বিশ্বের ১৫৮টি দেশের মধ্যে সুখী দেশের তালিকায় আমাদের প্রিয় বাংলাদেশর স্থান ১০৯ তে...!
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১১ মে, ২০১৫, ১১:৩৪:২২ রাত
বিশ্বের ১৫৮টি দেশের মধ্যে সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে সুইজারল্যান্ড এর পর সুখী দেশের তালিকায় যথাক্রমে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এবং কানাডা।
সুখী দেশ হিসেবে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের অবস্থান ৮১, বাংলাদেশের অবস্থান ১০৯, ভারতের অবস্থান ১১৭, এবং বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হলো ৫টি যথাক্রমে টোগো, বুরুন্ডি, সিরিয়া, বেনিন ও রুয়ান্ডা। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া এখন সবচেয়ে অসুখী দেশের মধ্যে একটি।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) পরিচালিত জরিপের পলাফলের উপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সংস্থাটি ২০১২ সালে প্রথম এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ শুরু করে।
জরিপকালে সংশ্লিষ্ট দেশটির সামষ্টিক দেশজ উৎপাদন বা মাথাপিছু গড় আয়, স্বাস্থ্যসম্মত গড় আয়ু, দুর্নীতির মাত্রা এবং সামাজিক স্বাধীনতাবিষয়ক সূচকগুলো বিবেচনায় নেয়া হয়। এতে সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারের আর্থ-সামাজিক নীতিরও প্রতিফলন পাওয়া যায়।
বিশ্বের সবচেয়ে ১০টি সুখী দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, এবং অস্ট্রেলিয়াসহ ৭টি ছোট বা মধ্যম আকারের পশ্চিম ইউরোপীয় দেশ।
যুক্তরাষ্ট্রের স্থান ১৫ তে, ইসরাইল এবং মেক্রিকোর নিচে যুক্তরাষ্ট্রের অবস্থান। তালিকায় ব্রিটেনের অবস্থান এবার ২১ তম। সুখী দেশের দৌড়ে বেলজিয়াম এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ব্রিটেনকে পেছনে ফেলেছে।
আর সব চেয়ে অসুখী ১০টি দেশের তালিকায় আফ্রিকার সাব-সাহারা অন্চলের শাদ, গিনি, আইভরি কোস্ট, বরিকিনা ফাসো এবং টোগোর সংগে এশিয়ার আফগানিস্তানও রয়েচে।
ইরাকের যুদ্ধ-বিগ্রহ অব্যাহত থাকলেও এবার দেশটি দক্ষিন আফ্রিকা, ভারত, কেনিয়া এবং বুলগেরিয়াকে পেছনে ফেলে তালিকায় ১১২ তম স্থান করে নিয়েছে। সিংগাপুরের অবস্থান ২৪ তম, সৌদি আরবের অবস্থান ৩৫তম, জাপান ৪৬তম, এবং চীন ৪৮ তম।
ভালোভাবে জীবসধারণ ও সুখের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১২ সালে আন্তর্জাতিক সুখী দিবসের ঘোষণা দেয়। জরিপে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিশ্বে নারীরা পুরুষদের
তুলনায় কিছুটা বেশি সুখী। আর তরুণরা বয়স্কদের তুলনায় বেশি সুখী।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন