সাভারের ক্ষতিগ্রস্থদের সাহার্য্যে এগিয়ে আসুন .. Thumbs Up

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ২৭ এপ্রিল, ২০১৩, ০৮:০২:০২ সকাল



সাভার নিয়ে কিছু বলার নাই ..গত পরশু থেকেই মন খারাপ ..কিছুই করতে পারছি না সাভারের রানা প্লাজার ভুক্তভুগিদের জন্যে ..

তারপর আমরা কয়েকজন সিদ্বান্ত নিলাম কিছু একটু করার জন্য ..যেই সিদ্বান্ত সেই কাজ ..জাস্ট গিভিং এর মাধ্যমে সাভারের জন্য ডোনেশন তুলছি আমরা ..ইতিমধ্যে ৬ ঘন্টায় ফেসবুক টুইটারে প্রচারণা করে আমরা ২০২১ পাউন্ড তুলেছি ..বাংলায় প্রায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা..আলহামদুলিল্লাহ ..

আপনারা ও এগিয়ে আসতে পারেন সাভারের দু:স্থদের সাহার্য্যে .আপনার টাকা দিয়ে ভিকটিম ব্যক্তি ও পরিবারগুলোকে সাহার্য্য করা হবে।

এই লিঙ্কে গিয়ে টাকা দান করতে পারবেন ...

https://www.justgiving.com/savartragedy/

শুধু মাত্র আপনি ডেবিট,ক্রেডিট কার্ড অথবা পেপালে টাকা ডোনেট করতে পারবেন ..

খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বাংলাদেশে এখনো কোনো একাউন্ট ফিক্সড করা হয়নি ..হলেই আপনাদেরকে জানানো হবে ..

বিস্তারিত জানতে দেখুন টুইটারে #SavarTragedy

অথবা ফেসবুকে বাশেরকেল্লাকে ফলো করুন .

আপনাদের কাছ থেকে সাভারের ভিকটিমদের জন্য আবার ও সাহায্য প্রার্থনা করছি ..আপনার দানে একটি পরিবারে এক চিলতে হাসি নিয়ে আসতে পারে ..

বিষয়: বিবিধ

২১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File