কোথায় সেই মুসলমান

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৭ মার্চ, ২০১৩, ১০:৫৯:০২ রাত

কোথায় সেই মুসলমান

যাদের ছিল দৃঢ় ঈমান,

দিতো আল্লাহর পথে জান-মাল কোরবান

প্রিয় রাসুলের আর্দশে গড়েছিল জীবন।

কোথায় আলী, আবু-বকর,ওমর,উসমান

মুসলিম শাসকদের মডেল যাদের নাম,

কোথায় খাব্বাব হানযালা জাফর আবু সুফিয়ান

জিহাদের ময়দানে অনুপ্রেরনায় যাদের নাম

উড়িয়েছিলেন জীবন দিয়ে কালেমার নিশান।

কোথায় মুসলিম সেই ঈমানদার

জালেমের বিরুদ্ধে যারা ছিলেন সোচ্চার,

আল্লাহর দ্বীন প্রতিষ্টায় ময়দানে রনবীর

ভেঙ্গেছিলেন অন্যায় অত্যাচার জুলুমের প্রাচীর

গড়েছিলেন ইসলামের সু-শীতল ছাঁয়া-নীড়।

কোথায় সেই মুসলমান

অপর ভাইয়ের জন্যে ছিল যারা উদারমন,

অনাহারে ও না দিয়ে করতো না ভক্ষন

পিপাসার যন্ত্রনায় কাতর হয়েও করতোনা পান

অপর ভাইয়ের পিপাসা না করে নিবারন।

কোথায় সেই মুসলমান

যারা ঈমানের বলে বলীয়ান,

দুনিয়ায় থাকতেই জান্নাতে গৃহ-নির্মাণ

জীবনে ধারন করেছিলো আলকুরআন

তাই অনন্ত অসীম জান্নাত হলো বাসস্থান।।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File