সিরিয়ার মুজাহিদদের উপর সরকারীভাবে তুর্কীর ইরদগান সরকারের আক্রমন করার সিন্ধান্ত ফাঁস
লিখেছেন লিখেছেন ঈগল ৩০ মার্চ, ২০১৪, ১১:৪৪:২৯ সকাল
সিরিয়ায় সামরিক আগ্রাসনের তথ্য ফাঁস: তুরস্কে ইউটিউব বন্ধ
কথিত ইসলামের পক্ষের শক্তি এরদোগান কর্তৃক ইউটিউবের নিষিদ্ধ ভিডিওটি দেখেছেন কি? দেখলে জানতে পারবেন...
ক. কিভাবে ইরাক ও সিরিয়ায় আগ্রাসন চালানো হবে? ট্যাংক না বিমান দিয়ে?
খ. কথিত আন্ত্ররজাতিক সম্প্রদায়কে কিভাবে বুঝ দেয়া হবে? বলা হবে এটা আল কায়েদার বিপক্ষে তুরস্কের স্বাধীনতা রক্ষার্থে।
গ. যুদ্ধ শুরুর অজুহাত কি হবে? সুলাইমান শাহ কবরে মিসাইল আক্রমনের মাধ্যমে যুদ্ধের সূচনা করা যেতে পারে...
ঘ. রাষ্ট্রদূতদের কিভাবে অন্য ভাবে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে আনা যায়? সেতার পরিকল্পনা
ঙ. যুদ্ধের রসদ পত্র গোলাবারুদ কিভাবে পাঠান হবে?
১. সিরিয়ায় সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠকের একটি অডিও বার্তা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ফাঁস করাকে ‘দুর্বৃত্তপনা’ হিসেবে অভিহিত করেছেন তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান।
২. সিরিয়ায় সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগলু, গোয়েন্দা প্রধান হাকান ফিদান এবং সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের অডিও টেপ ইউটিউবে প্রকাশ করে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউব বন্ধ করে দেয়া হয়।
৩. তুরস্কের টেলিকমস অথরিটি সংক্ষেপে টিআইবি জানিয়েছে, তারা সাইটটির বিরুদ্ধে এরইমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। কয়েকদিন আগে দুর্নীতির খবর প্রকাশের কারণে টু্ইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক।
৪. তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানায়, সরকারের দৃষ্টিতে বেআইনি বিবেচিত কিছু কিছু লিংক সরাতে অস্বীকার করার পরিপ্রেক্ষিতে কারিগরিভাবে টুইটারে প্রবেশ ব্লক করে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে তুর্কি প্রধানমন্ত্রী এরদোগান অভিযোগও করে আসছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধ করা হতে পারে।
Part 1: http://justpaste.it/ewb9
Part 2: http://justpaste.it/ewbc
=======্
সংগৃহিত। সত্য মিথ্যা মহান আল্লাহই জানেন। কিন্তু তিনি একজন ধর্মনিরপেক্ষবাদী মুসলিম।
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
================
তিনি মডারেট মুসলিমদের পছন্দ করেন।
তবে রসুল (সা) গোটা সামের উপর দুআ করেছেন সে সম্মন্ধ্যে অনেক সহীহ হাদীস আছে। বুখারী মুসলিমেও আছে।
আপনি ড ইয়াসির কাদির এই লেকচারটি শুনতে পারেন সাম দেশের উপর রসুল (সা) এর দুআর ব্যাপারে।
https://www.youtube.com/watch?v=gvJvx3uENAI
https://www.youtube.com/watch?v=SuLaoENvpSc
আমি ব্যাক্তিগতভাবে সিরিয়ার ভিতরে যুদ্ধরত উভয়পক্ষের ভাইবোনদের সাথে সাথে - সিরিয়ার বাহিরে সমর্থনকারী ভাইবোনদের সাথে নীতিগতভাবে সাপোর্টিভ হতে পারছিনা।
গত কয়েকদিন আগে আমাকে হাউমাউ করে কাঁদতে হয়েছে রিফিউজী এক মহিলা রেশন প্রদানকারীর আচরনের প্রতিবাদে আত্মহত্যা করতে গিয়ে সারা শরীর পুড়িয়ে ফেলা এক বুড়ি মহিলার কথা শুনে।
জাযাকাল্লাহ খায়ের
জাযাকাল্লাহ খায়ের
জাযাকাল্লাহ খায়ের
প্রমানিত কিছু না হলে প্রচার প্রচারনা আলটিমেটলী আমাদের উন্মাহর উপকার অপেক্ষা ক্ষতি বেশী করবে বলে আমার মনে হয়।
এ খবরটি যখন আমি প্রথম পড়ি - তখন যে বিষয়টি আমার প্রথম মনে এসেছিল - প্রথম বিশ্বযুদ্ধে - মুসলিম খলিফা মুসলিম ইতিহাসের শেষ জেহাদে আকবরের ডাক দিয়েছিলেন - এই জন্য নয় যে তিনি তা যথার্থ মনে করেছিলেন। বরং তিনি প্রথম থেকেই এ যুদ্ধে না জড়াবার পক্ষে ছিলেন। ওনার মন্ত্রী শ্রেনীর এক দুজন ও প্রধান সেনাপতির প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছিলেন - যার পরিনতিতে মুসলিম বিশ্ব শুধু খেলাফত ই হারায় নি - সেসাথে আমরা আমাদের মোরাল ও হারিয়েছি।
আজ একই ভাবে মন্ত্রী ও সেনাপতি সরকার প্রধানকে বাধ্য করছে - না সরকার প্রধান নিজেই জড়িত - তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে বলে আমার মনে হয়।
আপনার সচেতন বোধ ও কাজকে আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে তিনি যথাযথভাবে গাইড করুন, কারন তিনি ছাড়া আমাদের আর কোন গতি নেই। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন