Rose Rose মিলন মেলা পোষ্ট {০৯} Rose বিষয় পরীক্ষা ঈমানের অনিবার্য দাবীRose Rose

লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ১৫ জুন, ২০১৩, ০৭:০১:৩৬ সন্ধ্যা

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

শুকরিয়া সেই মহান রবের যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জীবের মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। আর সেই মর্যাদাকে ধরে রাখার জন্য দিয়ে দিয়েছেন জ্ঞানের নির্ভুল উৎস মহান গ্রন্থ আল কোরআন। দরুদ ও সালাম সেই রাসূলের প্রতি যিনি যুগ যুগ ধরে মানব জাতির জন্য উসওয়াতুন হাসানা বা অনুকরণীয় সর্বোত্তম আদর্শ । আর যার দেখিয়ে যাওয়া পথ আমাদের জন্য সব সময় সিরাজুম মুনিরা বা উজ্জল বাতি হয়ে আছে ও থাকবে।

সবাইকে একরাশ শুভ কামনা জানিয়ে শুরু করছি টুডে ব্লগের ব্লগারদের বহুল আলোচিত ও প্রত্যাশিত আসর''মিলন মেলা''।

মিলন মেলার আজকের বিষয়:- পরীক্ষা ঈমানের অনিবার্য দাবী।

'পরীক্ষা' শব্দটি শুনলেই বুকের ভেতরটা সবারই কমবেশী ঘড়ির পেন্ডুলামের মত দুলতে থাকে। একটি অজানা ভয়, শংকা। জয় পরাজয়ের এক বিপরিতমুখী হাতছানি। আসলে মানুষের জীবন জুড়েই থাকে পরীক্ষা। এতে কেউ হারে। কেউ জেতে। আর এই জয় পরাজয় নির্ভর করে পরীক্ষার্থীর মানের উপর।

মুমিনের জীবনের বাঁকে বাঁকেও থাকে তেমনি পরীক্ষা। না, এটি আল্লাহর গযব বা তার নির্দয়তা নয়। কিংবা যিনি বেশী পরীক্ষা দিলেন না। তার জন্য বিশেষ কোন কর্মের বুযুর্গির ফল নয়। বরং আল্লাহ যাকে ভালবাসেন তাকেই বেশী পরীক্ষা করেন। এর মাধ্যমে তিনি বান্দাহকে পরিশুদ্ধির সুযোগ দিতে চান। আর যার পরীক্ষা যত কঠিন তার প্রতিদান ও হবে ততবেশী। আর তিনি আল্লাহর কাছে ততবেশী প্রিয়ও কাঙ্খিত।

আবার অনেকে জীবন চলার পথে নানারকম পরীক্ষার মুখে হিমসিম খেয়ে 'মুসকিল আসান বাবার দরগা'য় ধর্ণা দিতে ছুটেন। 'চাকরি চাই' 'পরীক্ষায় পাস করতে চাই' ইত্যাদি নানা সমস্যার কথা মাযারে শায়িত মৃত ব্যক্তিকে জানাতে জানাতে সেখানে সংরক্ষিত গাছের গায়ে লাল নীল সুতার স্তুপ করে ফেলেন। কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা নিচ্ছেন যিনি তার কাছেই পাস করার জন্য সাহায্য চাইতে হবে। কোন পীর বা বুযুর্গের কাছে নয়।

আমরা আল কোরআন ও হাদীসে উল্লেখিত দৃষ্টি ভঙ্গিকে সামনে রেখে নিচের পয়েন্ট গুলোর আলোকে আজ সবাই আলোচনায় অংশ নেব।

(১) ঈমানের পরীক্ষা চিরন্তন( আল আনকাবুত- ২)

(২)পরীক্ষা আল্লাহর পক্ষ হতেই আসে( আল হাদীদ-২২/ আত তাগাবুন -১১)

(৩) পরীক্ষার ধরণ কেমন হবে( আল বাকারা-১৫৫)

(৪) কেন এই পরীক্ষা( আন কাবুত-৩/ সূরা মুহাম্মদ-৩১/সূরা তওবা-১৬,৩৮/ সূরা মুলক-২/ সূরা আল ইমরান-১৪২/ আল বাকারা-২০৭/ আহযাব- ২৩/ আল আনআম-১৬২)

(৫) নবী রাসূলদের মত উন্নত চরিত্রের ব্যক্তিদের জন্য ও ছিল এই পরীক্ষা( সূরা আল বাকারা-২১৪/সূরা আল ইমরান-১৪৬/ )

(৬) পরীক্ষার মুখে পিছুটান না দেয়া-(আল মায়েদা -৫৪/ আনকাবুত-১০)

সম্মানিত ব্লগারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ও সুচিন্তিত মূল্যবান মন্তব্যের মধ্য দিয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর ফলপ্রসু আলোচনায় অংশগ্রহন করতে পারবো ইনশাআল্লাহ এটাই আমার দৃঢ় বিশ্বাস। আসুন তাহলে শুরু হোক আজকের আজকের মিলন মেলা।

বিষয়: বিবিধ

২৬৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File