ভিডিওটি নিজামীর বিরুদ্বের সাক্ষী নান্নুর..ভিডিও নিয়ে সন্দেহ হলে প্রমান দেখুন
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ২২ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৬:২০ রাত
আজকে কয়েকটি চ্যানেলে শেখ হাসিনার চাপে মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্বে সাক্ষ্য দেওয়া নান্নু মিডিয়ার সামনে সংবাদ সম্মেলনে এসে নিজেকে প্রকাশ পাওয়া গোপন ভিডিওর নান্নু না বলে অস্বীকার করেছেন।
কিন্তু আসলে কি তাই ? তিনি বলেছেন
তিনি বলেন, পত্রিকার সংবাদটির মাধ্যমে আমি জানতে পারি আমার সাক্ষাৎকার সম্বলিত একটি ভিডিও তাদের কাছে রয়েছে। পরে ইউটিউবে সাক্ষাৎকারটি আমি দেখতে পাই। সেখানে যে লোকটি দেখানো হচ্ছে তার গোঁফ নেই। ছোট বেলা থেকেই আমার ঝাকড়া লম্বা চুল রয়েছে। কিন্তু ওই লোকটির চুল লম্বা ঝাকড়া নয়। যে গলার স্বরটি দেয়া হয়েছে তাও আমার নয়। এটি আমার স্বরের একটি বিকৃত স্বর। এছাড়া প্রচারিত বক্তব্যও আমার নয়।
আজকে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার সময় উনার মুখে গোফ ছিলো এটি সত্য। আজকে সংবাদ সম্মেলনে হাজির হওয়া নান্নুর ছবিটি হলো
এবার জোর করে সাক্ষ্য দেওয়ার গোপন ভিডিও তে নান্নু মিয়ার ছবি দেখুন
হা এই ছবিতে নান্নুর গোফ নেই। কিন্তু নান্নু মিয়া যখন নিজামীর বিরুদ্বে মামলা শুরু হলো তখন সরেজমিনে প্রসিকিউশনের সামনে সাক্ষাত্কার দিলেন তখন ও কিন্তু নান্নু মিয়ার গোফ ছিলো না। দেখুন ছবিটি
কি ছবিটিতে কি গোফ আছে ? বিশ্বাস হচ্ছে না এটি প্রসিকিউশনের সাথে দেওয়া সাক্ষাত্কারের সময় নান্নু মিয়ার ছবি ?
তাহলে পুরো ভিডিওটিই দেখুন
এখন কি প্রমান হলো না এই নান্নু মিয়ার আগে গোফ ছিলো না।
প্রসিকিউশনের সাথে দেওয়া সাক্ষাত্কারের সময় নান্নু মিয়া যে নিজামীর বিরুদ্বে মিথ্যা সাক্ষী দিয়েছে তা প্রমাণিত ..
@ উপরে ভিডিও টিতে নান্নু মিয়া প্রসিকিউসনকে বলতেছেন , নিজামী ছাত্র সংস্থার লোক ছিলেন। মূলত ছাত্র সংঘ হবে।
@ সাংবাদিকরা নান্নু মিয়াকে কিছু প্রশ্ন জিগ্গেস করতে চাইলে পুলিশ আর প্রশ্ন করা যাবে না বলে সবাইকে সামনে যেতে বলে। কারণ নান্নু মিয়া বানানো সাক্ষীর উত্তর না দিতে পারলে ধরা খাওয়ার সম্ভাবনা ছিলো।
তাহলে নান্নু মিয়ার সাক্ষী যে মিথ্যা সাক্ষী ছিল এটা স্পস্ট প্রমাণিত।
এবার গোপন ভিডিওর ছবি আর নিজামীর বিরুদ্বে সরেজমিনে সাক্ষ্য দেওয়া ছবিটির টাইয়ের দিকে খেয়াল করুন , ২ টি একই রঙয়ের। তবু ও কি প্রমান হয় না এটিই নান্নু মিয়া ????
এবার আরেকটি ভিডিও দেখুন যেখানে প্রমান হয়েছে আগের নান্নু মিয়া ও ও আজকের সংবাদ সম্মেলনে সাক্ষ্য দেওয়া নান্নু মিয়া একই ব্যক্তি
এবার এই ভিডিও এর আগের ও পরের কন্ঠস্বর পরীক্ষা করুন। ভাল করে শুনুন তা একই ব্যক্তি :D/
তাহলে কি বলবে এখন ট্রাইবুনাল ? অবশ্যই যুদ্বাপরাধের বিচার হতে হবে। তাই বলে কি জোর করে সাক্ষী দিয়ে ? হয়তো শিগ্রই নান্নু মিয়াকে গুম করে ফেলা হবে অথবা খুন করা হবে। দোষ দেওয়া হবে জামায়াত শিবিরের। কারণ এই মিথ্যা সাক্ষী তো ঢাকতে হবে। ইতিমধ্যে সাইদীর সাক্ষী চুরি। স্কাইপে কেলেংকারীর কারণে এই ট্রাইবুনাল নিজেদের গ্রহণ যোগ্যতা হারিয়েছে।
নান্নুর ফাস হওয়া পুরো ভিডিওটি দেখুন
শুধু নান্নু না , আরো অনেককেই মাওলানা নিজামীর বিরুদ্বে তাদেরকে জোর করে সাক্ষ্য দিতে নিয়ে গেছে তার ভিডিও দেখুন।
আর ভুলে যাওয়া স্কাইপে কেলেংকারী দেখতে ও ভুলবেন না
আর কেনইবা সুখরঞ্জন বালিকে আওয়ামী ট্রাইবুনাল অপহরণ করলো
জানতে হলে দেখুন এই ভিডিও টি
এই হলো আমাদের ট্রাইবুনাল
বিষয়: বিবিধ
২৭০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন