কুয়াকাটার বাউলি বনঃ সূর্যোদয়, সূর্যাস্ত আর লাল কাঁকড়ার খেলা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ মার্চ, ২০১৬, ০৩:১৪:০৫ দুপুর



ভ্রমণ পিপাসুদের অবকাশ যাপনের জন্য অনন্য পর্যটন কেন্দ্রের নাম কুয়াকাটা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেষপ্রান্তে সাগর পাড়ের জনপদ কুয়াকাটা। আর এ কুয়াকাটার মধ্যে আরেকটি অপরূপ সৌন্দর্যপূর্ণ স্থানের নাম হলো বাউলি বন। বাউলি বনের নৈসর্গিক রূপ কুয়াকাটার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কুয়াকাটার বেলাভূমের একই স্পটে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয়-সূর্যাস্তের বিরল মনোরম সৌন্দর্য। একদিকে বিশাল সাগর, নয়নাভিরাম ঝাউবন, সেইসঙ্গে হাজার হাজার লাল কাঁকড়ার প্রাকৃতিক লুকোচুরি খেলার মনোরম দৃশ্যে আকৃষ্ট হচ্ছে হাজার হাজার পর্যটক-দর্শনার্থী। শুধু দেখতে নয় হাজার হাজার পর্যটক বাউলি বনে ছুটে আসছে লাল কাঁকড়ার সাথে খেলা করতেও। ১৫৪ হেক্টর জমির উপর বিশাল এ উপকূলীয় ঝাউবন দেখলে যেকোন পর্যটকের মনে আসবে আনন্দের নতুন মাত্রা। বাউলি বনের নৈসর্গিক রূপ যেকোন বয়স/শ্রেনীর পর্যটকের মন জয় করতে সক্ষম। তাই প্রতিদিন হাজার হাজার পর্যটক-দর্শনার্থীর পদচারণায় মুখর থাকছে বাউলি বন। পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাউলি বনের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে আপনিও আমন্ত্রিত। আসুন উপভোগ করুন।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362937
১৯ মার্চ ২০১৬ রাত ০৮:০৩
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File