ইসলামের পতাকাবাহীদের আজ বড় প্রয়োজন
লিখেছেন লিখেছেন ঈগল ০৫ জানুয়ারি, ২০১৩, ১১:৩১:৫৭ সকাল
বুকের ভিতর হাহাকার চলছে নিরন্তর
মাজলুমের কান্নায় কাঁদছে বিশ্ব চরাচর
দিকে দিকে আজ ছেয়েছে জালিমবাজ
শব্দহীন কান্নায় চোখের অশ্রুতে
মৃত্যুর নিস্তবদ্ধতা চারিদিকে
মুষ্ঠিমেয় কিছু ভাই নির্জন গহীন প্রান্তরে।
অশ্রু নয় রক্তের আজ বড় প্রয়োজন
সৃষ্টিতে নিরাপদ ভূবন
রাসূলের আদর্শ ধারণ করে
মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে
ভয়হীন চিত্তে বিরতহীন চলেছি ছুটে
ইসলামের পতাকাবাহী হয়ে।
চোখের অশ্রু মুছে ফেলে আজ
বিজয় আনতে ধরেছি স্ব-পথ।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন