দেশাবাসীর কাছে দোয়া চাই। সবাইকে সালাম জানাই। যদি দুনিয়ায় আর দেখা না হয়, ইনশাআল্লাহ আবার দেখা হবে জান্নাতে।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৯ মার্চ, ২০১৬, ০৪:১৫:৩৫ বিকাল
মাওলানা মতিউর রহমান নিজামী আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেদায়াত:
১. অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
২. মু'মিন কখনো হতাশ হয় না।
৩. জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দায়ী ইলাল্লাহ হিসেবে কাজ করে যেতে হবে।
৪. বাতিলের গভীর ষড়যন্ত্র ও বিদ্যমান সমস্যা বুদ্ধিভিত্তিক উপায়ে মোকাবিলা করতে হবে।
৫. সন্ত্রাসবাদ ঠেকাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।
৬. মহিলাদের আত্নগঠন ও চরিত্র গঠনের দিকে মনযোগী হতে হবে।
৭. ইসলামী আন্দোলনে নেতৃত্বের সংকট হবে না। পরিস্থিতি যতো কঠিন হবে ততো দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠবে।
৮. আমার বয়স হয়েছে, যে কোনো সময় মৃত্যু আসবেই। আমি শাহাদাতের মৃত্যু চাই।
৯. আমার শাহাদাত পরিবর্তনের সুচনা করবে ইনশাআল্লাহ।
১০. দেশাবাসীর কাছে দোয়া চাই। সবাইকে সালাম জানাই। যদি দুনিয়ায় আর দেখা না হয়, ইনশাআল্লাহ আবার দেখা হবে জান্নাতে।
হে প্রভূ দয়াময় বিশ্ব পরিচালক মহান আল্লাহ..! হয়তো আমরা গুনাহগার তাই আমাদের দোয়া ইবাদত এবং আমাদের কোন কৌশল চেষ্টা প্রচেষ্টা কোন কাজে আসছেনা। কিন্তু মজলুমদের প্রতি তুমি দয়া করো মালিক।
আর আমাদের প্রিয় বাংলাদেশের প্রতি দয়া করুন এবং এই দেশ বৃহত্তম মুসলিমদেশ সৎ এবং যোগ্য লোকদের কে এই দেশ পরিচালনার জন্য কবুল করুন।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমাদের প্রিয় বাংলাদেশের প্রতি দয়া করুন এবং এই দেশ বৃহত্তম মুসলিমদেশ সৎ এবং যোগ্য লোকদের কে এই দেশ পরিচালনার জন্য কবুল করুন।আমীন ।
ইসলাম কি গ্ণতান্ত্র সাপোর্ট করে???
ইসলামী রাষ্ট্রব্যবস্থা বলতে কি ইসলামী শাসনতন্ত্র বোঝাচ্ছে নাহ?
আর গণতন্ত্র আর ইসলামী শাসনতন্ত্র অবশ্যই আকাশ-পাতাল তফাত।গণতন্ত্র চলে মানুষের কথায় আর ইসলামী শাসন তন্ত্র চলে আল্লাহর কথায়।সুতরাং গণতন্ত্র সাপোর্ট করা কি আমাদের ঠিক?
মহান আল্লাহ আমাদের সবাই কে জান্নাত বাসি হবার তৌওফিক দিন
আমিন
মন্তব্য করতে লগইন করুন