সুন্দর পৃথিবীর জন্য
লিখেছেন লিখেছেন ঈগল ২৫ জুন, ২০১৪, ১২:০১:১১ দুপুর
১। আবু মূসা আশআ'রা (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 'এক মুমিন অপর মুমিনের জন্য দেওয়াল স্বরুপ। এর এক অংশ অপর অংশকে শক্তিমান করে।' (বুখারী মুসলিম- রিয়াদ্বুস সালেহীন- ২২২)
২। হযরত নূমান ইবনে বশীর বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 'পারস্পরিক ভালোবাসা, দয়া-মায়া ও স্নেহ-মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটি দেহের সমতুল্য।' (ঐ-২২৪)
৩। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 'যে দয়া করে না, সে দয়া প্রাপ্ত হয় না।' (আদাবুল মুফরাদ-৯৪)
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন