কি অপরাধ সেই খ্রীস্টান ব্যবসায়ীর?

লিখেছেন লিখেছেন তায়িফ ০৫ জুন, ২০১৬, ০৭:১৩:৫৪ সন্ধ্যা



আজকে জঙ্গী গোষ্ঠী দ্বারা দুটি ঘটনা ঘটেছে। চট্রগামে হত্যা করা হয়েছে পুলিশ অফিসারের স্ত্রীকে। সব আলো গিয়ে পরেছে সেই ঘটনার উপর।

অন্যদিকে নাটোরে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। হত্যার ৫ ঘন্টার মধ্যে আইএস দায় স্বীকার করা হয়েছে।

প্রথমে ধর্মযাজকদের হত্যা করা হয়। বলা হয় তারা খ্রীস্ট ধর্ম প্রচার করত। তারপর ধর্মান্তরীত খ্রীস্টানদের হত্যা করা হত ধর্মের দোহাই দিয়ে।এখন হত্যা করা হচ্ছে সাধারন খ্রীস্টান দের।যারা সাধারন তাদের কোন অপরাধ নেই তারা কাউকে ধর্মান্তরিত করতেছে না। শুধু নিজের ধর্ম পালন করতেছে এটাই কি তাদের অপরাধ?

হিন্দুদের পাশে ভারতের দাদারা আছে। মনে আছে বিশ্বজিতের কথা ? ওই দিন কিন্তু কুত্তালীগ আরো তিনজনকে হত্যা করেছিল। মিডিয়া সরব ছিল শুধু বিশ্বজিত নিয়ে। বিশ্বজিত নিয়ে গান রচিত হয়েছে। বিশ্বজিত হত্যার বিচার হয়েছে। বাকি তিনজন? না ওরা হয়ত মুসলিম নয়ত খ্রীস্টান তাই ওদের কোন বিচার নেই।

হিন্দুরা পাশের দেশে চলে যেতে পারে। ইউরোপে রাজনৈতি আশ্রয় পায়। কিন্তু ওই নিরিহ খ্রীস্টানরা যাবে কোথায়?

ওরা রাজনৈতিক আশ্রয় পাবে না কারন বাংলাদেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ।পাশের দেশেও খ্রীস্টান মুসলিম নির্বিশেষে সব সব সংখ্যলঘু নির্যাচিত। ইউরোপ আমেরিকা আশ্রয় দিবে না। দেশে আওয়ীলীগ বা তথাকথিত আইএস ওদের হত্যা করবে। মৃত্যু্‌ই কি ওদের একমাত্র পথ। কোথায় আজ মানবতা? কোথায় আজ বিশ্ব বিবেক।কে আজকে অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশীদের রক্ষা করবে? কে?

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371102
০৫ জুন ২০১৬ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : আমাদের পাপ ক্ষয় হলে আল্লাহই রক্ষা করবেন। আর কেউ নয়।
০৭ জুন ২০১৬ দুপুর ০৩:৪৫
308047
তায়িফ লিখেছেন : পাপ ক্ষয় যত তারাতারি হবে তত মঙ্গল।
371122
০৬ জুন ২০১৬ সকাল ০৫:৫৭
দ্য স্লেভ লিখেছেন : আগে যেসব কাজ করে আলকয়েদার নাম নিত, এখন ঠিক সেসব কাজ করে আই.এস এর নাম উচ্চারন করছে। এসব করছে দেশকে জঙ্গীরাষ্ট্র বানিয়ে দখল নিতে।
০৭ জুন ২০১৬ দুপুর ০৩:৪৫
308048
তায়িফ লিখেছেন : সিরিয়া আর বাংলাদেশের মধ্যে তেমন তফাত্ নাই।
371176
০৬ জুন ২০১৬ দুপুর ০৩:৩৬
হতভাগা লিখেছেন : আল-কায়েদা / আই.এস বড়ি - আমেরিকা ভালই গেলাতে পেরেছে এগুলো বিশ্ববাসীদের।
০৭ জুন ২০১৬ দুপুর ০৩:৪৬
308049
তায়িফ লিখেছেন : অবৈধ সরকারের আস্কারায় এসব হচ্ছে।
০৮ জুন ২০১৬ সকাল ০৭:৫৭
308150
হতভাগা লিখেছেন : আজও এক হিন্দু পুরোহিতের উইকেট ফেললো

এসব নিরীহ মানুষদেরকে খুন করা কোন বাংলাদেশীদের কাজ নয় - এটা নিশ্চিত
371543
০৯ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১২
ইরফান ভাই লিখেছেন : ভারতের র এবং দেশের হাম্বালীগ কৌশলে এসব হত্যাকান্ড করে দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষন করতে চাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File