সিয়াম পালনে 'ইহতেসাব' জরুরী
লিখেছেন লিখেছেন ঈগল ২৭ জুন, ২০১৪, ১০:১২:৫৭ রাত
আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যে ব্যক্তি 'ঈমান' ও 'ইহতেসাব' এর সহিত সিয়াম পালন করবে, তার পূর্বের এবং পরের সমস্ত গুহান মাফ করা হবে। (বুখারী)
এই হাদিসে একটি শব্দ এসেছে 'ইহতেসাব।' এর অর্থ ব্যাপক। মুটামুটি যে অর্থ করা যেতে তা হলো- কোন গুনাহ হয়ে যাচ্ছে কি-না এই ব্যাপারে নিজেকে প্রতি মূর্হূতে পর্যবেক্ষণে রাখা। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে সর্বাবস্থায় যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে এবং গুনাহ হয়ে যাচ্ছে কি-না তা নিয়ে চিন্তা ফিকির করবে।
আমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদান মাসে গুনাহ মাফের শর্ত হিসেবে দুটি বিষয়কে শর্ত দিয়েছেন 'ঈমান এবং ইহতেসাব।' আমরা তো ঈমানের সাথে সিয়াম পালন করি কিন্তু 'ইহতেসাব' রাখে কে?
যেনে রাখুন,
রামাদান মাসে যেসব কাজ আপনি অহরহ করে থাকেন তা আপনাকে পরিত্যাগ করতেই হবে, নচেৎ আপনার সিয়াম ঐ হাদিস অনুযায়ী পরিপূর্ণ হবে না। যে সব বিষয়গুলির প্রতি আমরা সাধারণত নজর দিই না সেগুলির ব্যাপারে অবশ্যই আপনাকে সর্তক থাকতে হবে।
যেমন
অনৈসলামি নাটক, সিনেমা দেখা
অহরহ বিনা প্রয়োজনে পর নারীর দিকে দৃষ্টি দেওয়া,
গীবত করা,
অহংকার করা,
অপবাদ দেওয়া,
দ্বীন ইসলামের স্বার্থ ছাড়া অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখা,
দাড়ি কর্তন করা,
পিতা মাতার অবাধ্য হওয়া,
টাখনুর নিচে কাপড় পরিধান করা,
অনৈসলামিক গান শুনা,
বাজে গল্প-আড্ডা করে সময় কাটানো ইত্যাদি।
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন