জনাব আবু জারীর সাহেবের বঙ্গমাতা প্রসঙ্গ এবং বাকশালী ডিকশনারী।
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৭ মার্চ, ২০১৩, ০৫:১৪:০৪ বিকাল
জনাব অনেক দিন পর আপনার লেখা পড়লাম। ভাল ই লাগলো। তবে আপনি যাকে বঙ্গ মাতা বলছেন তা বর্তমান বাকশালী ডিকশনারীতে নেই।আপনাকে অবশ্যই বাকশালী এই ডিকশনারী মানতে হবে। তাই আপনি সংশোধন না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে।কারন শাহবাগের যে নতুন প্রজন্ম জেগেছে তাদের দাবীর সাথে আপনি একমত হতে হবে। নতুবা আপনি বাংলাদেশে অবস্থান করারা কোন অধিকার নেই।
শাহবাগ এবং বাকশালী ডিকশনারী পড়ুন দেখবেন আমাদের পরিচয় এভাবে দেয়া হয়েছে।
বঙ্গ জনক = শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন তুলতে পরবেন না তিনি যুদ্ধের নয় মাস কোথায় ছিলেন? স্বাধীনতার পতাকা উত্তলণকারী আ স ম রব যে কথা বলেছেন তা বাকশালী ডিকশনারীতে নেই। আ স ম রব বলেছেন আওয়ামীলীগ কখনো দলীয় ভাবে দেশের স্বাধীনতা চায় নি। এটা তিনি বলেছেন জামায়াত শিবির থেকে পয়সা খেয়ে। তাই শেখ মুজিব ই বাংলাদেশ। এই চেতনা ই হল ৭১ এর বাকশালী চেতনা।
বঙ্গ জননী = বেগম ফজিলাতুননেছা।
এই প্রশ্ন করা যাবে না বেগম ফজিলাতুননেছা রাও ফরমান আলী থেকে প্রতি মাসে ১৫০০০ টাকা নিতেন পরিবারের খরছেন জন্য। হানাদার জেনারেল থেকে তিনি মাসিক মাসোহারা নিয়েছেন জাতীয় পরিবারকে রক্ষা করতে। তাই তিনি আমাদের বঙ্গ মাতা।
বঙ্গ কন্যা = আপাদত - হাসিনা ওয়াজেদ।
আগামীতে এটা পরিবর্তন হতে পারে। শেখ রেহানা হতে পারেন।
বঙ্গ শুশুর = এইচটি ইমাম।
বঙ্গ ভাই = শেখ কামাল।
বঙ্গ যুবক = শেখ জামাল।
বঙ্গ শিশু = শেখ রাসেল।
আগামীতে লিখতে হলে এই বাকশালী ডিকশনারী আপনাকে মেনে নিয়ে লিখতে হবে।
আপনি মেহেরবানী করে বাকশালী ডিকশনারীটা পড়ুন। তাহলে সবই পাবেন।
প্রপ্তিস্থান ঃ শাহবাগ গোল চত্তর।
প্রকাশকাল ঃ ৫ ফেব্রুয়ারী।
প্রকাশক ঃ ডাক্তার ইমরান সরকার।
পরিবেশক ঃ এটিএন,চ্যনেল আই,দেশ টিভি,৭১ টিভি,সময় টিভি,বৈশাখী,বাংলাভিশন সহ অন্যান্যরা।
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন