উপস্থাপক ফারুকী সাহেবের হত্যাকন্ডের প্রতিক্রিয়া

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২৮ আগস্ট, ২০১৪, ০১:৫৫:৫০ দুপুর

জনাব মরহুম ফারুকী সাহেব একজন পরিচিত ব্যক্তি ছিলেন। ফেবুতে তাকে নিয়ে ভাল মন্দ মন্তব্য করা হচ্ছে। আমি গতকাল শুনার পর থেকে ভাবছিলাম - কেন তার এরকম পরিণতি হল। বয়স তো খুব বেশী হয়নি। মাত্র ৫৫ বছর।

জেদ্দায় একবার দেখা হয়েছিল। প্রোগ্রাম নিয়ে কথা হেয়েছে।অবশ্য ফারুকী সাহেবের আকিদার সাথে মোটেই একমত ছিলাম না। এখন ও না। দেশের হক্কানী আলেমরা জনাব ফারুকী সাহেব কে নিয়ে খুবই প্রান্তিক মন্তব্য করেন।

কেউ বলেন - রঈস আল মুশরিকিন। কেউ বলেন - বেদআতীদের সরদার।আবার কেউ আরো বাজে মন্তব্য করেন।


চ্যানেল আইর প্রোগ্রাম দেখা তেমন সময় হয় না। কারন এই টিভি,টিভির কতৃপক্ষ আর প্রথম আলো গ্রুপটা হল তথাকথিত সুশীল বান্ধব।

প্রথম আলো,ডেইলি ষ্টার,চ্যানেল আই সহ এই ঘরনার মিডিয়ার উদ্দেশ্য হল - শিকড় সন্ধানের নাম করে আমার দেশে রামপন্থী সাংস্কৃতির প্রতিষ্ঠা।তাওহীদ পন্থী চিন্তা চেতনার বিপরীত অবস্থান তাদের। এরকম মিডিয়াতে কাজ করতেন জনাব ফারুকী সাহেব।

তার উপস্থাপিত অনুষ্ঠান মালাতে কোরআন সুন্নাহর দলীলের বিবরণ থাকতো কম। মূলত ফারুকী সাহেবের মূল টার্গেট থাকতো - দেশের জনপ্রিয় এবং সত্যবাদি (হক্কানী) আলেম ওলামার বিষদগার করা।এটা আমরা পছন্দ করতাম না।

জেদ্দাতে প্রবল ইচ্ছা থাকার পরও এগুলো কিছুই বলিনি। কারন ছিল - ফারুকী সাহেবের চিন্তাধারার গঠন ছিল ইসলাম এবং মুসলামানদের জন্য খুবই বিপদজনক। আমার কাছে মনে হয়েছে - শিরক,বিদআত এবং সঠিক ইসলাম চর্চার ক্ষেত্রে রয়েছে তার চরম দৈনতা। আল্লাহ তাকে মাফ করুন।

যেভাবে তিনি নিহত হলেন - সেভাবে একজন আলেমের শেষ পরিণতি হবে এটা কোন ভাবেই কাম্য নয়। হাদীস শরীফে ভাল মৃত্যুর বেশ কয়েকটি পরিচয় রয়েছে। দুর্ভাগ্য যে ফারুকী সাহেব সেরকম কোন মৃত্যু হয়নি।

যদিও তার একান্ত অনুসারীরা বলছে শহীদ।

বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল - - ফারুকী সাহেব এবং ওলামা লীগের একজন নেতার (যিনি প্রধানমন্ত্রীর খুবই কাছের) হজ্জ কাফেলা নিয়ে চরম সমস্যা চলছিল। সরকারের আনুকুল্য ছিল ওলামালীগের নেতার পক্ষে। আর ফারুকী সাহেবের পক্ষে ছিলেন সুশীল মন্ত্রী দু জন। এ নিয়ে দুই বার সমাধানের চেষ্টা করেছেন বটতলার উকিলখ্যাত মন্ত্রী।টাকা নিয়ে চরম ঘাপলা ছিল।

ফারুকী সাহেবের ছেলে সাউদিতে ঘরভাড়া করতে এসেছেন।আজ তিনি চলে যাবেন পিতার দাফন করতে।

আমি ব্যক্তিগত ভাবে খুবিই আহত,মর্মাহত - কয়েক কোটি টাকা আর ব্যবসা বানিজ্য কার দখলে থাকবে- এটাতো বাংলাদেশে খুবই স্বাভাবিক বিষয়।বর্তমান সরকারের আমলে এটা একেবারে ডাল ভাত।নিজেরা লুটেপুটে খাবে আবার ঝগড়া হবে। হচ্ছে ও প্রতিদিন।কিন্তু এভাবে একেবারে দিন দুপুরে ঘরে গিয়ে হত্যা করা।

মনে হচ্ছে - আমাদের প্রধানমন্ত্রীর আদেশ তার দলের কেউ কেউ শুনছেন না। গতকালই তো প্রধানমন্ত্রী তার পালিত! সাংবাদিকদের অনূষ্ঠানে বললেন - সাবধান - তোমরা যে ডালে বসে আছ - সেই গাছ কাঠতে যাবে না। কারণ গাছটা কাঠলে কি হবে তা প্রধানমন্ত্রী ইশারায় বলেছেন।ফারুকী সাহেব হজ্জ কাফেলা নিয়ে অনেক পয়সার মালিক হয়েছিলেন সত্য। তার ভাগ বাটওয়ারা হচ্ছিল। এখন ---- ?

তাই ফারুকী সাহেব এভাবে প্রাণ দিবেন তা মানতে খুবই কষ্ট হচ্ছে।

আমি জানি এ নিয়ে রাজনীতি হবে। করাটা খুবই স্বাভাবিক। যে সমস্ত যুবক তার ফ্লাটে গিয়ে হত্যা করল। তারা মুখোশ পরা ছিল না। তারা কোন উত্তেজনা বা ত্রাস সৃষ্টি করেনি। বরং চ্যানেল আই বর্ণনা মতে তারা খুবই স্বাভাবিক ছিল। হত্যাকান্ডের পুরা মিশন চালিয়েছে খুবই আত্মবিশ্বাসের সাথে। আবার এলাকার সবাই তাদেরকে দেখেছে।

আমার ভয় হচ্ছে - বেনজির মিয়া ওরফে ডিএমডি সাহেব কোন জজ মিয়ারে গল্প তৈরী করছেন।

সকল আন্তরিকতার দিয়ে চাইবো এই হত্যাকন্ডের বিচারটা যেন হয়। আর ফারুকী সাহেবের জন্য মাগফিরাতের দোয়া চাই।

বিষয়: বিবিধ

২১৪৪ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259142
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৫
কাহাফ লিখেছেন : বিষয় টা নিয়ে খুব সুন্দর লিখেছেন,সাথে সাথে জনাব ফারুকীর ভন্ডামীর একটা চিহ্ন একে দিয়েছেন। অনেক ধন্যবাদ.........।
259145
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪০
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকেও মোবারকবাদ।
259147
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...

আপনি বলেছেন-
আর ফারুকী সাহেবের জন্য মাগফিরাতের দোয়া চাই।
আরো বলেছেন-
মূলত ফারুকী সাহেবের মূল টার্গেট থাকতো - দেশের জনপ্রিয় এবং সত্যবাদি (হক্কানী) আলেম ওলামার বিষদগার করা।


অনেকেই প্রশ্ন তুলেছেন – তার জন্য দোয়া করা জায়েয কিনা

আবার কেউ বলেছেন -
মৃতব্যক্তির দোষ বলা অনুচিত, হাদিসে নিষেধ করা হয়েছে!

শরিয়াহ কী বলে???
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫১
217784
প্রেসিডেন্ট লিখেছেন : মৃতব্যক্তির দোষ বলা অনুচিত মর্মে যে হাদীসটি বর্ণিত হয়েছে সেখানে নিঃসন্দেহে মৃত ব্যক্তি বলতে মুসলমানদের বুঝানো হয়েছে।

উনি মুসলমানের কাতারে পরেন কি? কুরআন হাদীস ও হাক্কানী আলেমদের মতে জবাব- না।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫১
217785
প্রেসিডেন্ট লিখেছেন : মৃতব্যক্তির দোষ বলা অনুচিত মর্মে যে হাদীসটি বর্ণিত হয়েছে সেখানে নিঃসন্দেহে মৃত ব্যক্তি বলতে মুসলমানদের বুঝানো হয়েছে।

উনি মুসলমানের কাতারে পরেন কি? কুরআন হাদীস ও হাক্কানী আলেমদের মতে জবাব- না।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫১
217786
প্রেসিডেন্ট লিখেছেন : মৃতব্যক্তির দোষ বলা অনুচিত মর্মে যে হাদীসটি বর্ণিত হয়েছে সেখানে নিঃসন্দেহে মৃত ব্যক্তি বলতে মুসলমানদের বুঝানো হয়েছে।

উনি মুসলমানের কাতারে পরেন কি? কুরআন হাদীস ও হাক্কানী আলেমদের মতে জবাব- না।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
217829
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...

পোস্টদাতার জবাবের অপেক্ষায় আছি
259150
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫২
বেআক্কেল লিখেছেন : বাংলাদেশের কবর পূজারী, পীর পূজার, দরাবারী, ভান্ডারী সবাই হের কাস্টমার আছিল। তার এজেন্সী থেইক্যা বহ মুশরেকী মানুষ হজে যাইত। চ্যানেল আইয়ের পোগ্রাম দিয়া হে আরো বেশী পরিচিত পাইছে। ইদানিং ব্যবসা ভালাই চলছিল, এই বছর আইস্যা বাবা ফরিদ উদ্দীন গন্জেশকর তার ব্যবসায় হাত ঢুকাইছে। এখন পীরদের মুরিদেরা কয়েক টুকরায় খন্ড হইয়াছে। সেই লইয়া চলিছে গন্ডগোল। দুই বউ লইয়া ঝামেলা তো আছেই। এই ব্যক্তি কুন দিন তার বন্ধু চ্যানেল আইয়ের ফরিদ লুইচ্যাকে ভাল পরামর্শ দেয় নাই।

আর হের মরনেরে শহীদ কইলে তো আমাগো বাবা শেখ মুজিবকেও শহীদ কইতে হইবে। আমামীলীগ কুন দিন শেখ মুজিবকে শহীদ কয় নাই, কয় মরছে, নিহত হইয়াছে ইত্যাদি
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৭
202955
ইবনে আহমাদ লিখেছেন : বেআক্কল ভাইর খুবই আকল ওয়ালা কথার জন্য আন্তরিক ধন্যবাদ।
259152
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৬
ইবনে আহমাদ লিখেছেন : যারা প্রশ্ন তুলছেন তারা মন্তব্য করলে জবাবটা দিতে সুবিধা হত।
প্রথমত আমি দোয়া চেয়েছি। আপনি বা আপনার দোয়া করতে পারেন বা এড়িয়ে যেতে পারেন।
শরিয়া হল - প্রকাশ্য কোন মুনাফিক,ফাজির,ফাসিক,যিন্দিকের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া যাবে না। এই মতের পক্ষে ইসলামী স্কলারদের সংখ্যা বেশী।
আবার কিছু সংখ্যক স্কলারের মত হল - তার ভাল কাজ কবুলের জন্য দোয়া করা যেতে পারে।
মৃতব্যক্তির দোষ বলা অনুচিত - এটা সাধারন নির্দেশ।
কিন্তু মৃত ব্যক্তির কর্মের পরিধি যদি গনমানুষের ক্ষতির কারণ হয় - তাহলে অবশ্যই করা যাবে।
দেখুন সূরা হুজরাত। আয়াত ৬ থেকে ৯।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
202960
আবু সাইফ লিখেছেন : আল্লেহতায়ালা শিরকের গুণাহ মাফ করবেননা বলেছেন- অন্যগুলোর কথা আলাদা-
যত অপরাধই হোক, ক্ষমার পরিধি তার চেয়ে অ-নে-ক বড়!

আর যে ব্যক্তির কাজই ছিল মানুষকে গোমরাহ করা- আল্লাহর দেয়া সঠিক পথ থেকে দূরে রাখা [সদ্দু আন সাবীল] তার ভালো কাজগুলো সবই বাতিল- একথা আল্লাহতায়ালা-ই বলেছেন [সদাক্বাল্লাহ]

তার ভক্ত-অনুসারী/ওয়ারিশদের কর্তব্য সঠিক পথে ফিরে আসা- তা না হলে ঐ ব্যক্তির মন্দকাজের সমালোচনা শোনার কষ্টা যেমন পেতে থাকবে, তেমনি তাদের জন্যও কঠিন পরিণাম অপেক্ষা করবে

আল্লাহতায়ালা তার ভক্ত-অনুসারী/ওয়ারিশদের সবর করার ও সঠিক পথে ফিরে আসার তৌফিক দিন
এবং
সর্বস্তরের মানুষকে ওসব ভ্রান্তপথ ও মত থেকে হেফাজত করুন (আমীন)
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৪
217787
প্রেসিডেন্ট লিখেছেন : চমৎকার বলেছেন ইবনে আহমাদ ভাই। কুরআন হাদীসে আবু জেহেল, আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে উবাই, মুসায়লামা কাযযাব -এদের দোষ বর্ণনা করা হয়েছে। ঐতিহাসিক প্রয়োজনেই, সত্যিটা তুলে ধরে সতর্ক করার প্রয়োজনেই। এক্ষেত্রেও ব্যাপারটি তেমনি।
259157
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৭
আপেক্ষিক লিখেছেন : বিতর্ক থাকতেই পারে বা বিতর্কিত ছিলোও বটে তাই বলে হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমাদের সকলের চাওয়া যুক্তিযুক্ত নয় কি!
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১০
202957
ইবনে আহমাদ লিখেছেন : অবশ্যই - বিচার চাইতে হবে। এবং তার জন্য প্রেসার করতে হবে।
259161
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১১
গোলাম মাওলা লিখেছেন : ফেসবুক শুধু বিনুদুন আর বিনুদুন। এই
বিনুদুনগুলো আমি সহজে মিস করি না।
কালকে রাতে মাওলানা ফারুকীকে হত্যার সাথে সাথেই,
বোধহয় রাত ১০ টার দিকে একজনের স্ট্যাটাস
চোখে পড়লো।
" আমি নির্বাক। কথা বলতে পারছি না। ফারুকী ভাইয়ের
প্রতিটা নাটক সিনেমা দেখে মুগ্ধ হতাম। আমার
জীবনে দেখা সেরা নাটক "ফোর টুয়েন্টি"। সেই
ফারুকী ভাইকে ওরা হত্যা করলো! আমার খুব ইচ্ছা ছিল,
একদিন ফারুকী ভাইকে কাছ থেকে দেখবো, কথা বলবো।
না, পারলাম না। ফারুকীর খুনীদের শাস্তি চাই।"
আমি মজা করে কমেন্ট করলাম, "ফারুকী তো ভালো মানুষ
না। তার নাটকে অশ্লীল সংলাপ থাকে। মরছে,
ভালো হইছে।"
এইবার অই ভক্ত পারলে আমাকে খেয়ে ফেলে, " ওই তুই
শিবিরের ছাগু। ফারুকী ভাইয়ের বিপক্ষে বলিস?
তোকে ব্লক করলাম!"(কয়েকটা গালিও দিছে)
আশ্চর্যজনক ভাবে এক্টু পর আরেকটা স্ট্যাটাস
চোখে পড়লো। ওই স্ট্যাটাস পড়ে হাসবো না কাঁদবো,
বুঝতে পারছিলাম না!
"নাস্তিক শয়তান
ফারুকীরে নাকি জাহান্নামে পাঠানো হইছে? ওহ!
মগা পেলুম। এই শয়তানটা থার্ড পার্সন সিংুলার
নাম্বার সিনেমায় লিভ টুগেদার দেখাইছিলো।
টেলিভিশন সিনেমায় ইসলাম
নিয়া হাসি ঠাট্টা করছে।"
হাসতে হাসতে কমেন্ট করলাম, "ফারুকী নাস্তিক
আপনাকে কে বলল? দেখেন না, ওর লম্বা দাড়ি আছে!"
এইবার আমার এই জ্ঞানী ভাই কমেন্ট করলো,
"হায়রে আবাল! দাড়ি থাকলেই ঈমানদার হয়ে যায়? তোর
মত মূর্খদের ফ্রেন্ডলিস্টে রাখবো না!"

Copy-Pasted from কাউসার আলম
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
202959
ইবনে আহমাদ লিখেছেন : কার জন্য কি উপকার হল - তবে আমার জন্য আপনার এই মন্তব্য খুবই লাভজনক হয়েছে। যে আবাল বলছে -সে নিজে কতবড় আবাল?
আরো সাবধান হলাম এবং হওয়া উচিত।
259162
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : হত্যাকান্ডটির সঠিক বিচার হওয়া উচিৎ।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
202961
ইবনে আহমাদ লিখেছেন : শত ভাগ একমত।
তবে আজকের চট্রগ্রামের সাংবাদিক সম্মেলন হয়তো দেখেছেন। শুরু হয়েছে রাজনীতি।

২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১০
203001
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : প্রকৃত হত্যাকারীরই সঠিক বিচার হওন উচিত!!!
259170
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : মাওলানা ফারুকীর বড় ছেলে রাজ জানান, এটা একটি ডাকাতির ঘটনা। বাধা দেয়ায় ডাকাতরা তার বাবাকে হত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, ফারুকী দুইটি বিয়ে করেছে। তার ছোট স্ত্রীর সাথে তিনি থাকেন। আর প্রথম স্ত্রী থাকেন মালিবাগে। ধারণা করা হচ্ছে তার প্রথম স্ত্রী হয়তো এ ঘটনা ঘটাতে পারে। - See more at: http://insaf24.com/archives/6818#sthash.euzoaFzT.dpuf
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৭
202953
বেআক্কেল লিখেছেন : হেরে মাওলানা বলিয়া কেন ইসলাম কে গালি দিতাছেন! হেই হইল বাংলা মৌলানা যে, হাজার হাজার মানুষ মরার পরও কুনদিন আপসোস করে নাই গা।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৪
202963
ইবনে আহমাদ লিখেছেন : জি ভাই আমি সকালে পড়েছি। কিন্তু আফসোস হল - বিষয়টা অন্যদিকে মোড় নিচ্ছে। একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়কে এখন ধর্মীয় বিষয় বানানো হচ্ছে।
১০
259171
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৯
ফেরারী মন লিখেছেন : সকল আন্তরিকতার দিয়ে চাইবো এই হত্যাকন্ডের বিচারটা যেন হয়। আর ফারুকী সাহেবের জন্য মাগফিরাতের দোয়া চাই।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৫
202964
ইবনে আহমাদ লিখেছেন : আসল হত্যাকারীকে শাস্তি না দিতে পারলে - ধর্মী একটি ফিতনা শুরু হবে। আল্লাহ হেফাজত করুন।
১১
259194
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
202992
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকেও অসংখ্য মোবারকবাদ।
১২
259195
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৮
হাসান কবীর লিখেছেন : দেখা যাক এই মরা নিয়ে কত নাটক হয়
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
202993
ইবনে আহমাদ লিখেছেন : নাটক হয় নয় - বরং নাটকের প্রথম পর্ব শেষ হয়ে আমরা এখন ২য় পর্বে আছি।
১৩
259200
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঠেলা বিষণ! মুই তেমুন দেখি ন। মোর ঘরে নাপিতের এই বাক্সডাও নেই। হের লিগ্যা কে কোথায় কিভাবে গ্যাঞ্জাম লাগাইয়া জাতে উইটবার চেষ্টা করে হেই খবর রাখি ন। ফানাফিল্লাহ তরিকার প্রবক্তা কারুকী মওলভীডা কে তাও জানতুম না এতোদিন। আমাগো দেশের মত যেখানে মাইনষ্যের জান কবজ করা একদম পানি ভাত, যেখানে প্রতিদিন অসংখ্যা মানুষের অপমৃত্যু অয় মাগার কুনো চিল্লা চিল্লী হুনা যায় না। এইরম পরিস্থিতিতে ফানাফিল্লাহ’র প্রবক্তা ফারুকীর অপমৃত্যু নিয়ে একটা গোষ্টী পানি ঘোলা কইরবার আয়োজন শুরু কইরা দিছে। মনে অইতাছে ডাল মে কুচ কালা হ্যাঁ। এই লোকডার মৃত্যুতে সরকারী প্রোক্টেশনে গ্যাঞ্জাম লাগাইন্ন্যা কিছু আবাল মাঠে নাইমছে।
মনে অইতাছে মৃত ব্যক্তির প্রকৃত হান্তাদের সেইভ করণের লিগ্যা নতুন কুনো জজ মিয়ার নাঠক শুরু অইয়া যাইবো।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪২
202994
ইবনে আহমাদ লিখেছেন : আপনে নাপিতর বাস্ক দেখইন না - ইতা বেশী ভালা কাম।
জজ মিয়া নামর জমের যারে পাইব হেতানর খবর আছে -
১৪
259210
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৮
ইয়াফি লিখেছেন : মওলানা মিছবাহুর রহমান, মওলানা ফরিদুদ্দীন মাসুদ, মওলানা জিয়াউল হাসান ইত্যাদি ব্যক্তিবর্গকে আসামী করা হোক। তাদের রিমান্ডে নিলে প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৫
202995
ইবনে আহমাদ লিখেছেন : আপাদত বর্তমান সময়ের রাজনৈতিক পরিবেশে তিনাদেরকে নেয়া সম্ভব হবে না।
আগামীতে হলে হইতে পারে।ডিজিটাল সরকারের মেহমানদারীর নাম হল - রিমান্ড। বিএনপি এনালগ সমস্যা এখনও কাঠাতে পারেনি। তাই সম্ভাবনা দেখছিনা।
১৫
259224
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
জেদ্দাবাসী লিখেছেন : শিরিকের গোড়াউন লোকটার কথাবার্তা বডি লেংগুয়েজ র্ঘিনা লাগতো।তবে এইভাবে মৃত্যু কাম্য ছিলনা। আল্লাহ তার পাপ্য তাকে দান করুন।

পোস্ট ও মন্তব্যগুলি পড়ে অনেক জানতে পারলাম।
যাজাকাল্লাহ খহায়ের।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৬
202997
ইবনে আহমাদ লিখেছেন : আপনার সাথে একমত - এভাবে আমি ও কামনা করি না।
১৬
259235
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ইয়াফি লিখেছেন : আমার অনুমান হচ্ছে- বর্তমানে আলীগের লোকেরা প্রতিপক্ষতো নয়ই খোদ আইন-আদালতেরও ধরা-ছোয়ার বাইরে। কিন্তু মালামলের ভাগ-বাটোয়ারা নিয়া নিজেরা নিজদলীয় লোকদের পেটাচ্ছে, খুন করছে।
১৭
259237
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
ইবনে আহমাদ লিখেছেন : এটা শুরু হয়েছিল শেখ সাহেবের আমলে। শেখ সাহেবের ভাই শেখ নাসের দিয়ে শুরূ হয়েছি। যার বিস্তৃতি হল নারায়নগন্জ এর অভিশাপ আমাদের প্রধানমন্ত্রীর প্রিয় শামীম উসমান।
১৮
259267
২৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ফারুকি সাহেবের মৃত্যুর খবর আজ দুপুরের আগে পযর্ন্ত প্রথম আলো নামক সুশীল পত্রিকায় স্হান পায়নি। কিন্ত দুপুর ১২টার পর থেকে বিকেল ৪টার মধ্যে ৪টি নিউজ করেছে প্রথম আলো!!!!
ভাবলাম ঘটনা কি!!!?? ১দিন পযন্ত কোন খুজই ছিলনা কিন্তু হঠাৎ করে আজ দুপুরের পর এসে ৪ঘন্টায় ৪টা নিউজ করছে কেন?
নিউজ পড়েই বুঝতে পারলাম কেন ১দিন পর এসে ফারুকি খবর তাদের কাছে এতোটা গুরুত্ব পেল। সেটা হল ফারুকির অনুসারীরা এই হত্যা জন্য জামাত-শিবির/হেফাজত কে দায়ি করতেছে।
তার মানে ফারুকি তাদের আলোচ্য বিষয় নয়। গুরুত্ব পেয়েছে জামাত-শিবিরকে দায়ি করায়।
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
203774
ইবনে আহমাদ লিখেছেন : সঠিক বিষয় লিখেছেন। প্রথম আলোর জন্ম ই হয়েছে - সেটা ই তারা করেছেন। সমস্যা হল আমরা কেন পড়ি।
১৯
259420
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:২১
আবু জারীর লিখেছেন : বাতিলের খপ্পরে পরে একজন হকপন্থী আলেম যে নাহক হতে পারে তাঁর উৎকৃষ্ট দৃষ্টান্ত হলেন জনাব ফারুকী।

তিনি তার কৃতকর্মের পুরুষ্কার আল্লাহর কাছে পাবেন।

আব্দুল্লাহ ইবনে উবাইকে কি কোন সাহাবী হত্যা করে ছিল?

করেন নি। মদিনার ইসলামী রাষ্ট্রে মোনাফিক সরদারও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পেয়েছিল।

ফারুকী সাহেবকে হক পন্থীরা হত্যা করেনি, করতে পারেনা, হকের সাথে এমন কাজ যায়না। তাকে হয়ত হত্যা করেছে যারা তাকে দলে ভিড়িয়েছিল তারাই। তাই এমন নিন্দনীয় ঘটনার নিন্দা না করে পুলকিত হওয়াকে আমি সমীচীন মনে করিনি।
ধন্যবাদ।
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৭
203775
ইবনে আহমাদ লিখেছেন : আমরা সবাই নিন্দা করেছি। আপনার লেখাটাতে বর্তমান মন্তব্যের জবাব দিয়েছি।
২০
259473
২৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের গ্রেফতারের জন্য দাবি জানাচ্ছি।

আর হা,যে কারো ব্যক্তিগত বিষয়ে কথা না বলা ভালো। তবে কথা ও কাজ যদি সমাজের জন্য ফেতনা হয় সেক্ষেত্রে ফেতনা থেকে বাচার জন্য বিষয়গুলো আলোচনা করা নাজায়েজ নয় বরঞ্চ সওয়াবের কাজ।
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৮
203776
ইবনে আহমাদ লিখেছেন : আপনার সাথে একমত। এবং এটাই হল ইসলামের নিয়ম।
২১
259884
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৭
শেখের পোলা লিখেছেন : আল্লাহই ভাল জানেন৷ একজন আলেমের এ ভাবে মৃত্যু কাম্য নয়৷ ধন্যবাদ৷
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৮
203777
ইবনে আহমাদ লিখেছেন : অবশ্যই কামনার নয়। তবে আজকের বাংলাদেশে তা বাস্তবতা।
২২
260770
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রসঙ্গক্রমে একজনকে বলেছিলাম ফারুকী সাহেব এমন কেউ নয় যে তাকে নিয়ে জামায়াতের মত এত বড় দল মন্তব্য করতে হবে। বড়ষীর আধার হিসেবে ব্যবহৃত ফারুকীদের আর দরকারে নই। বাস। দাবার খেলা শেষ তাই ঘুটি ছুড়ে ফেলে দিয়েছে। ধন্যবাদ।
২৩
261638
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
ইবনে আহমাদ লিখেছেন : বড়ষীর আধার হিসেবে ব্যবহৃত ফারুকীদের আর দরকারে নই। বাস। দাবার খেলা শেষ তাই ঘুটি ছুড়ে ফেলে দিয়েছে।
আপনার ধারনা ফল পেতে আরো কয়েকদিন সময় লাগবে।

২৪
263711
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
আবু ফারিহা লিখেছেন : তার মৃত্যুতে অসংখ্য মানুষ গোমরা থেকে বেঁচে যাবে। তবে এর সঠিক বিচার হওয়া দরকার। তা না হলে অারেক জজ মিয়া নাটক হবে।
২৫
265387
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
ইবনে আহমাদ লিখেছেন : সত্য বলেছেন। তিনি জীবতি থাকতে মানুষ যেভাবে গোমরাহ হত - বর্তমানে আরো বেশী হচ্ছে। তার কবরকে শিরক আর বিদআতের আখড়া বানানো হয়েছে। আল্রাহ আমাদেরকে মাফ করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File