এই রমদান মাসেই আল্লাহ তায়ালা কুরআনুল করিম নাযিল করা শুরু করে ছিলেন এবং সু দীর্ঘ তেইশ বৎস্বরে তা নাযিল করা শেষ করেছিলেন মানবতার মুক্তির জন্য।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৮ জুন, ২০১৬, ০৫:০৪:৪০ বিকাল

এই মাসেই আল্লাহ তায়ালা কুরআনুল করিম নাযিল করা শুরু করে ছিলেন এবং সু দীর্ঘ তেইশ বৎস্বরে তা নাযিল করা শেষ করেছিলেন। যখন যতটুকু প্রয়োজন হয়েছে তা নাযিল করেছেন। যাতে করে মানুষ তা বুঝতে সহজ হয়।

রমদানের রোযা ফরজ করেছেন যাতে করে মানুষের মধ্যে ত্বাকওয়া ( আল্লার ভয়) সৃষ্টি হয়। আর কুরআন থেকে হেদায়ত পাবেন তারাই যাদের মধ্যে ত্বকওয়া তথা আল্লাহর ভয় আছে।

এই রমদান মাসকে আল্লাহ রহমত বরকত এবং ফযিলতের নেয়ামত দিয়ে মোলামাল করে দিয়েছেন এই জন্যইযে এই মাসেই কুরআনুল করিম অবর্তিণ করেছেন।কুরআনের কারনেই এই মাসকে এতই বরকতময় ও ফযিলতপূর্ণ করেছেন।

বিশ্ব পরিচালক মহান আল্লাহ তায়ালা পৃথিবীর সকল মানব মন্ডিলির জন্য সর্বশেষ যে কিতাব প্রেরন করেছেন তা হল আল্ কুরআন। যা তার প্রিয় হাবিব তথা মানবতার মুক্তি ধূত হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) এর মাধ্যমে নাযিল করেছেন।

আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য সর্ব শেষ যে হেদায়ত তথা আল্লাহর নির্দেশ দিয়েছেন তাই হল আল্ কুরআন। নতুন করে পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোন হেদায়ত বা নির্দেশ আসবে না।

পৃথিবীর মানুষ যদি হেদায়ত তথা মুক্তি পেতে চায় তাকে আসতেই হবে আল্ কুরআনের কাছে। আল্ কুরআন শুধূ মুসলমানের জন্য নাযিল হয়নি। তা সমগ্র বিশ্ব বাশীর জন্যই নাযিল হয়েছে। বিশ্ব বাসির কাছে এই কুরআন পৌঁছানোর দায়িত্বটি কার..?

তাই আসুন জেনেনি আল্ কুরআন আমাদের কাছে কি চায় এবং কি তার দ্বাবী..? প্রতিটি মুসলমানের কাছে কুরআনের দ্বাবি হল ৪টি

১. আল কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত তথা শুদ্ধ করে পড়তে হবে যাতে ভূল না হয়। কারন তেলাওয়াত যদি ভূল হয় নামাজ আদায় হবেনা। নামাজ কবুল হওয়ার জন্য কুরআন শূদ্ধ হতে হবে। তাই এই কুরআন শুদ্ধ তেলাওয়াত শেকার জন্য যা করা প্রয়োজন তা আপনাকে করতেই হবে। এটাই আল্ কুরআনের প্রথম দ্বাবি।

২. আল্ কুরআনের যে টুকু তেলাওয়াত করেছেন তথা যে সুরাটি তেলাওয়াত করছেন তা ভাল ভাবে অর্থ বুঝতে হবে যাতেকরে এর তাতপর্য্য ও শারমর্ম টুকু বুঝতে পারা যায়, যাতে করে বুঝার হক আদায় হয়। মূল অর্থটাই বুঝা হলো ২য় দ্বাবি।

৩. আল্ কুরআনের যে টুকা তেলাওয়াত করে বুঝলেন তা সটিক ভাবে মনদিয়ে মেনে নিয়ে তা আমল করা তথা কর্মে তা পরিনত করা এটাই হলো আল্ কুরআনের ৩য় দ্বাবী।পড়লেন, বুঝলেন, মানলেন এর পর যে কাজটি না করলে চলবে না তা হল আল্ কুরআনের ৪র্থ দ্বাবি।

৪. আল্ কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত, আল্ কুরআন বুঝা, এবং আল্ কুরআন যে টুকু বুঝেছেন সেটা মেনে নেওয়ার পর ৪র্থ দ্বাবীই হল তা অন্যের কাছে পৌঁছানো ৪র্থ কাজটি যদি না করা হয় তাহলে ঐ ৩য় টির ও কোন মূল্য নেই।

আল্ কুরআন শুধূ মুসলমানের জন্য নয় তা সমগ্র বিশ্ব মানব মন্ডলীর জন্য। তাই আসুন এই ৪টি কাজ করে আল্ কুরআনের হক আদায় করি। এবং আল্ কুরআনের হক আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তোষ্টি অর্জন করা যাবে বলে আশা করা যায়।

বিষয়: বিবিধ

১৭৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371440
০৮ জুন ২০১৬ বিকাল ০৫:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুভেচ্ছা নেবেন. অনুরোধ রাখার জন্য শুকরিয়া
০৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
308214
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য মোবারকবাদ।দোয়া করছি আল্লাহ যেন সাফল্য দান করেন।
371442
০৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । অনেক সুন্দর করে সাজিয়েছেন। জাজাকাল্লাহ
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:২৬
308318
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। রমদান এবং কুরআন আপনার জন্য সুপারিশ কারি হউক
371447
০৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! রমাদ্বানের ফজিলতের সবটুকু আপনার ও আমাদের সকলের দো-জাহানের কল্যাণে সাধিত হোক। জাযাকুমুল্লাহ।
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:৩০
308319
কুয়েত থেকে লিখেছেন : وعليكم السلام ورحمةالله وبرماته আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন। রমদান এবং কুরআন আপনার জন্য সুপারিশ কারি হউক আমিন
371453
০৮ জুন ২০১৬ রাত ০৮:৪৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Nice writing in the light of quran n Hadith mashallah.
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:৩৯
308320
কুয়েত থেকে লিখেছেন : وعليكم السلام ورحمةالله وبرماته লেখাটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এবং রমদানের সফলতা অর্জন করুর
371512
০৯ জুন ২০১৬ সকাল ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:৪০
308321
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ
371520
০৯ জুন ২০১৬ দুপুর ১২:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশ আল্লাহ, খুব ভালো লাগলো আপনার লিখাটি, জাজাকাল্লাহ।
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:৪২
308322
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ রমদান এবং কুরআন আপনার জন্য সুপারিশ কারি হউক আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File