খবরদার বঙ্গবন্ধুর অবমাননা কর না।
লিখেছেন লিখেছেন তায়িফ ০৬ মে, ২০১৬, ১১:৫৯:৪৮ রাত
ছবি ভিসন ২০২১ ফেসবুক পেজ থেকে নেয়া।
বার্লিন দেয়ালের পতন হয়েছে সেও অনেক পুরনো খবর।
যাদের কারনে ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ হয়েছে তাদের আজ কোন সীমানা নেই। তারা ভিসা মুক্ত চলাচল করতে পারে। এসব দেশের নাগরিকদের মধ্যে কোন তফাত্ নেই। তারা আজ নেতুভুক্ত দেশের সদস্য। শত্রুর মোকাবেলায় তারা একযুগে ঝাপিয়ে পরে।
আর আমরা? আমরা ছিলাম একদেশ এক পরিবার । আমরা হিন্দু বুদ্ধ খ্রীস্টান মুসলমান মিলে ছিলাম এক দেশ এক পরিবার । কিন্তু আজ আমরা প্রতিবন্ধীর মত ৭১ এ আটকে আছি। ১৪ ই ডিসেম্বর ৭১ এ আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে ভারতও সন্দেহের উর্ধে নয়।
৭১ এর পর যেসব নেতা উঠে এসেছেন, হয় তাদের সন্ত্রাসী হামলায় হত্যা করা হয়েছে নতুবা গুম করা হয়েছে নয়ত রাষ্ট্রীয়ভাবে খুন করা হয়েছে। হারিয়ে গেছেন এস এম কিবরিয়া , ইলিয়াস আলী, কাজী আরেফ, সালাউদ্দিন কাদের, মুজাহিদ জনাব, মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়া কাদের মোল্লা, আরো কত শত উদিয়মান ছাত্রনেতা,কর্মী । আগামী ১০০ বছরেও ছাত্রনেতা জনী দিনার সহ হারিয়ে যাওয়া ছাত্রদের অভাব পূরণ হবে না। দরজায় করা নারছে আইএস আলকায়দা। আইএস তাদের বাংলাদেশী নেতা ইব্রাহীম আল বাঙ্গালীর সাক্ষাতকার ছেপেছে তাদের মেগাজিন দাবিক এর ১৪ সংস্ককরণে ।
সরকারের উচিত ছিল দেশবাসীকে নিয়ে এই সংকত মোকাবেলা করা। তা নাকরে আইএস ঘোষিত মোরতাদ জামাত নেতাদের মেরে ফেলতেছে। অথচ জেএমবির মত আইএস প্রতিরোধে এদের দরকার ছিল সব থেকে বেশী।
কোথায় সরকার বর্তমান নিয়ে ভাববে ! তা না করে তাদের জাতির পিতা। যার চৌদ্দপুরুষ বাঙ্গালী ছিল(শেখ মুজিব নাকি আবার সেই বাঙ্গালী জাতির পিতা ।) সেই শেখ মুজিবকে রক্ষায় ব্যস্ত।জীবিত শেখ মুজিবের জানাজায় ১৫ জন লোকও হয় নি। অথচ মসজিদ মন্দির গির্জা যখন আক্রমনের লক্ষ্য বস্তু হয় তখন তাদের মাথা ব্যথা নেই।তাদের চিন্তা ভাবনা ৭১ আর শেখ মুজিব। রক্ষিবাহিনী গঠন, সিরাজ সিকদার সহ ৩০ হাজার জাসদ কর্মীর রক্তে রাঙ্গানো যার হাত, সেই শেখ মুজিবের সমালোচনা করলে নাকি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা। এই আইনের অধীন অপরাধসমূহ অজামিনযোগ্য হিসেবে উল্লেখ করে আইনের ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে যে, ‘আইনের ধারা ১৫ (ইলেক্ট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর অবমাননা) এর অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য হইবে।’
হে অবৈধ সরকার। তোমরা যত আইন কর না কেন, যত গুলি কর না কেন? আমাদের কলম থামবে না। রক্তপিপাসু শেখ মুজিব ছিল অবৈধ । শেখ হাসিনাও অবৈধ। সত্য বলতে গিয়ে মরনেও ভয় পাই না। তোদের অবৈধ সরকারের অবৈধ আইনকে ভয় পাই না। সত্য বলতে গিয়ে যদি তোমাদের মুজিবের অবমাননা হয় তারপরও বলব।
বারবার বলে যাবো তোরা অবৈধ। তোরা অবৈধ।
আমাকে ফেসবুকে লাইক দিতে এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন