এরা মুসলিম কিন্তু নির্লজ্জ
লিখেছেন লিখেছেন ঈগল ১২ এপ্রিল, ২০১৪, ১১:৪৬:৫৪ রাত
জামাঅাতে ইসলামী ড্যান মজিনার সাথে সংলাপের জন্য লালায়িত! জামাআতের পাতি নেতারা আমেরিকা, বৃটেনে গিয়ে অনেক কিছু বলছে করছে!
কিন্তু
অবাক ব্যাপার
নিযার্তীত মুসলিমদের জন্য ওদের কোন মাথা ব্যথা নাই। হ্যাঁ, মাঝে মাঝে মিছিল করে। কিন্তু যখন কোন শক্তিধর অমুসলিম রাষ্ট্রের কূটনৈতিকদের সাথে সাক্ষাত করে তখন তারা নির্যাতীত মুসিলমদের পক্ষে অমুসলিম অ্যামবাসেডারদের সতর্ক করে না, জোরালো প্রতিবাদ করে না।
জামাআত কুখ্যাত এক নারীর অধীনে ৫ বছর ক্ষমতায় ছিল কিন্তু মুসলিম উম্মাহর জন্য তাদের কোন ততপরতা জাতি লক্ষ্য করে নি। ফিলিস্তিন, আফগান, কাশ্মির মুসলিমদের পক্ষে তারা কোন দূতাবাসে গিয়ে আলোচনা করে নি। তাদের আলোচনা হয় শুধুই ক্ষমতার জন্য।
এই জামাআত হচ্ছে সেই দল
যারা,
মিছিলে মিছিলে ড. আফিয়া, উম্মে ত্বহার জন্য গলা ফাটায় কিন্তু কূটনীতিদের সামনে তারা ভেজা বেড়াল!!!!!!!
============================
জবাব,
আগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যায়, তারপর 'সেকুলার' (জামাআত বর্তমানে সেকুলার বিরোধী, কিন্তু অচিরেই তারা শব্দটিকে ইসলামাইজেশন করবে) প্রতিষ্ঠা করি তখন না হয় মুসলিম উম্মাহর পক্ষে কথা বলবো!
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
দেশ, জাতি ও উম্মাহর জন্য..
যদি ভাল কিছু করেন মন থেকে বলছি আমি আপনার দলে। কিন্তু, আপনি যে জামাত থেকেও অধম, আপনার কথা মানি কেমনে?
সব ইসলাম পন্থিরাই আপনার মাথা ব্যাথার কারণ?
ভারতীয় পেয়াজ খেয়ে এই অবস্থা দাদা?
মন্তব্য করতে লগইন করুন