একজন মানুষ গড়ার কারিগর

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১১ মে, ২০১৫, ১১:১৪:০৬ রাত

আজ অনেক দিন পর সেই পুরন মুখটা দেখে একটু খুশি হলাম। দেখলাম উনি টাকা গুনছেন। একটু অপেক্ষা করলাম। সামনে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাস করলাম স্যার কেমন আছেন? বললেন, “আমি ভালো, তুমি কেমন আছ?” আমি বলিলাম আলহামদুলিল্লাহ ভালো। এরপর পারিবারিক অবস্থার খবর নিলেন। চলে যাবার সময় বললাম স্যার নাস্তা করেন। অনেক কষ্টে রাজি করিয়ে নাস্তা করাতে নিয়ে গেলাম। খেতে খেতে খবর নিলেন আমাদের ব্যাচের কে কি করছে। যার যার সম্পর্কে জানি ওনাকে জানালাম। অনেক আপসোস করে বললেন তোমার বাবা মারা গেছেন শুনে খুব কষ্ট পেলাম। যাবার ইচ্ছে ছিল। কিন্তু সমস্যার কারনে আর ওদিকে যেতে পারিনি।

তারপর স্যারের সম্পর্কে জানতে চাইলাম। উনি বললেন, পেনসনের টাকা দিয়ে কোন রকমে দিন চলছে। ওনার তিন মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটাকে পর পর দু’বার বিয়ে করিয়েছে। কিন্তু সাংসারিক করতে পারেনি। সে তাবলীগে চলে যায়। পরিবারের কোন খবর রাখে না। প্রায় উন্মাদ হয়ে চলাফেরা করে। তাই এই বৃদ্ধ বয়সে স্যারকে অনেক কষ্ট করে দিন যাপন করতে হয়। স্যারের জন্য আসলেই মনটা খুব খারাপ হয়ে গেল। ওনাদের ঋণ শোধ করার মত না। জীবনের প্রাথমিক শিক্ষা ওনার কাছ থেকে পাওয়া। বিদায় দিতে গিয়ে স্যারের কাছ থেকে ক্ষমা ও দোয়া চেয়ে নিলাম। জীবনে আর কখনো স্যারের সাথে দেখা হবে কিনা জানিনা। স্যারের নাম দেলাওয়ার হোসাইন।

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319482
১২ মে ২০১৫ রাত ১২:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শিরোনাম আর লেখার মিল খোঁজে পেলাম না।
১৩ মে ২০১৫ রাত ১১:৪৪
260953
আবদুল্লা আল মামুন লিখেছেন : আমিতো নতুন। আপনাদের সহযোগিতা ফেলে আরো ভালো লেখব। ইনশা আল্লাহ
১৪ মে ২০১৫ রাত ১২:১৮
260967
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাআল্লাহ
319483
১২ মে ২০১৫ রাত ১২:৪৫
আহসান সাদী লিখেছেন : উনার জন্যে দোয়া থাকলো।
319486
১২ মে ২০১৫ রাত ০১:২৯
লোকমান লিখেছেন : অনেক শুভ কামনা রইলো আপনার স্যারের জন্য
319781
১৩ মে ২০১৫ দুপুর ০২:৫৯
আফরা লিখেছেন : আল্লাহ উনাকে ভাল রাখুন । আমীন ।
১৩ মে ২০১৫ রাত ১১:৪৩
260952
আবদুল্লা আল মামুন লিখেছেন : ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File