মুফাচ্ছিরে কুরআন হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে সরকার করুণা করে মালির কাজই দিয়েছেন। হে সৃষ্টি জগতের মালিক...!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩০ নভেম্বর, ২০১৪, ০১:৩৪:৫২ দুপুর

যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারের মালির কাজ দেয়া হয়েছে। তবে তিনি অসুস্থ থাকায় শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন বাংলামেইলকে জানান, বয়সের কারণে পিঠে ব্যাথা ও হার্টের রোগ থাকায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাটতে হয়। তাই তাকে বাগানে মালির কাজ দেয়া হয়েছে।

তবে তিনি সেটাও ঠিকমতো পালন করতে পারছেন না। এজন্য তাকে চাপ দেয়া হচ্ছে না। এসব ক্ষেত্রে যারা যে ক’দিন দায়িত্ব পালন করবেন না তারা ওই ক’দিন রেয়াদও পান না বলেও জানান জেলার আমজাদ হোসেন।

গত ১৭ সেপ্টস্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগের ভিত্তিতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ৭ নম্বর অভিযোগের ভিত্তিতে ১০ বছর এবং ৮ নম্বর অভিযোগের ভিত্তিতে ১২ বছর কারাদণ্ড দেয়া হয়।

তবে অধিকাংশ বিচারকদের মতামতের ভিত্তিতে ৬, ১১ এবং ১৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

হে সৃষ্টি জগতের মালিক, হে বিশাল আকাশের মালিক আমাদেরতো কোন শক্তি নেই এই প্রবাশে থেকে কোন প্রতিবাদও করতে পারছিনা। তুমি আমাদের জীবনের বিনিময়ে তোমার কুরআনের খাদেমকে রক্ষা করুন মাবুদ।

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289916
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
আফরা লিখেছেন : আমি তো বুঝতে পারলাম না হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে তো আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে তাকে সশ্রম কারাদণ্ড দেয়া হয় নাই তাহলে সে আবার কাজ করবে কেন ?একটু বুঝিয়ে বলবেন কি ?
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
235273
কুয়েত থেকে লিখেছেন : যালিম আর জুলুমকারিদের নিতিনৈতিকতা বোধ তাকতে নেই। বুঝিয়ে বলতে হলে হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে তো এক মিনিটও কারাঘরে রাকতে পারেনা।আপনাকে ধন্যবাদ
289935
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
বড়মামা লিখেছেন : মহান আল্লাহ তাঁর খাদেমকে হেফাজত করুন ।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
235275
কুয়েত থেকে লিখেছেন : আমিন সুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
289958
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তিনি মানুষের জন্য মালি। তাকে দিয়ে জেলের মালির কাজ করানর চেষ্টাকারি রাই অমানুষ।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
235276
কুয়েত থেকে লিখেছেন : মানুষ সৃষ্টির সেরা জিব হলেও বাংলাদেশের আওয়াশীলীগরাতো সে পর্যায়ে পড়েনা। তাই অমানুষরাইতো এ কাজ গুলো করছে। আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File