নতুন কাঁদানে গ্যাস এনেছে পুলিশ, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত ও ঝাপসা দৃষ্টি তৈরি হতে পারে
লিখেছেন লিখেছেন তিতা করল্লা ১২ জানুয়ারি, ২০১৩, ১২:৫২:২৫ দুপুর
সেপ্র করে ছিটানোর উপযোগী ওই গ্যাসের মূল উপাদান ক্লোরোপিক্রিন নামে একধরনের রাসায়নিক পদার্থ। প্রচলিত ধরনের কাঁদানে গ্যাসের শেলেও এই উপাদানই থাকে।গত বছর চীন থেকে দুই ধরনের পাঁচ হাজার স্প্রে ক্যানিস্টার (বোতল) আমদানি করা হয়। বোতাম টিপে তরল এই গ্যাস ছিটানো হয়। পেপার সেপ্রর রং কিছুটা হলদে বাদামি আর টিয়ার গ্যাস সেপ্রর রং পানির মতো স্বচ্ছ।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহারের চেয়ে স্প্রে পদ্ধতির গ্যাস ব্যবহার নিরাপদ। এটি কাছাকাছি লক্ষ্যে ব্যবহারের উপযোগী। এ ক্ষেত্রে নিশানাও ঠিক রাখা যায়।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ‘স্প্রে কাঁদানে গ্যাসের ঝাঁজ ‘পেপার’ বা গোলমরিচের গুঁড়ার মতো। শরীরের যে স্থানে লাগবে, তা কিছুক্ষণ জ্বলবে। শেলের কাঁদানে গ্যাসের মতো এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত ও ঝাপসা দৃষ্টি তৈরি হতে পারে। একই সঙ্গে ত্বকেরও ক্ষতি হয়।
সূত্র- দৈনিক প্রথম আলো, ১২/০১/২০১৩ খ্রীঃ
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন