জয়ের বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির দুঃখ প্রকাশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ জুন, ২০১৬, ০৪:৩০:১৪ বিকাল



প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার এক ইমেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করা হয়। গত ২৮ মে বিবিসি বাংলা বিভাগ মেনদি সাফাদির উদ্ধৃতি দিয়ে সংবাদ ছেপেছিল, ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল’। কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনও বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সোমবার দুপুরে লন্ডনে বিবিসি প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসি বাংলা বিভাগের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বিবিসিকে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রতিবেদকের অপসারণের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ। এরপর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কাছে তাদের বক্তব্য জানতে চাইলে বিবিসি বাংলার বার্তা প্রধান সাবির মুস্তাফা বিবিসি কমিউনিকেশন্স বিভাগের অনুমতি ছাড়া কোনও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর বিবিসির কমিউনিকেশন্স ম্যানেজার পল রাসমুসেন সংবাদটি প্রকাশের আগে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য না নেওয়ায় দুঃখ প্রকাশ করে ইমেইল বার্তা পাঠান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বিবিসি বাংলার সম্পাদকীয় নীতিমালা আরও কঠোর করার আশ্বাস দেন রাসমুসেন।

বিষয়: আন্তর্জাতিক

১০৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371438
০৮ জুন ২০১৬ বিকাল ০৫:৩৪
ইরফান ভাই লিখেছেন : হাহাহাহা এতদিন হলুদ মিডিয়া জয়ের সাথে মোসাদের সম্পর্ক বিভিন্নভাব চেপে গেছে।এখন আবার ক্ষমা ইস্যু। Happy' জয় বাবাজিকেও মিথ্যুক প্রমান করল..
371500
০৯ জুন ২০১৬ সকাল ০৮:৩৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ক্ষমার বিষয়টা নিয়ে আওয়ামিলীগ ঘোলা পানিতে মাছ শীকার করতে চাইছে।বিবিসি ক্ষমা চেয়েছে জয়ের সাক্ষাৎকার না নিয়ে মেনদি সাফাদির সাথে জয়ের বৈঠকের সংবাদ প্রচার করার জন্য। বিবিসি বলছেনা যে সংবাদটি সত্য নয়। সংবাদটি কিন্তু সত্য।
371533
০৯ জুন ২০১৬ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন : এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না । বিবিসির উচিত ছিল জয়ভায়ার পা ধরে মাফ চাওয়া ।
১২ জুন ২০১৬ সকাল ১১:৪০
308522
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File