নাগরিকের প্রকারভেদ,মানবাধিকার এবং রাজপরিবার ১
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২০ জানুয়ারি, ২০১৩, ০২:১২:৫৩ দুপুর
আমার পাশের অফিসে চাকারী করেন শেখ সেলিম সাহেবের আত্মীয়। শেখ সেলিম সাহেবের পরিচয় পাঠক জানেন। আমার পরিচিত শেখ নাসের সাহেব বয়সে আমার চাইতে কয়েক বছরের বড়। প্রবাসে আছেন তিনি প্রায় দুই যুগ থেকে। বিবি বাচ্ছা নিয়ে সুখে আছেন। গত কিছু দিন হল তিনি একটা নতুন ঝামেলায় পড়েছেন। আমার অফিসে এসেছিলেন বিষয়টা নিয়ে পরামর্শ করতে।সেই আলাপচারিতার কিছু অংশ আমি আপনাদেরকে শেয়ার করছি।
নাসের সাহেব তার এক মেয়ে এক ছেলে নিয়ে পড়েছেন বড় বিপাকে।১৮ বছর পার হয়েছে তার বড় মেয়ের।ছেলের বয়স ও ১৮তে পড়বে আগামী ফ্রেব্রুয়ারীতে।তার নিজের আকামা নতুন করে নবায়ন হচ্ছে না গত একবছর থেকে। চাকুরীর অবস্থান ভাল।দেশে যেতে চাচ্ছেন না। নিজের স্ত্রী কোন ভাবে দেশে যেতে চান না। যে ভাবে ই হউক তিনি এখানে থাকতে চান ছেলে মেয়েদের স্বার্থে।
নাসের সাহেবের দীর্ঘ প্রবাস জীবনের মুল্যায়ন হল এরা (স্থানীয়রা) আমাদেরকে মানুষ হিসাবেও মূল্যায়ন করে না। আমাদের যে অধিকার তাও তারা স্বীকার করে না। আরো বেশ কিছু কথা ক্ষোভের সাথে জানালেন।
আমি সব কিছু শুনে কি বলবো? আমি বললাম ভাইসাহেব আপনি তো দেশে সেটেল হতে পারতেন।আপনার মামা সহ আপনাদের পরিবারের তো এখন সুযোগ সুবিধা সম্পুর্ন আলাদা।আপনি সরাসরি রাজপরিবারের লোক।এখন বাংলাদেশে দুটো জেলার হলেই হল। সকল সুযোগ সুবিধা তাদের জন্য অবারিত। আপনি তো সেগুলো গ্রহন করতে পারেন।
নাসের সাহেব আমার দিকে তাকালেন বাকা চোখে।মুছকি হাসলেন এবং বললেন। দেখুন আপনি সুযোগ পেয়ে আমার মামাদের দায়ীত্বটা চাপিয়ে দিলেন? তবে আপনাকে গোপন করবো না। আমি যেতে চাই কিন্তু ঐযে আমার হোমমিনিষ্টার মোটেই রাজি না।সে যেতে চায় না।
আমি জিজ্ঞেস করলাম কেন তিনি যেতে চান না।কারন কি?
নাসের সাহেব শোধালেন, আপনার ভাবীর বিশ্বাস বর্তমান সরকার যেভাবে মানুষের অভিশাপ নিয়েছে তাতে শেখ হাসনিার আশেপাশের সবাই বিপদে পড়বে।সে মনে করে লিডার মুজিব ব্যক্তিগত ভাবে এতটা অভিশাপ নেবার সুযোগ পান নাই। শেখ হাসিনা ও তার সরকার যে ভাবে মানুষের বদদোয়া,অভিশাপ কামাই করেছে যে কোন মুহর্তে এদের উপর আল্লাহর গজব পড়তে পারে।
দেশের মানুষকে যে ভাবে নির্যাতন আর নিপিড়ন করছে তাতে এদের ছায়া মাড়ানো ও উচিত হবে না। আরো অনেক কথা বলে।
আমি বললাম ভাই আপনি পরিবারের কর্তা। আপনি সিদ্ধান্ত নেন। দেখবেন ভাবী সাহেব আপনার সাথে একমত হবেন।তবে দেরী করবেন না। আগামীতে কি হয় তাতো বলা যায় না। তাই যা করার তাড়াতাড়ি করুন।নাসের সাহেবের তাড়া ছিল। ঐদিনের মত তিনি চলে গেলেন। আমাকে বললেন এ নিয়ে আপনার সাথে আরো কথা বলবো। হয়তো আপনার বাসায় আসবো।
চলবে
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন