প্রকৃত জ্ঞানী ও জান্নাত প্রত্যাশী মূ'মিনের চরিত্র।(সূরা আর রা'য়াদ ১৯ থেকে ২৪)। পর্ব চার।
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৯ আগস্ট, ২০১৪, ০২:১৪:৫৪ দুপুর
الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللّهِ وَلاَ يِنقُضُونَ الْمِيثَاقَ
তরজমা - এরা এমন লোক, যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং শপথ (অঙ্গিকার) ভঙ্গ করে না।সূরা আর রায়াদ আয়াত ২০।
# আয়াতটির আলোকে যে কয়টি বিষয় আলোচনা করা যায়।
# ক) আল্লাহর সাথে আমাদের কি ওয়াদা হয়েছিল?কোথায় এবং কিভাবে?ব্যক্তি এবং সামাজিক জীবনে তার রুপায়ন কিভাবে হতে পারে?
# খ) আল্লাহর সাথে করা কৃত ওয়াদা পূরণ করার পদ্ধতি কিভাবে? কোথা থেকে তা জানবো?
# গ) চুক্তি, ওয়াদা, শপথ।এই তিনটি টার্ম পৃথিবীর সব জাতির মধ্যে আছে। ওয়াদা (আহদ) চুক্তি (মিসাক) এগুলোর শারয়ী মর্যদা কী?
# ঘ) ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ওয়াদা ও চুক্তির ব্যবহার এবং তা রক্ষা করার ক্ষেত্রে আমাদের ভুমিকা কেমন?
#ঙ) আমাদের মুসলিম সমাজে এই মৌলিক দুটি চরিত্র/গুন কোন পর্যায় রয়েছে?
বিবেচনা করুন -
যাদের চরিত্র বর্ণনা করা হচ্ছে তাদের সময় সামাজিক নিরাপত্তাবোধ কোন পর্যায় ছিল? কোন অদৃশ্য শক্তির বলে সাহাবীরা চুক্তি,ওয়াদা সব পালনে বাধ্য হতেন। আজ কেন মুসলামানদের এই অবস্থা।আইন,আদালত সহ বর্তমান সময়ের সকল সুযোগ সুবিধা গ্রহনের পর কেন এত বৈষম্য?
তুলনা করুন -
রাসূল পরিচালিত আন্দোলনে যে মানব সম্পদ তৈরি হয়েছিল - যারা নিজেদের দায়িত্ব ও দায়িত্ববোধ থেকে সকল প্রকার সামাজিক দায়িত্ব পালন করতেন। আজ কেন তা হচ্ছে না। কেন আজ আমরা আমাদের সবচেয়ে প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছিনা। বা সেই দায়িত্বটা পালনে অগ্রসর হচ্ছি না।
আগামী কাল - আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধ।
তৃতীয় পর্বের লিংক
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1876/IBNAHMED/49345
====================================
ডিজিটাল বাকশালী গনতন্ত্র দর্শনে ব্যস্ত ছিলাম। বলা যায় জুলাই মাসের ৩ তারিখ থেকে ১৪ আগষ্ট পর্যন্ত। প্রিয় ব্লগ অঙ্গন থেকে দুরে ছিলাম বাধ্য হয়ে।বর্তমান সিরিজের পর ডিজিটাল বাকশালী গণতান্ত্রিক সময়ের সিরিজ লিখবো ইনশাআল্লাহ।
২য় পর্বের লিংক -
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1876/IBNAHMED/49243
১ম পর্বের লিংক -
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1876/IBNAHMED/48831
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াদা রক্ষা বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে এখন অনেকে দুর্বলতা বলে মনে করে। অথচ এটি মুমিন এর অন্যতম গুন হওয়া উচিত।
আপনার পরামর্শ চাই।
মন্তব্য করতে লগইন করুন