এরা মুসলিম কিন্তু নির্লজ্জ

লিখেছেন লিখেছেন ঈগল ১২ এপ্রিল, ২০১৪, ১১:৪৬:৫৪ রাত

জামাঅাতে ইসলামী ড্যান মজিনার সাথে সংলাপের জন্য লালায়িত! জামাআতের পাতি নেতারা আমেরিকা, বৃটেনে গিয়ে অনেক কিছু বলছে করছে!

কিন্তু

অবাক ব্যাপার

নিযার্তীত মুসলিমদের জন্য ওদের কোন মাথা ব্যথা নাই। হ্যাঁ, মাঝে মাঝে মিছিল করে। কিন্তু যখন কোন শক্তিধর অমুসলিম রাষ্ট্রের কূটনৈতিকদের সাথে সাক্ষাত করে তখন তারা নির্যাতীত মুসিলমদের পক্ষে অমুসলিম অ্যামবাসেডারদের সতর্ক করে না, জোরালো প্রতিবাদ করে না।

জামাআত কুখ্যাত এক নারীর অধীনে ৫ বছর ক্ষমতায় ছিল কিন্তু মুসলিম উম্মাহর জন্য তাদের কোন ততপরতা জাতি লক্ষ্য করে নি। ফিলিস্তিন, আফগান, কাশ্মির মুসলিমদের পক্ষে তারা কোন দূতাবাসে গিয়ে আলোচনা করে নি। তাদের আলোচনা হয় শুধুই ক্ষমতার জন্য।

এই জামাআত হচ্ছে সেই দল

যারা,

মিছিলে মিছিলে ড. আফিয়া, উম্মে ত্বহার জন্য গলা ফাটায় কিন্তু কূটনীতিদের সামনে তারা ভেজা বেড়াল!!!!!!!

============================

জবাব,

আগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যায়, তারপর 'সেকুলার' (জামাআত বর্তমানে সেকুলার বিরোধী, কিন্তু অচিরেই তারা শব্দটিকে ইসলামাইজেশন করবে) প্রতিষ্ঠা করি তখন না হয় মুসলিম উম্মাহর পক্ষে কথা বলবো!

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206747
১৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২০
এলিট লিখেছেন : এই জবাব যিনি দিয়েছিলেন তিনি জামাতের কোন পদে আছেন?
206754
১৩ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
বুঝিনা লিখেছেন : খুব ভাল লেখা... Winking Winking Winking
দেশ, জাতি ও উম্মাহর জন্য..
206778
১৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৬
গোলাম মাওলা লিখেছেন : যাক বুজেছেন ্‌্‌্‌্‌এদের খালি খমতার লোভ , ইলামএকটা লেবাস মাত্র
206961
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৫
রক্তলাল লিখেছেন : জামাত বাজে দল, আপনি কোন কাজের কাজী?

যদি ভাল কিছু করেন মন থেকে বলছি আমি আপনার দলে। কিন্তু, আপনি যে জামাত থেকেও অধম, আপনার কথা মানি কেমনে?
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
155558
ঈগল লিখেছেন : দাদা, আপনার উপর কি ওহী নাযিল হয়? আমি যে কিছুই করি না এটা জানলেন কেমনে? হয় আপনার উপর ওহী নায়িল (আল্লাহ আমাদেরকে রক্ষা করুন) হয় আর না হয় অনুমান করেছেন! কোনটা?
206964
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৮
রক্তলাল লিখেছেন : আপনার সব লেখাই দেখি ইসলাম পন্থিদের ব্যার্থতার ফিরিস্তি - মানে কি? আপনি আওয়ামী, ভারত এদের সমালোচনার কিছু খুজে পান না?
সব ইসলাম পন্থিরাই আপনার মাথা ব্যাথার কারণ?

ভারতীয় পেয়াজ খেয়ে এই অবস্থা দাদা?
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৫
155561
ঈগল লিখেছেন : আমি মূলত সমালোচনা করি 'গণতান্ত্রিক' ইসলামী দলগুলির। অতএব দয়া করে মিথ্যা অপবাদ দিয়েন না। দাবিদার সব ইসলামপন্থীরাই ইসলামপন্থী নয়, খারেজি, রাফেজী, শিয়া এরাও মুসলিম দাবি করে!!!! আশা করছি ব্যাপারটি ভেবে দেখবেন।
207293
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
রক্তলাল লিখেছেন : বিভেদ, ফাসেকি আপনার কাজ। ইসলাম নয়।
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৫২
155924
ঈগল লিখেছেন : সত্যিই যদি আমি 'ফাসেক' হয়ে থাকি তাহলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে সত্যিকার মুসলিম হিসেবে কবুল করেন। আর আপনার ধারণা যদি মিথ্যা হয় তাহলে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি যেন আপনাকে ক্ষমা করেন।
207356
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৫২
ঈগল লিখেছেন : সত্যিই যদি আমি 'ফাসেক' হয়ে থাকি তাহলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে সত্যিকার মুসলিম হিসেবে কবুল করেন। আর আপনার ধারণা যদি মিথ্যা হয় তাহলে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি যেন আপনাকে ক্ষমা করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File