আমার যেথা শেষ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আনু ১২ জানুয়ারি, ২০১৩, ১২:৩৮:২১ দুপুর

জীবনের গতিপথ থামবে কোথায়

তুমি কি তা জানো?

আমি পথ শেষ করি,ফিরে যাই

জানি তুমি তা মানো।

জীবনের এ গতিময় পথ মন্হর হবে

হয়ে যাবে স্থির,

সেই দুনিয়ায় ফিরে যাব যেথা তুমি

বেধেঁছ স্বপ্ন নীড়।

গতিময় এ পথের মাঝে

কত ভুল হল চেনা জানা,

আমার এই জীবন তোমার পৃথিবীর

বিনিময়ে হয়েছে কেনা।

তুমি তা ভাল করে জানো-

আমার যথা শেষ

তোমার সেথা শুরু

সেথায় সুখী হও ভাল থেকো।

বিষয়: সাহিত্য

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File