সেই ১৯৫ জন মূল অপরাধীদের ক্ষমা করে দিয়ে এখন অন্যদের বিচার করা হচ্ছে।ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, তিনি একজন ইসলামিক স্কলার, ভদ্র ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১০ জানুয়ারি, ২০১৬, ০৫:৩৮:০৪ বিকাল

বাংলাদেশের মা এমন সন্তান কি সব সময় জন্মদেয় ? যে একাই বহু গুনের অধীকারী, সৎ আলেমে দ্বীন নবীর ওয়ারিশ, বাংলাদেশের ইতিহাসের সৎ ও যোগ্য মন্ত্রী জননেতা মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব।

সেফ হোমে শেখানো-পড়ানো সাক্ষী দিয়ে বিচার হয়েছে, পাকিস্তানকে তখন সমর্থন করা মানবতা বিরোধী অপরাধ নয় -খন্দকার মাহবুব হোসেন

মাওলানা নিজামী কোন অপরাধ করেছেন কি-না ভবিষ্যতই তা বলে দেবে। কারণ সেফ হোমে রেখে সাক্ষীকে দিনের পর দিন শিখিয়ে পড়িয়ে আদালতে সাক্ষ্য দেয়া হয়েছে।

বিচারকদের ওই সাক্ষীর ওপর নির্ভর করে বিচার বিবেচনা করতে হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, তিনি একজন ইসলামিক স্কলার, ভদ্র ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই আমরা সাজা কমাতে বলেছিলাম। সাজা কমানোর কথা বলার অর্থ এই নয় যে তিনি অপরাধী।

আপিল বিভাগের রায় ঘোষণার পর গত বুধবার সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে এক ব্রিফিংয়ে তিনি একথা গুলো বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আদালতে যুক্তিতর্ক তুলে ধরেছি। আদালত ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছে। আইনজীবী হিসেবে রায় মেনে নিতে হবে।

তিনি বলেন, রায় পর্যালোচনার পর মতিউর রহমান নিজামী সিদ্ধান্ত নিবেন তিনি কি করবেন। তিনি চাইলে রিভিউ আবেদন করতে পারেন। তিনি রিভিউ আবেদন করার পরামর্শ দিলে আমরা অবশ্যই রিভিউ আবেদন দায়ের করবো।

কিন্তু এর আগে জামায়াতে ইসলামীর যে সব নেতারা রিভিউ আবেদন করেছেন, তারা কেউ ন্যায় বিচার পাননি। নিজামী সাহেব যে সিদ্ধান্তই নিবেন, তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।

খন্দকার মাহবুব হোসেন বলেন, একাত্তরে পাকিস্তানকে সমর্থন দেয়া মানেই মানবতাবিরোধী অপরাধ করা নয়। সে সময় যারা মূল অপরাধী ছিলেন তাদের তালিকা করে আমরা বিচারের দাবি জানিয়েছি।

কিন্তু সেই ১৯৫ জন মূল অপরাধীদের ক্ষমা করে দিয়ে এখন অন্যদের বিচার করা হচ্ছে। অথচ ট্রাইব্যুনালের রায়েই বলা হয়েছে, তিনি একজন ইসলামিক স্কলার, ভদ্র ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এর পরেও কি তাকে ফাঁসী দেওয়া যায়..?

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356630
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : তিনি বেঁচে থাকলে ইসলাম আরও সম্প্রসারণ হতে পারে যা চেতনার পরিপন্থি৷ তাই ইসলামী স্কলারদের চেতনার দেশে জীবিত রাখা যাবেনা৷ হে আল্লাহ তুমি এদের হেদায়েত দান কর৷
১১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৬
296054
কুয়েত থেকে লিখেছেন : ইসলাম বিদ্ধেসী চেতনা দারীদের কারনেই আজ দেশ ও জাতির যে ক্ষতি হচ্ছে তা ওরা বুঝতেই পারছে না। দোয়া করুন আল্লাহ যেন ওদের হেদায়েত দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
356638
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৭
296055
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ
356664
১১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৭
হতভাগা লিখেছেন : সে সময়ে পূর্ব-পাকিস্তানের অনেকেই চেয়েছিল পাকিস্তান থাকুক । তবে তারা কোন কাহিনী করতে যান নি । এখন তারা বাংলাদেশকে আপন করে নিয়েছেন ।

আপনাদের উনাদের অপরাধ ছিল - উনারা পূর্ব-পাকিস্তানের মানুষ হয়েও পাকিস্তানী হানাদারদের এদেশের নিরীহ মানুষদের মারতে সাহায্য করেছিলেন ।
১১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৩
296056
কুয়েত থেকে লিখেছেন : ভাই আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এমন একটি মন্তব্য করলেন এর কি জবাব দিব! আপনি বলেন একটা বাহিনী গঠন করতে হলে কি যোগ্যতার প্রয়োজন হয়..? কমপক্ষে ব্রিগেডিয়ার জেনারেল হলেই সে ঐদেশের সরকারের পক্ষে কোন সস্ত্র বাহিনী তিনি গঠন করতে পারেন। পাকি সরকারের কাজে জামায়াতের কোন মূল্যই ছিলনা এবং জামায়াতের কোন লোক বড় সামরিক অফিসার ছিলনা। এবং নির্বাচনের পরে প্রথম জামায়াতে ইসলামী শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্থান্তর করার জন্য পাকি সরকারকে জোর দাবী জানিয়ে ছিল। কিন্তু জালিম হারাম জাদারা তা না করে আমাদের যে ক্ষতি করেছে তার প্রতিফল তারা কেয়ামত র্পয্যন্ত ভোগ করবে। এখনো করছে। আপনাকে ধন্যবাদ
১২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:০৩
296111
হতভাগা লিখেছেন : যেহেতু পশ্চিমারা বাংলাদেশের অলি গলি চিনতো না, তাদের এটা চিনানোর জন্য কি ব্রিগেডিয়ার জেনারেলই লাগবে ?

আর পশ্চিম পাকিস্তানীদের জুতা সাফ করার মানসিকতা সম্পন্ন লোক সে সময়ে পূর্ব পাকিস্তানে কম বেশী ছিলই ।

নিজামীরা কেন অস্ত্র হাতে পাকিস্তানী হানাদারদের উপর ঝাঁপিয়ে পড়ে নি ?
২৩ জানুয়ারি ২০১৬ রাত ১১:০৩
296639
কুয়েত থেকে লিখেছেন : পশ্চিম পাকিস্তানীদের জুতা সাফ করার মানসিকতা যাদের ছিল তারা তা করেছে যেমর বুদ্ধিজীবিরা মুন্তাশির মামুনরা সাজেদা চৌধূরীরাসহ অসংখ্যা চেতনাজীবিরা তাইতো করেছে!ঈমানদারদের কাজ ছিল দেশ রক্ষার জন্য দোয়া করা ধণ্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File