আহ কি মজা

লিখেছেন লিখেছেন ঈগল ২২ জুন, ২০১৪, ০৩:৩৮:৫৩ দুপুর



আহ কি মজা

সবাই খাচ্ছে গাঁজা

দেশটা হয়েছে ডিজিটাল

হয়ে সব বদ্ধ মাতাল।

================

এখানে লাশ ওখান বাঁশ

বিরোধী দল হচ্ছে বিনাশ

তাই না দেখে মানস কন্যা

দিচ্ছে শুনিয়ে উন্নয়নের বন্যা

====================

=================

বেনজির সাহেবের আস্তানায়

ফোনে ফোনে বাজনায়

কবে মরবে ঐ শালা

বলরে বেনজির গোপালা

==================

শুনলে বেনজির নামটা

ভয়ে কাঁপে আত্মাটা

তাইতো হয়েছি পাগলা

লোকে বলে ভীতু শালা।

==================

দেশটা তুমি ছাড়ো মাগো

দয়া করে হয়ো না 'গো'

নইলে জনতা ছাড়বে না

বেনজির তখন থাকবে না।

নিজের জান নিয়ে তখন

বেনজির সাহেব ব্যস্ত ক্ষন।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237569
২২ জুন ২০১৪ বিকাল ০৪:৪২
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File