একজন মানুষ গড়ার কারিগর
লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১১ মে, ২০১৫, ১১:১৪:০৬ রাত
আজ অনেক দিন পর সেই পুরন মুখটা দেখে একটু খুশি হলাম। দেখলাম উনি টাকা গুনছেন। একটু অপেক্ষা করলাম। সামনে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাস করলাম স্যার কেমন আছেন? বললেন, “আমি ভালো, তুমি কেমন আছ?” আমি বলিলাম আলহামদুলিল্লাহ ভালো। এরপর পারিবারিক অবস্থার খবর নিলেন। চলে যাবার সময় বললাম স্যার নাস্তা করেন। অনেক কষ্টে রাজি করিয়ে নাস্তা করাতে নিয়ে গেলাম। খেতে খেতে খবর নিলেন আমাদের ব্যাচের কে কি করছে। যার যার সম্পর্কে জানি ওনাকে জানালাম। অনেক আপসোস করে বললেন তোমার বাবা মারা গেছেন শুনে খুব কষ্ট পেলাম। যাবার ইচ্ছে ছিল। কিন্তু সমস্যার কারনে আর ওদিকে যেতে পারিনি।
তারপর স্যারের সম্পর্কে জানতে চাইলাম। উনি বললেন, পেনসনের টাকা দিয়ে কোন রকমে দিন চলছে। ওনার তিন মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটাকে পর পর দু’বার বিয়ে করিয়েছে। কিন্তু সাংসারিক করতে পারেনি। সে তাবলীগে চলে যায়। পরিবারের কোন খবর রাখে না। প্রায় উন্মাদ হয়ে চলাফেরা করে। তাই এই বৃদ্ধ বয়সে স্যারকে অনেক কষ্ট করে দিন যাপন করতে হয়। স্যারের জন্য আসলেই মনটা খুব খারাপ হয়ে গেল। ওনাদের ঋণ শোধ করার মত না। জীবনের প্রাথমিক শিক্ষা ওনার কাছ থেকে পাওয়া। বিদায় দিতে গিয়ে স্যারের কাছ থেকে ক্ষমা ও দোয়া চেয়ে নিলাম। জীবনে আর কখনো স্যারের সাথে দেখা হবে কিনা জানিনা। স্যারের নাম দেলাওয়ার হোসাইন।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন