আওয়ামীলীগ ও তাবলীগ উভয় স্যেকুলার - একজন ধর্মের আরেকজন রাজনীতির।

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০১ অক্টোবর, ২০১৪, ০৩:০৮:০৭ দুপুর

সচেতন মানুষের ধারাণা হল - আওয়ামীলীগ আর তাবলীগ এপিঠ ওপিঠ।

কেউ বলেন - লীগে লীগে মিল অতীতে ছিল - আগামীতে ও থাকবে।কেননা এই দুই দলের উৎসস্থল হল মহান! ভারত। দুই দলের নাটাই হল ভারতের হাতে।

কেউ আবার মনে করেন এর কারন অন্য জায়গায়।

কারন -

তাবলীগের ৬ উসূল মানুষকে মুসলিম হিসাবে গড়তে সাহায্য করে না। বরং তাগুত শক্তির সাহায্যকারী হিসাবে গড়ে।অবশ্য নিচের স্থরে কিছু মুসলমানকে আনুষ্ঠানিক ইবাদতের অভ্যাস তৈরী করে।কিন্তু সামাজিক ভাবে তাবলীগের জনশক্তি প্রতিষ্ঠিত তাগুত - স্যেকুলার শক্তির সহায়তাকারী হয়।


বাংলাদেশের বিগত ৪৩ বছরের ইতিহাস এমন ই।তাবলীগের সাথে আমার দেশের মানব রচিত মতবাদের (আওয়ামীলীগ,বিএনপি,কমিনিষ্ট) সাথে কখনো সম্পর্ক নষ্ট হয়েছে এমন তথ্য কেউ দিতে পারবে না।

=============

গত সপ্তাহে একজন হাজি সাহেবের সাথে দেখা হল জেদ্দায়। তিনি তাবলীগের মুরুব্বীস্থানীয়। কাকরাইল মসজিদের একটি দায়িত্বে আছেন।

বেশ খোলামেলা আলোচনা হল। ভদ্রলোক আধুনিক শিক্ষিত।

তিনি দাবী করলেন - দেশ স্বাধীন হবার পর তাবলীগের জন্য এত অনুকুল পরিবেশ আর ছিল না।

তিনি আরো দাবী করলেন - বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা নিজে তাবলীগের ব্যাপারে খুবই আন্তরিক।

আমি শুনছিলাম - আমার সাথের এক ভাই যিনি খুবই বিরক্তি ভাব প্রকাশ করছিলেন। আমি স্বাভাবিক থেকেই ভাবছিলাম।

দেশের শিক্ষিত ও সাধারন সমাজ তাবলীগ সম্পর্কে যে ধারণা করেন - তা তো আসলেই সত্য।

===========================

জিজ্ঞেস করলাম - ভাই - দেশে কত লোক তাবলীগের সাথে আছে?

তিনি বললেন - প্রায় তিন কোটি।

আমি বললাম - এই তিন কোটির মধ্যে প্রাপ্ত বযস্ক বা ভোটার হয়তো আড়াই কোটি।

তিনি বললেন - তাতো হবেই।

বললাম - এই আড়াই কোটি মানুষ নির্বাচনে কোন মার্কায় ভোট দেয়।

তিনি বললেন - দেখুন এটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত বিষয়।

তিনি বললেন - দেখুন - রাজনীতি নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। একজন মানুষ সে কাকে ভোট দেবে এটা তার নিজস্ব বিষয়।

বললাম - বিষয়টা তাহলে জনাবা এমন দাড়ালো।

আওয়ামীলীগ ধর্মের ব্যাপারে স্যেকুলার - আর আপনারা রাজনীতির ব্যাপারে স্যেকুলার। আমার মনে হয় - জনগন আপনাদেরকে এই পয়েন্টে আওয়ামীলীগের দালাল মনে করে।

বললাম - রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে এই বিভাজন কোন ফতোয়ার ভিত্তিতে করছেন। আপনাদের কাছে এর দলীল আছে? অথচ মহান আল্লাহ কোরআনে একেবারে মুহকাম (স্পষ্ট) নির্দেশ দিয়েছেন। সূরা আল হাশরের ৭ নং আয়াতে বলা হয়েছে।

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ

তরজমা - রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা আল হাশর আয়াত ৭।

এই আয়াতের প্রতি তাবলীগের জামায়াতের আ’মাল কি রুপ। রাসূরের ২৩ বছরের জীবনে যেমন দাওয়াতি পর্ব ছিল ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার মত রাজনীতি ছিল।

আরেকটি আয়াত যা রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর ভালবাসা পাওয়ার একমাত্র মাধ্যম বলা হয়েছে।

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

তরজমা - বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।সূরা আল ইমরান ৩১।

আমার শ্রদ্ধেয় মানুষটি আয়াত দুটি বলার পর মনে হল প্রসঙ্গ পাল্টাতে চাইলেন। আমি আর তাকে বিবৃত করতে চাইনি।খাওয়া দাওয়া করে বিদায় নিলাম।

=======================

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270536
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৩
ফেরারী মন লিখেছেন : আমি রাসুল (স.) এর জামানার তাবলিগ আর এখনকার তাবলীগকে একভাবে মেনে নিতে পারি না। রাতদিন তফাৎ দেখি।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
216619
ইবনে আহমাদ লিখেছেন : আপনার সাথে একমত। তফাৎ আছে বলে তো তাগুতকে তোয়াজ করে।
270556
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাবলিগের এখন কার উদ্দেশ্য স্রেফ কিছু দোয়া দরুদ এ সিমাবদ্ধ। ঠিক যেরকম তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদিরা ধর্মকে স্রেফ আধ্যাত্মিক গন্ডির মধ্যে আবদ্ধ করে ফেলতে চায়।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৬
216620
ইবনে আহমাদ লিখেছেন : সঠিক মন্তব্য করেছেন। একমত। মোবারকবাদ।
270656
০১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : তাবলীগ জামাতের সদস্যদের মত মগজ ধোলাই সম্ভবত খুব মানুষেরই হয়। ইসলামের জন্য (অথবা তাবলীগ জামাতের জন্য) এদের আবেগ আছে, কিন্তু যুক্তি বা জ্ঞানের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হয়। আল্লাহ সর্বজ্ঞ।
270659
০১ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : তাবলীগ জামাতের সদস্যদের মত মগজ ধোলাই সম্ভবত খুব কম মানুষেরই হয়। ইসলামের জন্য (অথবা তাবলীগ জামাতের জন্য) এদের আবেগ আছে, কিন্তু যুক্তি বা জ্ঞানের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হয়। আল্লাহ সর্বজ্ঞ।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৭
216621
ইবনে আহমাদ লিখেছেন : আমাদের সবার দোয়া করা উচিত। আল্লাহ সর্বজ্ঞ। আপনার সাথে একমত।
270683
০২ অক্টোবর ২০১৪ রাত ০৩:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৮
216622
ইবনে আহমাদ লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম।
আপনার দোয়া প্রয়োজন। এই বিষয়ে আপনার লেখা চাই।
270722
০২ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫৯
শেখের পোলা লিখেছেন : ওনাকে আরও কিছু প্রশ্ন করে ভুল ভাঙ্গালে বোধহয় ভাল হত৷ ধন্যবাদ৷
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৮
216623
ইবনে আহমাদ লিখেছেন : সেই সুযোগ পেলাম কোথায়? তিনি তো আগেই চলে গেলেন।
270728
০২ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫১
সাগর কন্যা লিখেছেন : আমি একদা এক সময় তাবলীগের খুব ভক্ত ছিলাম, এমনকি ০৮ বার গিয়েছি।আমি প্রশ্ন করতাম বিভিন্ন বিষয়ে কিন্তু তারা যথাযথ উত্তর দিতে পারতনা অনেক সময়,যাই হোক শেষ পর্যন্ত মহান আল্লাহ তায়ালা আমাকে দ্বীনের সঠিক রাস্তায় নিয়ে এসেছেন বলে শুকরিয়া ঐ মহান রবের। ভাই আপনাকে মোবারকবাদ খুব সুন্দর একটা লেখা দেয়ার জন্য।
০২ অক্টোবর ২০১৪ রাত ০৯:১২
214924
ইমরান ভাই লিখেছেন : আল্লাহ আপনার মঙ্গল চান তাই আপনাকে সঠিক দ্বীনের জ্ঞানদান করেছেন। মাশাআল্লাহ!



আপনার জন্য ভার্চুুয়াল উপহার Happy
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৯
216624
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক রাস্থায় ঠিকে থাকার হিম্মত দান করুন। আমীন।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪০
216625
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ। আমিও অনেক সময় দিয়েছি।
270807
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : বাংলাদেশের বিগত ৪৩ বছরের ইতিহাস এমন ই।তাবলীগের সাথে আমার দেশের মানব রচিত মতবাদের (আওয়ামীলীগ,বিএনপি,কমিনিষ্ট) সাথে কখনো সম্পর্ক নষ্ট হয়েছে এমন তথ্য কেউ দিতে পারবে না।

যুক্তিসম্বলিত পোষ্টটি চিন্তাশীলদের জন্য অনেক খোরাক রয়েছে। সত্যি কথাটাই তুলে ধরেছেন। এসব লোকগুলো মুলত ইসলাম বিরোধী শক্তির দোসর। ধন্যবাদ।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪১
216626
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে মোবারকবাদ।
270905
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৪
ইরানে ইসলামী বিপ্লব লিখেছেন : অনেক ধন্যবা। ভালো লাগল। পোসটি একডোম ঠিক ।
১০
270906
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৫
ইরানে ইসলামী বিপ্লব লিখেছেন : অনেক ধন্যবাদ। ভালো লাগলো। পোস্টটি একদম সঠিক। ধন্যবাদ।
১১
270909
০২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৮
ইমরান ভাই লিখেছেন :
১২
271904
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০১
ইয়াফি লিখেছেন : তাবলীগের ভাইয়েরা এখন যে অনুকুল পরিবেশ পেয়েছেন, তা কাজে লাগিয়ে শেখ হাসিনার পরিবার-পরিজন, মন্ত্রীপরিষদ, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ও প্রশাসনের সর্বোচ্চ কতাব্যক্তিদের মাঝে আল্লাহ ও রাসুলের হুকুম-আহকাম পালনের মানসিকতা তৈরি করতে হবে। তা নাহলে বর্তমানে শেখ হাসিনার সরকার ইসলামী মূল্যবোধ ও পোষাক-পরিচ্ছেদের উপর যে পরোক্ষ নিষেধাজ্ঞা জারী করেছে, খোদ তাবলীগের ভাইয়েরাও এর শিকার হবেন!
১৩
272499
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪১
ইবনে আহমাদ লিখেছেন : তাবলীগের ভাইরা যে আক্রমনের শিকার হচ্ছেন তার জন্য আরো অপেক্ষা করতে হবে নাকি?
১৪
273179
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
আবু জারীর লিখেছেন : আয়াত দুটি বলার পর মনে হল প্রসঙ্গ পাল্টাতে চাইলেন।

এজন্যই হয়ত ওনারা কুর'আন পড়তে উৎসাহ দেয়না। যদি গোমড় ফাঁস হয়ে যায়।
১৫
273495
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
ইবনে আহমাদ লিখেছেন : কোরআন হল আলেম ওলামাদের ব্যাপার। তারা যেমন কোরআন পড়ে না। তেমন অন্যদেরকেও তা পড়তে দেয় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File