শাহবাগের আন্দোলন ঝিমিয়ে পড়ায় এবং কক্সবাজারে শিবিরের ৭ জন নিহতের খবরকে ধামাচাপা দিতেই ব্লগার খুন

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৩:৫৫ রাত



কক্সবাজারে পুলিশের গুলিতে নিহিত একজন ....

অমি পিয়াল গংরা একজন ব্লগার মারা যাওয়ার কারণে জামায়াত শিবিরকে দোষারোপ করতেছে ..আসিফ মহিউদ্দিনকে ছুরি মারার জন্য একটু আগে অমি পিয়ালের একটি স্টাটাসে জামায়াত শিবিরকে দায়ী করতেছে ..কিন্তু বাকশালীদের সাথে মতের মিল না হওয়াতে , জগন্নাথ ইস্যুতে , এবং একটি মেয়ে ধর্ষণের কাহিনী নিয়ে আগে ও একবার শাহবাগে আসিফ মহিউদ্দিনকে মার দেয় আওয়ামী পান্ডা মার্কা ব্লগার ও কর্মীরা ..

ট্রাইবুনালে হাসিনার বেয়াই ও আওয়ামী রাজাকারদের বিচার ও বাকশালের উপর একটি পোস্ট দেওয়ার কারণে আবার ও আসিফ মহিউদ্দিনকে গত কয়েক দিন আগে আবার আক্রমন করে আওয়ামীলীগের গুন্ডারা ...বর্তমান শাহপাপীদের আন্দোলন ঝিমিয়ে পড়ার কারণেই আবারও নিজেরাই নিজেদের ব্লগার মেরে আন্দোলন চাঙ্গা করতে চাচ্ছে আওয়ামীরা ..এই দিকে কক্সবাজারে আওয়ামী পুলিশের বর্বরতায় ৭ জন নিহতের খবরকেই ধামাচাপা দিতেই এই ব্লগারকে খুন করে আওয়ামীলীগ ও তাদের ব্লগারেরা ...

এদিকে টাকা ভাগভাগি নিয়ে ও এই হামলা হতে পারে ..আর আরেকটি নির্ভরশীল সোর্স থেকে জানা যায় শাহবাগের আন্দোলন সমাপ্তি নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে খুন করা হয় ওই ব্লগারকে ..আর এর নৈপথ্যে আছে আওয়ামি দালাল অমি রহমান পিয়াল

বিষয়: বিবিধ

১৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File