"সম্মুখে চলো"

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৮ জুন, ২০১৩, ০৯:০৪:৩০ রাত

চলো বন্ধুগণ সম্মুখে চলো

মুখে আল্লাহু আকবার বলো,

বাতিলের মসনদে ধরেছে কম্পন

সম্মুখে তোমাদের বিজয়ের নিশান।

তাগুতের মসনদ, ভেঙ্গে কর খান-খান

ছিনিয়ে আনতে বিজয়ের নিশান,

গড়তে হবে শান্তি নিরাপত্তার ভূবন

যেখানে থাকবেনা যালিমের শাসন।

চলো বন্ধুরা সম্মুখে চলো

আঁধার কালো ভেদ করে চলো,

রাত পোহালেই আসবে আলো

শপথের সৈনিকেরা এগিয়ে চলো।

আঁধার কালো রাত্রি শেষে

শত শহীদের রক্ত মেখে

লাল টুক-টুকে সূর্য উদিত হবে

পূর্ব গগনে বিজয়ের হাসি হেসে।

বিশ্ববাসী দেখবে তখন তাকিয়ে

শান্তি নিরাপত্তা এসেছে ফিরে,

মজলুমেরা আনন্দে উল্লাসিত হবে

সকলে মিলে বিজয়ের গান গাইবে।

দুঃখ বেদনা যাবে তখন ভুলে

সমাজ রাষ্ট্র চলবে কুরআনের বিধানে,

আল্লাহর রহমত বর্ষিত হবে জমিনে

দূর হবে অন্যায় অবিচার চিরতরে।।

বিষয়: বিবিধ

১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File