দেশাবাসীর কাছে দোয়া চাই। সবাইকে সালাম জানাই। যদি দুনিয়ায় আর দেখা না হয়, ইনশাআল্লাহ আবার দেখা হবে জান্নাতে।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৯ মার্চ, ২০১৬, ০৪:১৫:৩৫ বিকাল

মাওলানা মতিউর রহমান নিজামী আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেদায়াত:

১. অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

২. মু'মিন কখনো হতাশ হয় না।

৩. জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দায়ী ইলাল্লাহ হিসেবে কাজ করে যেতে হবে।

৪. বাতিলের গভীর ষড়যন্ত্র ও বিদ্যমান সমস্যা বুদ্ধিভিত্তিক উপায়ে মোকাবিলা করতে হবে।

৫. সন্ত্রাসবাদ ঠেকাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

৬. মহিলাদের আত্নগঠন ও চরিত্র গঠনের দিকে মনযোগী হতে হবে।

৭. ইসলামী আন্দোলনে নেতৃত্বের সংকট হবে না। পরিস্থিতি যতো কঠিন হবে ততো দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠবে।

৮. আমার বয়স হয়েছে, যে কোনো সময় মৃত্যু আসবেই। আমি শাহাদাতের মৃত্যু চাই।

৯. আমার শাহাদাত পরিবর্তনের সুচনা করবে ইনশাআল্লাহ।

১০. দেশাবাসীর কাছে দোয়া চাই। সবাইকে সালাম জানাই। যদি দুনিয়ায় আর দেখা না হয়, ইনশাআল্লাহ আবার দেখা হবে জান্নাতে।

হে প্রভূ দয়াময় বিশ্ব পরিচালক মহান আল্লাহ..! হয়তো আমরা গুনাহগার তাই আমাদের দোয়া ইবাদত এবং আমাদের কোন কৌশল চেষ্টা প্রচেষ্টা কোন কাজে আসছেনা। কিন্তু মজলুমদের প্রতি তুমি দয়া করো মালিক।

আর আমাদের প্রিয় বাংলাদেশের প্রতি দয়া করুন এবং এই দেশ বৃহত্তম মুসলিমদেশ সৎ এবং যোগ্য লোকদের কে এই দেশ পরিচালনার জন্য কবুল করুন।

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362919
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৩
চেতনাবিলাস লিখেছেন : হ্যাঁ ভাই। উনিতো শাহাদাত এর তামান্না পিয়ে জান্নাত বাসী হবেনই | সেইসাথে বাংলাদেশের মুসলমানদের সামনে রেখে যাচ্ছেন ইসলামী আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত |
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪০
300821
কুয়েত থেকে লিখেছেন : সৌভাগ্যতো তাদেরই জন্য কিন্তু আমরাযে হতভাগা..! তাদের রেখে যাওয়া অনন্য দৃষ্টান্ত এদেশে ইসলাম প্রতিষ্টিত হবেই ইনশা'আল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ
362922
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিস্তারিত পড়েছি একটি জাতীয় দৈনিকে। ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৬
300822
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ শহীদ হওয়াতো গৌববের, কিন্তু এইসব নেতারাতো জাতির জন্য সম্পদ তাই আল্লাহ তাদেরকে গাজী করলেই জাতির কল্যাণ। ধন্যবাদ আপনাকে
362923
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৬
আফরা লিখেছেন : হে প্রভূ দয়াময় বিশ্ব পরিচালক মহান আল্লাহ..! হয়তো আমরা গুনাহগার তাই আমাদের দোয়া ইবাদত এবং আমাদের কোন কৌশল চেষ্টা প্রচেষ্টা কোন কাজে আসছেনা। কিন্তু মজলুমদের প্রতি তুমি দয়া করো মালিক।আমীন ।

আর আমাদের প্রিয় বাংলাদেশের প্রতি দয়া করুন এবং এই দেশ বৃহত্তম মুসলিমদেশ সৎ এবং যোগ্য লোকদের কে এই দেশ পরিচালনার জন্য কবুল করুন।আমীন ।
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫৩
300823
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ দেশের বড় বড় চোর ডাকাতরা উল্লাশ করছে জাতির সৎ চরিত্রবানরা মজলুম হয়ে শহীদ হচ্ছে। কি নির্মম এই জাতির কল্যাণ কি করে হবে জানিনা।
362930
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
এ,এস,ওসমান লিখেছেন : সন্ত্রাসবাদ ঠেকাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।
ইসলাম কি গ্ণতান্ত্র সাপোর্ট করে???
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
300845
কুয়েত থেকে লিখেছেন : ইসলামই হলো এক মাত্র পরিপুর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে সুষ্ট গণতন্ত্র থাকবে এটাই সভাবিক। কিন্তু প্রচ্চাত্ব্য গণতন্ত্র যেটা পৃথিবীতে এখন সেটাই গণতন্ত্র। আর ইসলামী গনতন্ত্র যেটা তা কোন মুসলিম দেশে নেই বরং রাজতন্ত্রকেই অনেক ওলামারা সমর্তন করছে যেটা ইসলামে নিসিদ্ধ। মজলিশে শুরার ভিত্তি প্রতিষ্টা করতে হলে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্টা করতে হবে। এর জন্য আগে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রয়োজন। তাও কোথাও নেই ধন্যবাদ আপনাকে
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:০৩
300856
এ,এস,ওসমান লিখেছেন : মজলিশে শুরার ভিত্তি প্রতিষ্টা করতে হলে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্টা করতে হবে।

ইসলামী রাষ্ট্রব্যবস্থা বলতে কি ইসলামী শাসনতন্ত্র বোঝাচ্ছে নাহ?
আর গণতন্ত্র আর ইসলামী শাসনতন্ত্র অবশ্যই আকাশ-পাতাল তফাত।গণতন্ত্র চলে মানুষের কথায় আর ইসলামী শাসন তন্ত্র চলে আল্লাহর কথায়।সুতরাং গণতন্ত্র সাপোর্ট করা কি আমাদের ঠিক?
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:৩০
300861
কুয়েত থেকে লিখেছেন : আপনার কথাই টিক। তবে আমাদেরকে এই ভূকন্ডে থেকেই ইসলাম প্রতিষ্টার জন্য কাজ করতে হবে। এটাই টিকযে আপনি ইসলামের কাজ করবেন বাতিল রা আপনাকে সহযোগীতা করবে তাহলে বুঝতে হবে আপনার ইসলাম পরিপূর্ণ নয়। ইবনে তাইমিয়া(রাহঃ)বলেছেন সঠিক ইসলামী দল চিন্তে হলে বাতিলের তিরের আঘত এর দিকে রক্ষ কর।ধন্যবাদ
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:৩৫
300862
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৬ রাত ১১:৫০
300870
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ
362944
১৯ মার্চ ২০১৬ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:২৩
300860
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহুম্মা আমিন ধন্যবাদ আপনাকে
362957
১৯ মার্চ ২০১৬ রাত ১০:৫০
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

মহান আল্লাহ আমাদের সবাই কে জান্নাত বাসি হবার তৌওফিক দিন
আমিন
১৯ মার্চ ২০১৬ রাত ১১:৪৪
300869
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ লেখাটি পদার জন্য প্রস্তুত খাকুন জান্নাতবাসি হওয়ার জন্য।
362982
২০ মার্চ ২০১৬ রাত ০৪:৫৪
সন্ধাতারা লিখেছেন : Amin chumma Amin
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
300928
কুয়েত থেকে লিখেছেন : আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।ধণ্রবাদ আপনাকে
363006
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:২০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমরা একে একে আমাদের দেশের ইসলামী আন্দোলনের অগ্র সৈনিকদের হারিয়ে পেলতেছি।এই মেধা সম্পন্ন ব্যক্তিদের অভাব পুরন করতে হয়তো কিছু সময় লাগবে। যারা এই ইসলামী আন্দোলনের জন্য( ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য) দিন রাত এখনো কষ্টকরে যাচ্ছেন, আল্লাহ যেন তাদের মেধাকে আরো তীক্ষ্ণ করেন।
"তারপর বনী ইসরাঈল (ঈসার বিরুদ্ধে) গোপন চক্রান্ত করতে লাগলো। জবাবে আল্লাহ‌ও তাঁর গোপন কৌশল খাটালেন। আর আল্লাহ‌ শ্রেষ্ঠতম কুশলী"।
সূরা - আলে ইমরান ৫৪
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
300930
কুয়েত থেকে লিখেছেন : ইসলামী আন্দোলনের জন্য ওরা আল্লাহর নিকট কবুল হয়ে গেছেন। তাই আল্লাহ তার প্রিয় বন্দাদের এভাবেই গ্রহন করে নেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File