জরুরী অবস্থার জন্য দায়ী হবে কে?
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১০ ডিসেম্বর, ২০১৩, ০৭:২৬:৪০ সন্ধ্যা
জরুরী অবস্থার জন্য দায়ী কে হবে?
জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের আজ রাতেই ফাসিঁ হয়ে যেতে পারে।
আগামী কাল হবে ইসলামী আন্দোলনের জন্য বিরাট পরিক্ষা দিন।
সরকারের পরিকল্পনা হল - তারা জরুরী অবস্থায় দেশকে নিয়ে যাবার জন্য এই বিচার বিভাগীয় কিলিং এর আয়োজন।
আগামী কাল এমন কিছু করা যাবে না - যাতে সরকার জরুরী অবস্থার জারি করার সুযোগ পায়।
ভাইদের প্রতি আকুল আবেদন -
জরুরী অবস্থা তৈরী করে শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে এবং ক্যংগারু ট্রাইব্রুনাল বিচার বিভাগীয় হত্যাকান্ড করবেই।
তাই সবাইকে চিন্তা এবং ভাবনা করে এগুতে হবে। কখনো ই সরকারকে জরুরী অবস্থা তৈরীর সুযোগ দেয়া যাবে না।
আগামী কাল হবে আমাদের জন্য এ যাবত কালের সবচেয়ে বড় পরিক্ষা।
আশা করি সবাই একমত হবেন।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন