সুন্দর পৃথিবীর জন্য

লিখেছেন লিখেছেন ঈগল ২৫ জুন, ২০১৪, ১২:০১:১১ দুপুর



১। আবু মূসা আশআ'রা (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 'এক মুমিন অপর মুমিনের জন্য দেওয়াল স্বরুপ। এর এক অংশ অপর অংশকে শক্তিমান করে।' (বুখারী মুসলিম- রিয়াদ্বুস সালেহীন- ২২২)

২। হযরত নূমান ইবনে বশীর বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 'পারস্পরিক ভালোবাসা, দয়া-মায়া ও স্নেহ-মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটি দেহের সমতুল্য।' (ঐ-২২৪)

৩। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 'যে দয়া করে না, সে দয়া প্রাপ্ত হয় না।' (আদাবুল মুফরাদ-৯৪)

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238692
২৫ জুন ২০১৪ দুপুর ১২:২০
হতভাগা লিখেছেন : লেখা তো অবশ্যই ভাল । তবে ছবিটা কেন জানি ফেক মনে হচ্ছে ।
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫২
185226
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান। ছবিটা সম্পর্কে জানি না। এই ছবিটা সম্ভবত ফেসবুকে পেয়েছিলাম।
238709
২৫ জুন ২০১৪ দুপুর ০১:২৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫২
185228
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।
238718
২৫ জুন ২০১৪ দুপুর ০২:০২
ইসলামিক বই লিখেছেন : আল্লাহ্ আমাদের কে এভাবেরই থাকার তাওফিক দনি আমীণ।
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৩
185229
ঈগল লিখেছেন : আমিন।
238728
২৫ জুন ২০১৪ দুপুর ০২:৩০
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৩
185230
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।
238750
২৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৮
ছিঁচকে চোর লিখেছেন : এরকম হলে তো পৃথিবীটাই জান্নাত হইতো কিন্তু...............
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৪
185232
ঈগল লিখেছেন : সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে ভালগুনগুলি অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে ফ্যামিলি অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
238776
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৪
ভিশু লিখেছেন : চমৎকার পোস্ট...Thumbs Up Rose
Praying Praying Praying
Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৪
185234
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।
238790
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : বেশ ভালো লাগ্লো অনেক ধন্যবাদ।
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৬
185236
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান। আশা করছি আপনি রাহবারের ভূমিকাতেই আছেন। আল্লাহ কবুল করুন।
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২১
185266
আওণ রাহ'বার লিখেছেন : দোয়া চাই ভাইয়া যেনো সত্যিই যেনো একজন রাহ'বার হতে পারি।
জাজাকাল্লাহGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File