জামায়াতের কৌশলে পরাজিত আওয়ামী লীগ

লিখেছেন লিখেছেন ঈগল ২৪ জুন, ২০১৪, ১১:১৭:০৯ রাত

ঢাকা গিয়েছিলাম। ব্যস্ত দিন পার হয়েছে। তিনটা পর্যন্ত জানতে পারি নি নিজামী সাহেবের খবর। ধরেই নিয়েছিলাম ফাঁসি। ঢাকা এক অদ্ভুত শহর! এদেশে এতবড় একটি ঘটনা ঘটতে চলেছে কিন্তু কাররই কোন মাথা ব্যথা নেই!

প্রায় তিনটার সময় মোবাইলের কল্যাণে জানতে পারলাম রায় স্থগিত!!! ভিষণ অবাক হলাম। বাসে বসে চিন্তা করলাম কি কারণে রায় স্থগতি হতে পারে?

তার একটি উত্তর তৈরি করেছি।

ইতিপূর্বে দেখা গেছে, রায়ের দিন জামায়াত হরতাল ডেকেছে। কিন্তু এবার তার ব্যতিক্রম। জামায়াতের শীর্ষ নেতার রায় কিন্তু জামায়াত শিবির নির্বিকার। কিন্তু কেন? সম্ভবত, সুষশমাই এর কারণ। আওয়ামী লীগ চেয়েছিল নিজামির রায়কে কেন্দ্র করে জামায়াত হরতাল ডাকুক, দেশ আবার কয়েক দিনের জন্য সহিংস হয়ে যাক।

মূলত জামায়াত শিবিরের জঙ্গীয় তান্ডব সুষশা ম্যাডামকে দেখাতে চেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগকে বোকা বানিয়ে দিল জাময়াত। আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা দেয় নি দলটি। জামায়াতি কৌশলের কাছে চূড়ান্ত পরাজয় ঘটল আওয়ামী লীগে।

ভয়ে ভীত আওয়ামী লীগ আর রিস্ক নিতে চাই নি। না জানি রায় দিয়ে দিলে জামায়াত হয়ত একেবারেই চুপ হয়ে যেতে পারে। নিতে পারে ভিন্ন কোন পদক্ষেপ। তাই কৌশলে পরাজিত আওয়ামী লীগ রায়কেই স্থগতি করে দিল!

===================================

কেউ কেউ বলছে ভিন্ন কথা- জামায়াতের সাথে নাকি আওয়ামী লীগের আঁতাত হয়েছে। তবে, আমি এখনও তা বিশ্বাস করতে পারছি না।

বিষয়: বিবিধ

১৪৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238527
২৪ জুন ২০১৪ রাত ১১:৩৩
ছিঁচকে চোর লিখেছেন : হাহাহাহা জামাতের আবার কৌশল । Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor কয়দিন পর ডাইনোসর হয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবে জামাতের নাম।
০৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৩
188126
গ্যাঞ্জাম খান লিখেছেন : জ্যেতিষী কখন থেইক্যা হইলেন?
238547
২৫ জুন ২০১৪ রাত ১২:৩৩
মোহাম্মদ রিগান লিখেছেন : মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন
২৫ জুন ২০১৪ সকাল ১১:৩৮
185125
ঈগল লিখেছেন : বোবা না হয়ে মন্তব্য করলে ভালো হতো!
238553
২৫ জুন ২০১৪ রাত ০১:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার মতে নিজামী ফুল আপাতত গ্রহণ করে নাই মোদি সরকার
২৫ জুন ২০১৪ সকাল ১১:৩৭
185124
ঈগল লিখেছেন : আপনার পোস্টটি পড়ার পরই এর পোস্টটি লেখেছি। ভাবলাম, আপনার সাথে দ্বিমত করে কমেন্ট নই একটি পোষ্টই দিয়ে দিই।
238554
২৫ জুন ২০১৪ রাত ০১:৪০
238561
২৫ জুন ২০১৪ রাত ০২:০৪
সন্ধাতারা লিখেছেন : You are right! Bhaiya
238586
২৫ জুন ২০১৪ রাত ০৪:১১
ভিশু লিখেছেন : শেখ হাসিনার আওয়ামী লীগ হলো একটি সন্ত্রাসী, মানবতাবিরোধী, উগ্র, বেপরোয়া, লুটেরা এবং যেকোনো মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার দল! তাদের ষড়যন্ত্র, চক্রান্ত, মতলব বুঝা মুশকিল!
238629
২৫ জুন ২০১৪ সকাল ১০:৪২
আমি মুসাফির লিখেছেন : সমালোচনা করায় দিগম্বর : আওয়ামী লীগ নেতাও ছাড় পেলেন না । তাই সাবধান দিগম্বরের যুগ আবার এসে গেছে।
তবে নিজেদের দিয়ে শুরু করেছে।
যারা মানুসকে সবার সামনে ইজ্জত লুটিয়ে দেয় তারা কি না করতে পারে।
238649
২৫ জুন ২০১৪ সকাল ১১:২৫
ইয়াফি লিখেছেন : দেখুন কেমন পোষমানা ট্রাইব্যুনাল! কি রায় দিতে হবে? কখন দিতে হবে? গৃহকর্ত্রীর দিকে হা করে তাকিয়ে থাকে!
240195
৩০ জুন ২০১৪ সকাল ০৯:০৩
egypt12 লিখেছেন : ভালো কৌশল বটে Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File