পত্রিকা গার্ডিয়ান বাংলাদেশ ও ভারতের সীমান্তকে দক্ষিন এশিয়ার বধ্যভূমি বলেছিলো। সীমান্ত হত্যাকান্ডে যেহেতু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই , তাই দেশের ভিতর ভারতীয় বাহিনীর সামরিক আগ্রাসনের সরকারের আপত্তি থাকার কথা না।

গার্ডিয়ানের রিপোর্টটি দেখুন এখানে : http://chairmanbd.blogspot.co.uk/2013/10/blog-post_1094.html

আবার আরো অতীতের দিকে যাবো। খেয়াল আছে বিডিয়ার হত্যাকান্ডের কথা ? কারা বুট,হেলমেট ছাড়া হামলা করেছিলো বিডিয়ার অফিসারদের উপর ?



ছবিঃ বুট, হেলমেট ছাড়া অপারেশনে এরা কারা?

বিডিয়ার হত্যাকান্ডে ভারত যে জড়িত তার ইঙ্গিত দিয়েছিলেন ওই সময় বেচে যাওয়া এক অফিসার ও জাপা নেতা এরশাদ :

উদ্ধার পাওয়া এক সেনাকর্মকর্তা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ঘটনার পেছনে বিদেশী শক্তির হাত রয়েছে। কারণ, এসব ঘটনা ঘটেছে অত্যন্ত পরিকল্পিতভাবে, তাৎক্ষণিক কোনো ক্ষোভ থেকে নয়। সেনাকর্মকর্তাদের লাশের সাথে যে অসম্মান ও পৈশাচিকতা দেখানো হয়েছে কোনো সাধারণ জওয়ানের পক্ষে এ ধরনের কাজ করা অসম্ভব। এগুলো করা হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। প্রতিশোধস্পৃহা থেকে। বিডিআর’র প্রতি কাদের এই প্রতিশোধস্পৃহা তা এ দেশের মানুষ জানেন।

বেসরকারি চ্যানেল দিগন্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনাশাসক এইচ এম এরশাদ বলেন, যারা এতগুলো সেনা কর্মকর্তাকে হত্যা করেছে তারা কোন স্থান দিয়ে কিভাবে পালিয়ে গেলো? তাদেরকে কেন কেউ চিনতে পারলো না? এমনকি কেউ সন্দেহ করল না যে, হত্যাকারীরা বাইরের লোক। এ থেকে বোঝা যাচ্ছে যে, এ ঘটনার পেছনে একটি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। এটা সরকারকে খুঁজে বের করতে হবে

বিস্তারিত : http://chairmanbd.blogspot.co.uk/2013/10/blog-post_28.html

আপনাদের খেয়াল আছে কয়েকমাস আগে রাজশাহীতে দেখতে বাংলাদেশীদের মত না এই রকম একজন লোক শিবিরের মিছিলে গুলি করেছিলো। প্রথম আলো বলেছিলো এটা নাকি শিবির ক্যাডার ? পরে ভিডিও বের হওয়ার পর সেই শিবির ক্যাডারকে র্যাব বানিয়ে দেয় প্রথম আলো।

আর ভিডিওটি দেখুন :




লোকটি র্যাবের সাথে অংশগ্রহণ করে শিবিরের উপর আক্রমন করে। অনেকেই সন্দেহ করেছেন লোকটি ভারতীয়।

এই নিয়ে পড়ুন : http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/1646/activist/29556

আর ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW ১০০ জন বাংলাদেশী কিলার , যারা মূলত আওয়ামীলীগের তাদেরকে ট্রেনিং দিয়েছে বলে রিপোর্ট করেছে একুশে টিভি। তাহলে উপরের লোকটি তাদেরই একজন না ট্রেনিং দেওয়া RAW এর লোক ?

একুশে টিভির রিপোর্টটি দেখুন :




গত ২৩ শে অক্টোবর ২০১০ এ নিউইয়র্ক থেকে আবু জাফর মাহমুদ নামের একজন এলটি লেখা লিখেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ভারতের স্বার্থে বাংলাদেশকে অশান্ত করার পায়তারা ভারতের। আমরা কি বর্তমানে সেটাই দেখছি ?

আরো পড়ুন : http://bdinn.com/articles/raw-is-turning-bangladesh-into-a-battle-field-for-indian-interest/

তারপর ঢাকায় হেফাজতের উপর গণহত্যায় ও ভারতীয়দের অংশগ্রহনের অভিযোগ রয়েছে :



এই ছবিটি ৫ মে ২০১৩ শাপলা চত্বরে পরিচালিত গণহত্যার সময়কালের ছবি। চিহ্নিত ঐ সেনাটি বাংলাদেশের নয় বলেই সুত্র নিশ্চিত করেছে।

আরো পড়ুন : http://www.sheikhnews.com/2014/01/15/bangladeshnow-28/

এই ধরনের খবরগুলো নিশ্চই বেগম খালেদা জিয়া সহ দেশের অনেকেই জানেন। তাই মার্চ ফর ডেমোক্রেসির দিনে খালেদা জিয়া অভিযোগ করেছিলেন দেশে এমন মুখ দেখা যাচ্ছে , যারা দেখতে বাংলাদেশী না।




আর তার সাথে সাথে সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন ও একই অভিযোগ করলেন। তিনি ও বলেছিলেন বাংলাদেশে ভারতীয়দের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে।




তাহলে কি বাংলাদেশে ভারতীয়দের উপস্তিতি ওপেন সিক্রেট ? কাদের মোল্লার ফাসির পর পাকিস্তান পার্লামেন্ট নিন্দা প্রস্তাব পাশ করার পর আমাদের দেশের বুদ্বিজীবি ও দেশপ্রেমিক গণজাগরণ মঞ্চ বিভিন্ন কর্মসূচি নিয়েছিলো। ভারতী আগ্রাসনের বিরুদ্বে এই সকল দেশপ্রেমিকদের কর্মসূচি কবে দেখবো ? যদি তারা সোচ্চার না ও হন , দেশে প্রত্যেকটি দেশপ্রেমিক জনগনকে সোচ্চার হতে হবে ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্বে।

বিষয়: বিবিধ

১০৪৪৪ বার পঠিত, ৫৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163222
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
শর্থহীন লিখেছেন : সাতক্ষীরা অপারেশনে ভারতীয় বাহিনী -- এ লজ্জা আমাদের স্বাধিনতার --
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫৮
117965
চেয়ারম্যান লিখেছেন : অবশ্যই। আজ আমরা স্বাধীন দেশে ও পরাধীন
163224
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
এমএ হাসান লিখেছেন : perhaps we are going to be the next SIKKIM or NORTH KOREA.
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫৮
117966
চেয়ারম্যান লিখেছেন : আমার আশংকা তাই। তবে ইনশাল্লাহ দেশপ্রেমিক জনতা তা হতে দিবে না
163226
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
মেধাবিকাশ লিখেছেন : আপনার এই লেখাটি সব বাংলা ব্লগে ছড়িয়ে দিন।
কপি থাকুক সর্বত্র। http://www.lighthouse24.org তেও একটা পোষ্ট দেন।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫৯
117967
চেয়ারম্যান লিখেছেন : ভাই রেজিস্ট্রেশন করলাম। কিন্তু এখনো আমার মেইলে মেইল পাইনি Crying
163260
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশে তাহলে কি ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ চলতেছে ?বাংলাদেশের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে ?
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫৯
117968
চেয়ারম্যান লিখেছেন : পুরো বিক্রি হয় নি। তবে কাছাকাছি। সবাইকে স্বাধীনতার ব্যাপারে সোচ্চার হতে হবে
163269
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
চোথাবাজ লিখেছেন : জামাতি প্রচারনা, লাভ নাই। ৭১ এ সাহায্য করতে পারলে এখন সমস্যা কি?
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৬
117573
হাকালুকি লিখেছেন : বাহ, ভারতীয় RAJAKAR
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০০
117969
চেয়ারম্যান লিখেছেন : এইডা কিছু হইলো ?Tongue
163276
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
শেখের পোলা লিখেছেন : কেবল শুরু৷ এরাই একদিন ক্যন্টনমেন্টে আসন গাড়বে, যার পূর্বাভাস ৪৩ বছর আগেই জামাত দিয়ে ছিল৷ আজ তারা ফাঁসীর আসামী৷ সেই ফাঁসই বাংলা দেশকে ঝুলাবে৷ সাধু সাবধান৷
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০১
117970
চেয়ারম্যান লিখেছেন : জামায়াত নেতারা ফাসিতে ঝুলিয়াই প্রমান করিবে ৭১ সালে তাদের অবস্থান ঠিক ছিলো। সবাইকে সতর্ক থাকতে হবে
163293
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
সিটিজি৪বিডি লিখেছেন : শেয়ার করার জন্য ধণ্যবাদ। পোষ্টটি স্টিকি করা হোক।
পোষ্টটি স্টিকি করা হোক।
পোষ্টটি স্টিকি করা হোক।
পোষ্টটি স্টিকি করা হোক।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৬
117666
রসিক হাকিম লিখেছেন : পোষ্টটি স্টিকি করা হোক।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০১
117971
চেয়ারম্যান লিখেছেন : থাক আপাদত এই রকম। কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ
163297
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
হতভাগা লিখেছেন : http://www.somewhereinblog.net/blog/genfox007/29916914#c1041677

সামুতে যান , আপনাদের বাঁশের কেল্লা মুড় মুড় করে ভেঙ্গে যাচ্ছে ।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৭
117667
সঠিক ইসলাম লিখেছেন : সামুতে এখন যারা ব্লগায় তারাও বলগার আর তেলাপোকাও একটা পাখি ! Talk to the hand
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০২
117972
চেয়ারম্যান লিখেছেন : ওদের ওই ফালতু যুক্তি দেখার টাইম নাই। ফটোশপ হলে ইনকিলাব বন্ধ কেন ?
163334
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:০১
ভিশু লিখেছেন : অত্যন্ত মূল্যবান ও কষ্টসাধ্য নির্ভরযোগ্য পোস্ট! অনেক অন্নেক ধন্যবাদ আপনাকে! শেয়ার করলাম যদ্দুর পারি!
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০২
117974
চেয়ারম্যান লিখেছেন : থেন্কস । আপনাদের অনুপ্রেরনায় উত্সাহ পাই।
১০
163340
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
প্রিন্সিপাল লিখেছেন : অনেক কষ্ট করে সংগ্রহ করার ফল হলো উপরোল্লেখিত লেখাটি।
তবে বলতে চাই:
# যাকে মুখ্য মন্ত্রী বলে সম্বোধন করলেও কিছু আসে যায় না।
# যিনি তাদেরকে ডেকে নিয়ে এসে সেনা অফিসারদেরকে হত্যা করাতে পারেন।
তার মসনদ ঠিক রাখার জন্য এমন কাজ করতে পারবে না, তাতো হতে পারে না।
আসলে বর্তমান ক্ষমতাশীন সরকার তো তাদের দ্বারাই পরিচালিত।
সঠিক কথা হলো: হাসীনাও অসহায়।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৩
117975
চেয়ারম্যান লিখেছেন : হাসিনার ঘাড়ে বন্দুক রেখে ইন্ডিয়া সব করছে। আর হাসিনা ও তার বাপের হত্যার প্রতিশোধ বাঙালিদের উপর থেকে নিচ্ছে
১১
163344
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:২২
শারমিন হক লিখেছেন : উপপাদ্যঃ“হাম্বালীগের বিরোধিতা করলেই দারুণ ধরা।”

সাধারণ নির্বাচন:সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করলেই তাঁদেরকে সিলগালা করে অবৈধ সরকার হাসিনা।

বিশেষ নির্বাচন: সাংবাদিকরা দোষ না করে ও দোষী, আর হাম্বালীগরা দোষ করে ও নিষ্পাপ।

প্রমাণঃ
ক্ষমতার ৫ বছর মানুষের উপর অন্যায় ,অত্যাচার করেও থামে নি আওয়ামিলীগ।এখন তাঁরা অবৈধ ভাবে ক্ষমতা টিকে থাকার টিকিট ভারত কর্তৃক ক্রয় করতে বদ্ধ পরিকর।কারণ,ভারত চাচ্ছে না বাংলাদেশে কোন শান্তি আসুক।যাই হোক মাহমুদুর রহমানকে অন্যোয়ভাবে আটক করে হাসিনার সন্ত্রাসী পুলিশলীগ।আমার দেশ বন্ধ করা হয় সত্যকে উন্মোচন করার অপরাধে।একইভাবে আলেমদের হত্যা করার ভিডিও প্রকাশে অভিযুক্ত হয়ে বন্ধ হয় দিগন্ত টিভি।অবশেষে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা ভারতের গুন্ডাবাহিনী দিয়ে যা প্রকাশ পেয়েছিল ইনকিলাবে।তাঁদেরকেও ছেড়ে দেয়নি হাযেনা সরকার ।তাঁদেরকেও সিলগালা সহ আটক করা হয়েছে।

দৃষ্টান্তঃ
এত কিছু করে রেহাই পাবে বলেই ভারতের সন্ত্রাসীদের দিয়ে হত্যা করা হয়েছিল দেশের একমাত্র হাতিয়ার ৫৭ জন সেনা অফিসার সহ সাধারণ সৈনিকদের।

উপসংহারঃ
বাংলার মানুষ হাসিনাকে অক্ষরে অক্ষরে চিনে ফেলেছে।সময় এলে প্রতিশোধ নিবে কড়ায়গন্ডায়।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৪
117976
চেয়ারম্যান লিখেছেন : ইনশাল্লাহ হাসিনার সেই অসহায় দিনগুলো দেখার অপেক্ষায়
১২
163353
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৪
আলোর আভা লিখেছেন : কি জানি ভাই কি বলব বুঝতেছি না ...।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৫
117977
চেয়ারম্যান লিখেছেন : স্বাধীনতা আজ অস্তমিত। তাই মাথা হ্যাং Tongue
১৩
163366
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
ডাক্তার রিফাত লিখেছেন : চমৎকার আর ইনফর্মেটিভ।ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৫
117978
চেয়ারম্যান লিখেছেন : সবাইকে আওয়ামী ও ভারতীয় স্বরযন্ত্রের ব্যাপারে সজাগ করতে হবে
১৪
163393
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৬
রসিক হাকিম লিখেছেন : ভালো লাগলো
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৬
117979
চেয়ারম্যান লিখেছেন : থেংকু phbbbbt
১৫
163394
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৫
বেদূঈন পথিক লিখেছেন : লেকখকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি!!
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৬
117980
চেয়ারম্যান লিখেছেন : কস্ট করে পড়ার জন্য আপনাকে ও শুভেচ্ছা
১৬
163441
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০২
বুড়া মিয়া লিখেছেন : বাংলাদেশের আর্মি-পুলিশ এভাবে আক্রমণ করে না; রেকর্ড আছে বাংলাদেশের জনগন বাংলাদেশ আর্মিকে উলঙ্গ করে ছেড়ে দিলেও, লাঠি-দা দিয়ে তাদের অস্ত্রে বাড়ি দিলেও তারা জনগনের উপর এভাবে আক্রমন করেনি।

এখনকার যতো কিলিং অপারেশন টিম কাজ করছে – তার পুরোটাই ভারতীয়, শুধু পোষাকটা বাংলাদেশী বাহিনীর।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৭
117981
চেয়ারম্যান লিখেছেন : একদম সত্যি কথা। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও আজ অসহায়
১৭
163476
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৩
ইমরান ভাই লিখেছেন : দেশটাকে ভারতের কাছে দিলেই তো হয়??
অবশ্য দিবে কি ভাবে? দিলেইতো বুবুদের ক্ষমতা শেষ।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৭
117982
চেয়ারম্যান লিখেছেন : কেন ? বুবু তখন মুখ্যমন্ত্রী থাকবেন
১৮
163491
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১২
আবু আশফাক লিখেছেন : বেগম খালেদা জিয়ার ভাষায় লেন্দুপ দর্জিরা এ ছাড়া আর কি বা করতে পারে?
সে যাই হোক, ঘটনা শতভাগ সত্যি না হলে ইনকিলাব বন্ধ হতো না।
আসলে প্রত্যেকটি সত্য ঘটনার জন্যই এভাবে একের পর এক গণ মাধ্য বন্ধ করা হচ্ছে।
স্কাইপি কেলেঙ্কারীতে- আমার দেশ
হেফাজন নিধন- দিগন্ত ও ইসলামিক টিভি
এখন আবার ফ্যাক্স বার্তা কেলেঙ্কারীতে-ইনকিলাব।

হায়রে গণতন্ত্র!!!

এখনতো আমার সন্দেহ হচ্ছে- চেয়ারম্যানের এই লেখাসহ পূর্বে প্রকাশিত পোস্টের কারণে বিডি টুমরো ব্লগ বন্ধ করে দেয়া হবে।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৮
117983
চেয়ারম্যান লিখেছেন : দুয়া করেন টুডে ব্লগ যেন বন্ধ না হয়। খেয়াল রাখতে হবে বাকশালের সময় মাত্র ৪ টি মিডিয়া ছিল। তার উত্তরসুরী হাসিনা আরো কম রাখার চেষ্টা করবে
১৯
163574
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
আহমদ মুসা লিখেছেন : আমার গ্রামের বাড়ী নির্বাচনের পরে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের একটি ব্যস্ততম জনবহুল এলাকাতে একটি বিজিবির গাড়িতে অবস্থানরত অত্যাধুনিক মারনাস্ত্র সজ্জিত এমন কিছু মানুষকে নিজ চোখেই দেখেছি যাদের চেহারার আকৃতি ও কথাবার্তার ভাবভঙ্গি অন্তত আমার কাছে বাংলাদেশী মনে হয়নি।
আমার আশংকা হচ্ছে বাংলাদেশ তার স্বাধীনতা হারাতে বসেছে কিনা!!!
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১০
117984
চেয়ারম্যান লিখেছেন : আপনাদের মত স্বাধীনচেতা ভাইয়েরা থাকতে এই বাংলাদেশ স্বাধীনতা হারাবে না। হয়তো সাময়িকভাবে আমরা একটু পরাস্ত। ইনশাল্লাহ এই সব ভারতীয়রা শিগ্রই আমাদের দেশ থেকে পালাবে
২০
163584
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
সালাম আজাদী লিখেছেন : প্রাণ ফেটে যায়, কী হচ্ছে আমার দেশে
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১১
117985
চেয়ারম্যান লিখেছেন : ধৈর্য্য ধরা ছাড়া আর কিচ্ছু করার নাই। সামনে আমাদের আরো কৌশলী ভুমিকা নিতে হবে। আপনারা গাইডলাইন দিতে পারেন। কি হবে ভুমিকা ?Happy
২১
163669
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
সবুজেরসিড়ি লিখেছেন : আমরা আমাদের সোনার বাংলাদেশের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা হারাচ্ছি এই আওয়ামীলিগের স্বৈরতন্ত্রের জন্য . . . ইতিহাস ক্ষমা করবেনা ওদের . . .
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১১
117986
চেয়ারম্যান লিখেছেন : শেখ মুজিব ও ক্ষমা পাননি। হাসিনা ও পাবে না ইনশাল্লাহ
২২
163684
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
জেদ্দাবাসী লিখেছেন : ভারত হাসিনাকে লেন্দুপ দর্জি বানিয়ে পাঠিয়েছে দেশটাকে ধংস করার জন্য, তার ছেলে তথ্য বাবাও এই ষড়যন্ত্রে অংশিদার। এদের ব্যপারে সবাইকে সজাগ তাকতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক , আমীন
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১২
117987
চেয়ারম্যান লিখেছেন : তথ্য বাবারা হলো অতিথি পাখি। হা আমাদের আরো সতর্ক হতে হবে
২৩
163785
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০৮
ধ্রুব নীল লিখেছেন : চ্যায়ারম্যানের ধন্যবাদ একটা পাওনা থাকল
২৪
163802
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৮
হতভাগা লিখেছেন :


এই ছবিটা বিশ্বাস না কইরা পারা যায় না । যারে রাউন্ড করছেন সে যে ভারতীয় তা বোঝাই যায় ।

কারণ একটা আমেরিকান কুকুরের স্বাস্থ্য তার চেয়েও ভাল , কারণ কুকুরটা পুষ্টিকর খাবার খায় ।
২৫
163831
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৫
সাদা লিখেছেন : পোষ্টি যদি স্টিকি না করা হয় তবে যেন বার বার রিপোষ্ট করা হয়।যেন এটা প্রথম পাতায় থাকে।
২৬
163835
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপাতত বিয়ে নিয়ে ইয়ে বাদ দিন মডারেটর। এ মহাগুরুত্বপূর্ণ পোস্টটি স্টিকি করুন। চেয়ারম্যানকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। Rose Rose Rose
২৭
163873
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
ইমরান ভাই লিখেছেন : পোস্টি স্টিকি করার অনুরোধ করবো মডারেটরদেরকে।
২৮
164047
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১১
লুকোচুরি লিখেছেন : কি ভয়ঙ্কর! সবাই সব দেখে, জানে কিন্তু তবুও সবাই চুপ। Crying Crying Nail Biting Nail Biting
২৯
164128
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫২
লোকমান লিখেছেন : তথ্যবহুল পোস্ট। কত কষ্ট করে এই পোস্টটি তৈরী করা হয়েছে তা একমাত্র পোস্টদাতাই জানে।
আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা আমরা অনেকেই আন্দাজ করতে পারি আর আপনি যুক্তি প্রমান দিয়ে স্পষ্ট করে দিলেন।
একটি কথা কি দাদা আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে এমনটি হবেই। যারা এর বিরুদ্ধে অবস্থান নিবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আর আমাদের দেশের আবাল মিডিয়া এবং আবাল আওয়ামী সমর্থকেরা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকারের সাপোর্ট দিয়ে যাবে। কিছুই করার নাই।
তবে আমি দৃড় ভাবে বিশ্বাস করি সত্যের জয় একদিন হবেই। সকল ষড়যন্ত্র একদিন উন্মোচিত হবেই এবং এর সাথে জড়িতদের শাস্তি ভোগ করতে হবেই।
আমরা সেইদিনটির অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ চেয়ারম্যান ভাই।
৩০
164309
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৯
আবু নাজিব লিখেছেন : চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি তথ্যবহুল লেখার জন্য অনেক কষ্ট এবং সময় দিতে হয়। আল্লাহ আপনাকে এর পুরষ্কার দান করুন।
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
118635
অজানা পথিক লিখেছেন : আমীন
৩১
168581
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ল্যান্ডিয়ার সাথে একিভুত হওনের চেষ্টা করেন গিয়ে। ব্যায়াপুক শান্তি পাইবেন।
৩২
179783
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
অজানা পথিক লিখেছেন : আল্লাহ আপনার কলমকে আর ও শানিত করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File